ডিগ্রি ২য় বর্ষ সাজেশনডিগ্রি সাজেশন

বাংলা জাতীয় ভাষা (আবশ্যিক), (খ-গ) বিভাগ সাজে, ডিগ্রি ২য় বর্ষ ২০২০ পরীক্ষা অনুষ্ঠিত ০৪/০৪/২০২২

বিষয়ঃ বাংলা জাতীয় ভাষা (অবশ্যিক)

বিষয় কোডঃ ১৩১০০১।

ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা ২০২০ অনুষ্ঠিত ০৪/০৪/ ২০২২

ইনশাল্লাহ সর্বোচ্চ কমোন খ-বিভাগ

১। রবীন্দ্রনাথ ঠাকুর ‘ঐকতান’ কবিতায় তরুণ কবিদের প্রতি যে দায়িত্বভার অর্পণ করেছেন সংক্ষেপে তা আলােচনা কর।

২। বার বার ফিরে আসে’ কবিতায় রক্তাপুত শার্ট কোথায় কোথায় ফিরে আসে? সংক্ষেপে লেখ।

৩) ‘বিষয় অনুসারেই রচনার ভাষায় উচ্চতা বা সামন্যতা নির্ধারিত হওয়া উচিত’ বলতে লেখক কি বুঝিয়েছেন  সংক্ষেপে লেখ।

৪। ধার্মিক আর কালচার্ড মানুষের মাঝে পার্থক্য সংক্ষেপে  আলােচনা কর।

৫। এমদাদের সংক্ষিপ্ত পরিচয় দাও। 

৬। প্রাগৈতিহাসিক’ গল্প অবলম্বনে পাঁচী চরিত্র আলােচনা কর।

৭।  বাংলা বানানে ‘ই’ কার ব্যবহারের চারটি নিয়ম লেখ।

৮। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ঐকতান’ কবিতার মূলভাব লিখ। 

৯। শামসুর রাহমানের বার বার ফিরে আসে’ কবিতাটির  প্রেক্ষাপট বর্ণনা কর।

১০। ‘যৌবনে দাও রাজটিকা’ প্রবন্ধে প্রথম চৌধুরী প্রকৃত যৌবন বলতে কী বুঝয়েছেন?

১১।“আমি সামান্য সৈনিক, যতটুকু ক্ষমতা ছিল তা দিয়ে তাঁর আদেশ পালন করেছি।”-ব্যাখ্যা কর।

১২। “তােমার নিতান্ত মূখ, এই ভণ্ডের চালাকি বুঝিতে পারিতেছ না?”-বিষয়টি বিশ্লেষণ কর। 

১৩। “পৃথিবীর আলাে আজ পর্যন্ত তাহার নাগাল পায় নাই, কোনােদিন পাইবেও না।”-উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ কর। 

১৪। ণত্ব বিধানের যে কোনাে চারটি নিয়ম লিখ।

১৫। বাংলায় অনুবাদ কর :

Honesty is the best policy. An honest man is respected by all. Everyone trusts him. None can prosper in life if he is not honest. An honest shopkeeper is liked very much by his customers. All go to his shop and buy things from him. His credit grows and his business flourishes.

১৬। বাংলায় অনুবাদ কর :

Truthfulness is the greatest of all virtues in a man’s life. It means the quality of speaking the truth. The true happiness and prosperity of a man entirely depends on it. It ennobles one’s character and gives one a high position in society.

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত সালের প্রশ্ন ডিগ্রি, অনার্স, মাষ্টার্স

অনার্স ডিগ্রি মাষ্টার্স
অনার্স ১ম বর্ষের বিগত সালের প্রশ্নের জন্য এখানে ক্লিক করুন। ডিগ্রি ১ম বর্ষের বিগত সালের প্রশ্নের জন্য এখানে ক্লিক করুন। প্রিলি মাষ্টার্স বিগত সালের প্রশ্নের জন্য এখানে ক্লিক করুন।
অনার্স ২য় বর্ষের বিগত সালের প্রশ্নের জন্য এখানে ক্লিক করুন। ডিগ্রি ২য় বর্ষের বিগত সালের প্রশ্নের জন্য এখানে ক্লিক করুন। মাষ্টার্স ফাইনাল বিগত সালের প্রশ্নের জন্য এখানে ক্লিক করুন।
অনার্স ৩য় বর্ষের বিগত সালের প্রশ্নের জন্য এখানে ক্লিক করুন। ডিগ্রি ৩য় বর্ষের সাজেশনের জন্য এখানে ক্লিক করুন।  
অনার্স ৪র্থ বর্ষের বিগত সালের প্রশ্নের জন্য এখানে ক্লিক করুন।    

আমাদের সাজেশন ৯৫-১০০% পর্যন্ত কমোনের নিশ্চয়তা

অনার্স ডিগ্রি মাষ্টার্স
অনার্স ১ম বর্ষের সাজেশনের জন্য এখানে ক্লিক করুন। ১ম বর্ষের সাজেশনের জন্য এখানে ক্লিক করুন। প্রিলি মাষ্টার্স বিগত সালের প্রশ্নের জন্য এখানে ক্লিক করুন।
অনার্স ২য় বর্ষের সাজেশনের জন্য এখানে ক্লিক করুন। ২য় বর্ষের সাজেশনের জন্য এখানে ক্লিক করুন। মাষ্টার্স ফাইনাল বিগত সালের প্রশ্নের জন্য এখানে ক্লিক করুন।
অনার্স ৩য় বর্ষের সাজেশনের জন্য এখানে ক্লিক করুন। ৩য় বর্ষের সাজেশনের জন্য এখানে ক্লিক করুন।  
অনার্স ৪র্থ বর্ষের সাজেশনের জন্য এখানে ক্লিক করুন।    

