মোবাইল নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র দেখার নিয়ম

হ্যালো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদের কে আমাদের এই সাইটে আমার পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে মোবাইল নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র দেখার নিয়ম এই বিষয় টি নিয়ে কথা বলবো। তো চলুন দেরি না করে পোস্ট টি শুরু করে দেওয়া যাক।
জাতীয় পত্র বর্তমানে একটি প্রয়োজনীয় পত্র সকল ১৮ বছর বয়সী নাগরিকদের জন্য। একটি জাতীয় পত্র ই প্রমাণ করে আপনি কোন দেশের নাগরিক। আর মাঝে মাঝে এমন হয় আমরা বাহিরে কোথাও গেছি কিন্তু সাথে করে ভুলে জাতীয় পরিচয় পত্র নিয়ে আসি নি। কিন্তু এই মূহুর্তে আমার সেটা এর কিছু তথ্য লাগবে। এই অবস্থায় আমি কী করবো?
তো এমন অবস্থায় যদি কেউ পরতে না চান তাহলে এই পোস্ট টি দেখে নিন। এই পোস্ট টি দেখলে বুঝতে পারবেন কিভাবে নিজের হাতে থাকা ফোন এবং ফোনে থাকা সিম অর্থাৎ মোবাইল নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র এর তথ্য বের বা দেখা করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক মেইন টপিক।
মোবাইল নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র
মোবাইল নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র এর সম্পূর্ণ তথ্য আমরা পাবো না। মোবাইল নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র এর আমরা শুধু মাত্র নাম্বার টি ই পাবো। অনেক কাজে শুধু জাতীয় পরিচয় পত্র এর নাম্বার এর প্রয়োজন হয়। এই সব সময় এটা কাজে আসতে পারে মোবাইল নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র দেখার নিয়ম।
তো মোবাইল নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র এর নাম্বার বের করার জন্য আমাদের একটি বিষয় লক্ষ্য রাখতে হবে সেটা হলো, আমার ফোনে যে সিম রয়েছে সেই সিমটি কার জাতীয় পরিচয় পত্র এর সাহায্য ক্রয় করা হয়েছে। যেমনঃ আপনার সিম টি আপনার বাবা আপনাকে ক্রয় করে দিয়েছিলো অনেক আগে, এখন যদি আপনি সেই সিম দিয়ে জাতীয় পরিচয় পত্র এর নাম্বার বের করতে যান তো আপনার বাবার জাতীয় পরিচয় পত্র এর তথ্য আসবে। সুতরাং লক্ষ্য রাখবেন যেনো, সিমটি আপনার জাতীয় পরিচয় পত্র দিয়েই ক্রয় করা হয়ে থাকে।
মোবাইল নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র এর নাম্বার দেখার নিয়ম
তো চলুন এবার দেখে নেই, মোবাইল নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র এর নাম্বার দেখার নিয়ম দেখে নেই,,,
১. প্রথমে মোবাইল ফোনের ডায়াল প্যাডে যান।
২. এবার ডায়াল করুন *1600*2# (এই কোড সকল সিমের জন্যই প্রযোজ্য।
৩. এবার আপনাকে পপ আপ মেসেজ দিবে যে “আপনার রিকুয়েষ্ট এক্সেপ্ট করা হয়েছে। অপেক্ষা করুন আমরা এটার রিপ্লে করছি” এমন কিছু।
৪. কিছুক্ষণের মধ্যই এবার আপনার সিম এ মেসেজ করে আপনার জাতীয় পরিচয় পত্র এর নাম্বার পাঠিয়ে দিবে তারা।
তো এই উপায় আপনারা খুব সহজে মোবাইল নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র এর নাম্বার বের করতে পারলেও বাকি তথ্য পাবেন না এবং জরুরি প্রয়োজনে এই তথ্য প্রিন্ট করে বের ও করতে পারবেন না। এর জন্য আমি আপনাদের জন্য আরপ একটি উপায় দিচ্ছি যা দিয়ে খুব সহজে আপনার পুরো জাতীয় পরিচয় পত্র এর তথ্য পেয়ে যাবেন এবং জরুরি প্রয়োজনে তা প্রিন্ট ও করতে পারবেন। মোবাইল নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র দেখার নিয়ম
ইন্টারনেট এর সাহায্য জাতীয় পরিচয় পত্র দেখার নিয়ম
ইন্টারনেট দিয়ে জাতীয় পরিচয় পত্র দেখার নিয়ম অনেকটা সহজলভ্য বলে আমি মনে করে। সব উপায়ের থেকে এটা সহজ। নিচে দেখানো হলো পুরো উপায় টিঃ
১. প্রথমে, http://services.nidw.gov.bd এই ওয়েব সাইট এ যান। এটা একটা অফিসিয়াল সাইট বাংলাদেশের।
২. এখানে যাওয়ার পর আপনার আগে থেকে রেজিস্ট্রেশন করা না থাকলে করে নিবেন। প্রথমেই রেজিষ্ট্রেশন এর বাটন পেয়ে যাবেন।
৩. রেজিষ্ট্রেশন করা থাকলে বা হয়ে গেলে, আবার মেইন হোম পেজে ফিরে আসুন আর নিচের দিকে যান।
৪. দেখবেন লগ ইন বাটন আছে সেখানে৷ সেখান থেকে প্রয়োজনীয় তথ্য দিয়ে লগ ইন করে নিবেন।
৫. এবার আপনাকে ড্যাসবোর্ড এ নিয়ে যাবে যদি সাকসেসফুলি লগ ইন হয়৷ তো ড্যাসবোর্ড এ যাওয়ার পর প্রোফাইলে যাবেন।
৬. প্রোফাইলে গেলেই সব তথ্য পেয়ে যাবেন আপনারা জাতীয় পরিচয় পত্র এর৷ আর চাইলে তা ডাউনলোড করে প্রিন্ট ও করতে পারবেন।
তো বন্ধুরা আশা করি পোস্ট টি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম পোস্ট পেতে প্রতিদিন ভিজিট করতে থাকুন আমাদের এই সাইট টি। আবার দেখা হবে পরবর্তী কোনো পোস্ট এ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেয।