ডিগ্রি ২য় প্রশ্নডিগ্রি বিগত সালের প্রশ্ন

বাংলা জাতীয় ভাষা আবিশ্যক জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত সালের প্রশ্ন ২০২০ সালের প্রশ্ন ডিগ্রি ২য় বর্ষের বিগত সালের প্রশ্ন

 

২০১৪,২০১৫,২০১৬,২০১৭,২০১৮,২০১৯,২০২০ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত সালের প্রশ্ন অনার্স ডিগ্রি ও মাষ্টার্স সকল বছরের প্রশ্নগুলো সংরক্ষণ করা রয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত সালের প্রশ্ন

ডিগ্রি ২য় বর্ষের ২০২০ সালের বিগত সালের প্রশ্ন বাংলা জাতীয় ভাষা (আবশ্যিক) বিষয়টি নিচে হুবহু দেওয়া হলো।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত সালের প্রশ্ন ডিগ্রি, অনার্স, মাষ্টার্স

অনার্স ডিগ্রি মাষ্টার্স
অনার্স ১ম বর্ষের বিগত সালের প্রশ্নের জন্য এখানে ক্লিক করুন। ডিগ্রি ১ম বর্ষের বিগত সালের প্রশ্নের জন্য এখানে ক্লিক করুন। প্রিলি মাষ্টার্স বিগত সালের প্রশ্নের জন্য এখানে ক্লিক করুন।
অনার্স ২য় বর্ষের বিগত সালের প্রশ্ন জন্য এখানে ক্লিক করুন। ডিগ্রি ২য় বর্ষের বিগত সালের প্রশ্নের জন্য এখানে ক্লিক করুন। মাষ্টার্স ফাইনাল বিগত সালের প্রশ্নের জন্য এখানে ক্লিক করুন।
অনার্স ৩য় বর্ষের বিগত সালের প্রশ্নের জন্য এখানে ক্লিক করুন। ডিগ্রি ৩য় বর্ষের সাজেশনের জন্য এখানে ক্লিক করুন।  
অনার্স ৪র্থ বর্ষের বিগত সালের প্রশ্ন এর জন্য এখানে ক্লিক করুন। ডিগ্রি পরীক্ষার প্রশ্ন ২০১৮ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত সালের ইংরেজি প্রশ্ন

গুরুত্বপূর্ণ একটি কথা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত সালের প্রশ্ন গুলো থেকে প্রায় 70% পর্যোন্ত কমোন আসে। আপনি অবশ্যই খেয়াল বিগত সালের প্রশ্নগুলো থেকে পড়তে পারেন।

 

ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা, ২০২০ (অনুষ্ঠিত ০৪/০৪/২০২২)

বাংলা (আবশ্যিক) 

বিষয় কোড : 131001

(বাংলা জাতীয় ভাষা) সময়—৩ ঘন্টা ৩০ মিনিট

পূর্ণমান-৮০ 

[দ্রষ্টব্য : প্রতিটি প্রশ্নের উত্তরে সাধু ও চলিত ভাষারীতির মিশ্রণ দূষণীয় ।।

| ক বিভাগ (যে কোনাে দশটি প্রশ্নের উত্তর দাও।

মান—১x১০=১০ ১।

 (ক) ডাহুক’ কবিতায় তারার বন্দর ছেড়ে চঁাদ কোথায় চলে?

(খ) বনলতা সেন’ কবিতায় কৰি হাজার বছর ধরে কোথায় পথ হাঁটছেন? 

(গ) সোনালী কাবিন’ কবিতায় ‘মহুয়ার মাটির বােতল’ কথাটি কী অর্থে ব্যবহার করেছেন?

 (ঘ) যৌবনে দাও রাজটীকা’ প্রবন্ধে কোন যুবরাজকে ভােগের অবতার বলা হয়েছে? 

(ঙ) বাংলার জাগরণ’ প্রবন্ধে কাকে আধুনিককালের এক পরম শক্তিমান মানুষ বলা হয়েছে? 

অনার্স ১ম বর্ষের বিগত সালের প্রশ্নের জন্য এখানে ক্লিক করুন।

অনার্স ২য় বর্ষের বিগত সালের প্রশ্নের জন্য এখানে ক্লিক করুন।

অনার্স ৩য় বর্ষের বিগত সালের প্রশ্নের জন্য এখানে ক্লিক করুন।

অনার্স ৪র্থ বর্ষের বিগত সালের প্রশ্নের জন্য এখানে ক্লিক করুন।

(চ) আজ আমার আশি বৎসর পূর্ণ হল—-‘। কার আশি বৎসর পূর্ণ হল?

