ডিগ্রি ২য় প্রশ্নডিগ্রি বিগত সালের প্রশ্ন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত সালের প্রশ্ন বাংলা জাতীয় ভাষা (আবশ্যিক) ডিগ্রি ২য় বর্ষের বিগত সালের প্রশ্ন ২০১৯

 

২০১৪,২০১৫,২০১৬,২০১৭,২০১৮,২০১৯,২০২০ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত সালের প্রশ্ন অনার্স ডিগ্রি সালের বিগত সকল বছরের প্রশ্নগুলো সংরক্ষণ করা রয়েছে।

ডিগ্রি ২য় বর্ষের ২০১৯ সালের বিগত সালের প্রশ্ন

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত সালের প্রশ্ন ডিগ্রি ২য় বর্ষের ২০১৯ সালের হুবহু দেওয়া হলো নিচে

 

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত সালের প্রশ্ন গুলো আমাদের ওয়েবসাইটে সংরক্ষণ করা হয়েছে। ডিগ্রি ও অনার্স সকল প্রশ্নগুলো এখানে রাখা হয়েছে।

আপনি যদি কোন প্রশ্ন বা সাজেশন আমাদের ওয়েবসাইটে খুজে না পায়ে থাকেন তাহলে কমেন্ট আপনার বিষয় টি লিখতে পারে।

অনার্স ২য় বর্ষে সাজেশনের জন্য এখানে ক্লিক করুন।

অনার্স বিগত সালের সকল প্রশ্নের জন্য এখানে ক্লিক করুন।

অনার্স সকল নোটিশ দেখতে এখানে ক্লিক করুন।

ডিগ্রি ১ম বর্ষের বিগত সালের প্রশ্ন জন্য এখান ক্লিক করুন।

ডিগ্রি ২য় বর্ষের বিগত সালের প্রশ্ন জন্য এখান ক্লিক করুন।

ডিগ্রি ৩য় বর্ষের বিগত সালের প্রশ্ন জন্য এখান ক্লিক করুন।

অনার্স ১ম বর্ষের বিগত সালের প্রশ্ন

অনার্স ২য় বর্ষের বিগত সালের প্রশ্ন

অনার্স ৩য় বর্ষের বিগত সালের প্রশ্ন

অনার্স ৪র্থ বর্ষের বিগত সালের প্রশ্ন

জাতীয় বিশ্ববিদ্যালয়

 [ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা-২০১৯ (অনুষ্ঠিত-১৩/০২/২০২১)

বিষয় : বাংলা জাতীয় ভাষা (আবশ্যিক) 

 বিষয় কোড : ১৩১০০১

সময়-৩ ঘণ্টা-৩০ মিনিট; পূর্ণমান-৮০ 

দ্রষ্টব্য : একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।]

 

ক-বিভাগ। 

 

১। নিচের যে-কোনাে দশটি প্রশ্নের উত্তর দাও : ১ X ১০ = ১০ 

 

(ক) আত্ম-বিলাপ’ কবিতায় কবি কালসিন্ধ জলতলে কি ফেলেছেন?

(খ) ঐকতান’ কবিতায় কার উপর ভর দিয়ে সমস্ত সংসার চলছে।

উত্তর : ন

(গ) বার বার ফিরে আসে কবিতায় কবি শামসুর রাহমান কোন ঐতিহাসিক সময়কে তাঁর কবিতায় উপজীব্য করেছেন?

উত্তর :

(ঘ) বাঙ্গালা ভাষা’ প্রবন্ধে আলালী ভাষা বলতে লেখক কি |

বুঝিয়েছেন?

উত্তর :

(ঙ) সভ্যতার সংকট প্রবন্ধের মতে মানুষের প্রতি কি হারানাে পাপ?

উত্তর :

(চ) সংস্কৃতি কথা প্রবন্ধে কালচার্ড লােকেরা সবচেয়ে বেশি ঘৃণা করে কি?

উত্তর :

ডিগ্রি ১ম বর্ষে বিগত সালের প্রশ্নগুলোর জন্য এখানে ক্লিক করুন।

ডিগ্রি ২য় বর্ষের বিগত সালের প্রশ্নগুলোর জন্য এখানে ক্লিক করুন।

ডিগ্রি ৩য় বর্ষের বিগত সালের প্রশ্নগুলোর জন্য এখানে ক্লিক করুন।

অনার্স বিগত সালের সকল প্রশ্নের জন্য এখানে ক্লিক করুন।

অনার্স ২য় বর্ষের বিগত সালের প্রশ্ন ২০১৯

 (ছ) সুরবালার স্বামীর নাম কি?

উত্তর :

(জ) হুযুর কেবলা’ গল্পে কোন ঘটনায় এমদাদ একেবারে বদলে যায়?

উত্তর :

 (ঝ) নয়ন চারা, গল্পে শহরের জনশূন্য রাস্তাটাকে কিসের সাথে  তুলনা করা হয়? 

উত্তর :

 (ঞ) আত্মজা ও একটি করবী গাছ’ গল্পে হিম আর চাঁদ কোথায় ফুটে আছে।

উত্তর :

(ট) গুরুচণ্ডালী দোষ কি?

উত্তর :

 (ঠ) শুদ্ধ বানান লিখ : উপরােক্ত, অপরাহ, বিশম, গীতাঞ্জলী।

উত্তর :

খ-বিভাগ 

[যে-কোনাে পাঁচটি প্রশ্নের উত্তর দাও। ৪ x৫ = ২০। 

২। আত্ম-বিলাপ’ কবিতায় কবির অনুশােচনাদগ্ধ হৃদয়ের পরিচয় দাও। |

৩। ক্ষেন্তি কে? তার পরিচয় দাও।

 ৪। “সে তার শক্তিরূপ আমাদের দেখিয়েছে, মুক্তিরূপ দেখতে পারে নি” -ব্যাখ্যা কর। 

৫। বনলতা সেন’ কবিতায় কবি কিভাবে নারীরূপের চিরন্তর সৌন্দর্য তুলে ধরেছেন?

ডিগ্রি ১ম বর্ষে বিগত সালের প্রশ্নগুলোর জন্য এখানে ক্লিক করুন।

ডিগ্রি ২য় বর্ষের বিগত সালের প্রশ্নগুলোর জন্য এখানে ক্লিক করুন।

ডিগ্রি ৩য় বর্ষের বিগত সালের প্রশ্নগুলোর জন্য এখানে ক্লিক করুন।

 ৬। “সব ধর্মই সত্য এ কথা মানা যায় না। তবে সব ধর্ম্য ভিতরেই সত্য আছে” -বিষয়টি বিশ্লেষণ কর।

৭। “মন্বন্তরে গহুরালি নিঃস্ব হইয়াছিল বাহিরে, এবার হইল অন্তরে” কিভাবে? সংক্ষেপে লিখ। 

৮। বাংলা বানানে ‘ই’ কার ব্যবহারের চারটি নিয়ম লিখ।

৯। বাংলায় অনুবাদ কর :

Self-reliance means depending on one’s own self. is a great virtue. Self help is the best help. God helps those who help themselves. So everybody must rely on his own abilities to be self-reliant. self-reliant man has confidence in his own abilities.

উত্তরঃ ত্মনির্ভরশীলতা মানে নিজের নিজের উপর নির্ভর করা। একটি মহান পুণ্য। স্ব-সহায়তা সর্বোত্তম সাহায্য। ঈশ্বর যারা নিজেদের সাহায্য সাহায্য করে. তাই আত্মনির্ভরশীল হওয়ার জন্য প্রত্যেককে নিজের যোগ্যতার উপর নির্ভর করতে হবে। স্বনির্ভর মানুষ তার নিজের ক্ষমতার উপর আস্থা রাখে

গ-বিভাগ 

 

 [যে-কোনাে পাঁচটি প্রশ্নের উত্তর দাও।] ১০ X ৫ = ৫০]

 

১০। ঐকতান’ কবিতা অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুরের জগৎ ও জীবনভাবনার স্বরূপ বিশ্লেষণ কর। 

১১। রূপক কবিতা কাকে বলে? রূপক কবিতা হিসেবে ‘ডাহুক  কবিতার সার্থকতা নিরূপণ কর।

 ১২। বাঙ্গালা ভাষা’ প্রবন্ধের বঙ্কিমচন্দ্র বাঙ্গালা রচনার উত্তকৃষ্ট রীতি সম্পর্কে যে অভিমত ব্যক্ত করেছেন তা তােমর নিজের ভাষায় লিখ। 

১৩। প্রমথ চৌধুরী তার যৌবনে দাও রাজটিকা প্রবন্ধটি কিভাবে এবং কেন যৌবনকে রাজটিকা পরাতে চেয়েছেন?আলােচনা কর। 

ডিগ্রি ১ম বর্ষের বিগত সালের প্রশ্ন

ডিগ্রি ২য় বর্ষের বিগত সালের প্রশ্ন

ডিগ্রি ৩য় বর্ষের বিগত সালের প্রশ্ন

অনার্স ১ম বর্ষের বিগত সালের প্রশ্ন

অনার্স ২য় বর্ষের বিগত সালের প্রশ্ন

অনার্স ৩য় বর্ষের বিগত সালের প্রশ্ন

অনার্স ৪র্থ বর্ষের বিগত সালের প্রশ্ন

১৪। নয়ন চারা’ গল্প অবলম্বনে ‘আমুর’ চরিত্র বিশ্লেষণ কর।

১৫। আবুল মনসুর আহমদ তাঁর “হুযুর কেবলা’ গল্পে সমাজের যে চিত্র এঁকেছেন তা আলােচনা কর। 

১৬। বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের দশটি নিয়ম উদাহরণসহ লিখ। 

১৭। একটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের শূন্যপদে নিয়ােগের একখানা আবেদনপত্র রচনা কর।

 

 

অনার্স ১ম বর্ষের বিগত সালের প্রশ্ন

অনার্স ২য় বর্ষের বিগত সালের প্রশ্ন

অনার্স ৩য় বর্ষের বিগত সালের প্রশ্ন

অনার্স ৪র্থ বর্ষের বিগত সালের প্রশ্ন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button