 (ছ) পুঁই মাচা গরে মুখুয্যে বাড়ির ছােট খুকীর নাম কী? 

(জ) সুরবালা আমার কী না হইতে পারিতা—একথা কে বলেছিলাে?

 (ঝ) আত্মজা’ শব্দের অর্থ কী?

 (ঞ) কাকে বাংলা সাধু গদ্যরীতির জনক মনে করা হয়? 

(ট) -ত্ব বিধি কাকে বলে?

 (ঠ) যে ভাষারীতিতে আমরা সবসময় কথাবার্তা বলি তাকে কী ভাষা বলে?

খ বিভাগ।

যে কোনাে পাঁচটি প্রশ্নের উত্তর দাও) মান—৪x৫=২০ 

২। “ঐকতান’ কবিতায় প্রকাশিত বেদনাবােদের কারণ সংক্ষেপে লেখ। 

৩। “আমাকেই হত্যা করে, ওরা হত্যা করে বারবার’—কারা , কাকে এবং কেন বারবার হত্যা করে?

৪।বিষয় অনুসারেই রচনার ভাষার উচ্চতা বা সামান্যতা নির্ধারিত হওয়া উচিত’ বলতে লেখক তী

বুঝিয়েছেন? 

৫। হরপ্রসাদ শাসীর মতে কে সর্বশক্তিমান এবং কেন? 

৬। ‘আমি এই এক রাত্রে মহাপ্রলয়ের তীরে দাঁড়াইয়া অনন্ত আনন্দের আস্বাদ পাইয়াছি।’ উক্তিটির তাৎপর্য তুলে ধর।।

অনার্স ১ম বর্ষের বিগত সালের প্রশ্নের জন্য এখানে ক্লিক করুন।

অনার্স ২য় বর্ষের বিগত সালের প্রশ্নের জন্য এখানে ক্লিক করুন।

অনার্স ৩য় বর্ষের বিগত সালের প্রশ্নের জন্য এখানে ক্লিক করুন।

অনার্স ৪র্থ বর্ষের বিগত সালের প্রশ্নের জন্য এখানে ক্লিক করুন।

৭। হুজুর কেবলা’ গল্পে পীর সাহেবের মুখোশ উন্মোচনে এমদাদের ভূমিকা মূল্যায়ন কর। 

৮। বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে বিদেশি শব্দ বানানের যে কোনাে চারটি নিয়ম উলাহরণসহ লেখ। 

৯। বাংলায় অনুবাদ কর:

Truthfulness is the greatest of all the virtues which make a man really great if we do not cultivate the habit of speaking the truth, we will never win the respect of others. A lie never lies hidden for long. Today or tomorrow it comes to light. Then the real character of the lier is revealed and nobody trusts him.

উত্তরঃ সত্য কথা বলার অভ্যাস না গড়ে তুললে একজন মানুষকে সত্যিই মহান করে তোলে এমন সব গুণের মধ্যে সত্যবাদিতাই সবচেয়ে বড়। মিথ্যা কখনোই বেশিদিন লুকিয়ে থাকে না। আজ হোক কাল তা জানা যাবে। তারপর মিথ্যাবাদীর আসল চরিত্র প্রকাশ পায় এবং কেউ তাকে বিশ্বাস করে না।

গ বিভাগ

(যে কোনাে পাঁচটি প্রশ্নের উত্তর দাও)।

মান—১০x৫=৫০ 

১০। চৈতী হওয়া অবলম্বনে কবি কাজী নজরুল ইসলামের প্রেম ও প্রকৃতি চেতনার স্বরুপ পর্যালােচনা

১১। ‘বনলতা সেন কবিতার নামকরণের সার্থকতা নিরূপণ কর। 

২। সংস্কৃতি-কথা’ প্রবন্ধ অবলম্বনে সংস্কৃতির বৈশিষ্ট্য নির্ণয় প্রসঙ্গে সংস্কৃতির সাথে ধর্ম, প্রগতি ও সভ্যতার সম্পর্ক স্থাপন কর। 

১৩। ইংরেজ জাতি ও তার ঔদার্যের প্রতি জীবনের প্রান্তিকে এসে রবীন্দ্রনাথ বিশ্বসহীন হয়ে পড়েছিলেন। সভ্যতার সংকট’ প্রবন্ধ অবলম্বনে তােমার মতামত দাও।

 ১৪। প্রাগৈতিহাসিক’ গল্পে ভিখু চরিত্রের মৌল বৈশিষ্ট্য কোনটি–অস্তিত্ব রক্ষা না কি প্রবৃত্তি তাড়না? প্রসঙ্গ দু’টি বিশ্লেষণ করে নিজস্ব অভিমত ব্যক্ত কর। 

অনার্স ১ম বর্ষের বিগত সালের প্রশ্নের জন্য এখানে ক্লিক করুন।

অনার্স ২য় বর্ষের বিগত সালের প্রশ্নের জন্য এখানে ক্লিক করুন।

অনার্স ৩য় বর্ষের বিগত সালের প্রশ্নের জন্য এখানে ক্লিক করুন।

অনার্স ৪র্থ বর্ষের বিগত সালের প্রশ্নের জন্য এখানে ক্লিক করুন।

১৫। ‘পথ জানা নাই’ গল্প অবলম্বন করে নগরজীবনের চিত্র বিশ্লেষণ কর। 

১৬। উদাহরণসহ “ই-কার” এবং “ঈ-কার” ব্যবহারের পাঁচটি করে নিয়ম লেখ। 

১৭। করােনা ভাইরাস মহামারি থেকে রক্ষা পেতে যথাযথ স্বাস্থ্যবিধি পালনের পরামর্শ দিয়ে ছােট ভাইকে একটি পত্র লেখ।

২৭৯এক্স

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত সালের প্রশ্ন ডিগ্রি, অনার্স, মাষ্টার্স

অনার্স ডিগ্রি মাষ্টার্স
অনার্স ১ম বর্ষের বিগত সালের প্রশ্নের জন্য এখানে ক্লিক করুন। ডিগ্রি ১ম বর্ষের বিগত সালের প্রশ্নের জন্য এখানে ক্লিক করুন। প্রিলি মাষ্টার্স বিগত সালের প্রশ্নের জন্য এখানে ক্লিক করুন।
অনার্স ২য় বর্ষের বিগত সালের প্রশ্নের জন্য এখানে ক্লিক করুন। ডিগ্রি ২য় বর্ষের বিগত সালের প্রশ্নের জন্য এখানে ক্লিক করুন। মাষ্টার্স ফাইনাল বিগত সালের প্রশ্নের জন্য এখানে ক্লিক করুন।
অনার্স ৩য় বর্ষের বিগত সালের প্রশ্নের জন্য এখানে ক্লিক করুন। ডিগ্রি ৩য় বর্ষের সাজেশনের জন্য এখানে ক্লিক করুন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের প্রশ্ন
অনার্স ৪র্থ বর্ষের বিগত সালের প্রশ্নের জন্য এখানে ক্লিক করুন।   অনার্স ২য় বর্ষের বিগত সালের প্রশ্ন

আমাদের সাজেশন ৯৫-১০০% পর্যন্ত কমোনের নিশ্চয়তা

অনার্স ডিগ্রি মাষ্টার্স
অনার্স ১ম বর্ষের সাজেশনের জন্য এখানে ক্লিক করুন। ১ম বর্ষের সাজেশনের জন্য এখানে ক্লিক করুন। প্রিলি মাষ্টার্স বিগত সালের প্রশ্নের জন্য এখানে ক্লিক করুন।
অনার্স ২য় বর্ষের সাজেশনের জন্য এখানে ক্লিক করুন। ২য় বর্ষের সাজেশনের জন্য এখানে ক্লিক করুন। মাষ্টার্স ফাইনাল বিগত সালের প্রশ্নের জন্য এখানে ক্লিক করুন।
অনার্স ৩য় বর্ষের সাজেশনের জন্য এখানে ক্লিক করুন। ৩য় বর্ষের সাজেশনের জন্য এখানে ক্লিক করুন।  
অনার্স ৪র্থ বর্ষের সাজেশনের জন্য এখানে ক্লিক করুন।    

 

Attention: এই ওয়েবসাইটের সকল নিবন্ধিত তথ্য নিজ কাজে ব্যবহার করবেন। অন্য কোথায় ব্যবহার থেকে বিরত থাকুন।

 

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত সালের প্রশ্ন  ডিগ্রি ২য় বর্ষের ২০২০ সালের হুবহু ওপরে দেওয়া হলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button