 

বাংলা জাতীয় ভাষা 2022 সম্পূর্ণ সাজেশন পেতে এখানে ক্লিক করুন।

গ-বিভাগ

১। “কবি কাজী নজরুল ইসলামের ‘চৈতী হাওয়া’ কবিতায় বিরহক্লিষ্ট প্রেমিক কবির পরিচয় ফুটে উঠেছে।”-উক্তিটি : বিশ্লেষণ কর। |

২। ‘ডাহুক’ কবিতার মূল বিষয়বস্তু আলােচনা কর।

৩। রাজবন্দীর জবানবন্দী’ প্রবন্ধে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্বদেশ প্রেমের যে ছবি ফুটে

৪। বাংলার নবজাগরণে রাজা রামমােহন রায়ের অবদান আলােচনা কর।

৫। রবীন্দ্রনাথের ‘একরাত্রি’ গল্পের নামকরণের সার্থকতা আলােচনা কর।

৬। নয়নচারা’ গল্প অবলম্বনে আমুর চরিত্র বিশ্লেষণ কর।

৭। বাংলা একাডেমির প্রমিত বানানের দশটি নিয়ম উদাহরণসহ লেখ। 

৮। চলিত ভাষার বৈশিষ্ট্যসমূহ আলােচনা কর।

৯। চৈতী হাওয়া’ কবিতা অবলম্বনে কাজী নজরুল ইসলামের | কবি মানসের পরিচয় দাও। 

১০। সনেট কী? সনেট হিসেবে ‘সােনালী কাবিন : ৫ কবিতার সার্থকতা মূল্যায়ন কর।

১১। কাজী আবদুল ওদুদের বাংলার জাগরণ’ প্রবন্ধের মূল বক্তব্য বিশ্লেষণ কর।

বাংলা জাতীয় ভাষা 2022 সম্পূর্ণ সাজেশন পেতে এখানে ক্লিক করুন।

১২। তৈল’ প্রবন্ধ অনুসারে এর অসামান্য মহিমা বর্ণনা কর।

১৩। পথ জানা নাই’ ছোটগল্পে শামসুদ্দীন আবুল কালাম নগর সভ্যতার যে নগ্ন চিত্র তুলে ধরেছেন- তা বর্ণনা কর। 

১৪। আত্মজা ও একটি করবী গাছ’ গল্পটি এক বৃদ্ধের জীবনেরমর্মান্তিক পরিণতি-আলােচনা কর। 

১৫। তােমাদের কলেজে একজন বরেণ্য মুক্তিযােদ্ধার আগমন উপলক্ষে একটি মানপত্র রচনা কর।

১৬। তােমার বােনের বিয়েতে বন্ধুকে নিমন্ত্রণ জানিয়ে একটি : পত্র লিখ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত সালের প্রশ্ন ডিগ্রি, অনার্স, মাষ্টার্স

অনার্স ডিগ্রি মাষ্টার্স
অনার্স ১ম বর্ষের বিগত সালের প্রশ্নের জন্য এখানে ক্লিক করুন। ডিগ্রি ১ম বর্ষের বিগত সালের প্রশ্নের জন্য এখানে ক্লিক করুন। প্রিলি মাষ্টার্স বিগত সালের প্রশ্নের জন্য এখানে ক্লিক করুন।
অনার্স ২য় বর্ষের বিগত সালের প্রশ্নের জন্য এখানে ক্লিক করুন। ডিগ্রি ২য় বর্ষের বিগত সালের প্রশ্নের জন্য এখানে ক্লিক করুন। মাষ্টার্স ফাইনাল বিগত সালের প্রশ্নের জন্য এখানে ক্লিক করুন।
অনার্স ৩য় বর্ষের বিগত সালের প্রশ্নের জন্য এখানে ক্লিক করুন। ডিগ্রি ৩য় বর্ষের সাজেশনের জন্য এখানে ক্লিক করুন।  
অনার্স ৪র্থ বর্ষের বিগত সালের প্রশ্নের জন্য এখানে ক্লিক করুন।    

আমাদের সাজেশন ৯৫-১০০% পর্যন্ত কমোনের নিশ্চয়তা

অনার্স ডিগ্রি মাষ্টার্স
অনার্স ১ম বর্ষের সাজেশনের জন্য এখানে ক্লিক করুন। ১ম বর্ষের সাজেশনের জন্য এখানে ক্লিক করুন। প্রিলি মাষ্টার্স বিগত সালের প্রশ্নের জন্য এখানে ক্লিক করুন।
অনার্স ২য় বর্ষের সাজেশনের জন্য এখানে ক্লিক করুন। ২য় বর্ষের সাজেশনের জন্য এখানে ক্লিক করুন। মাষ্টার্স ফাইনাল বিগত সালের প্রশ্নের জন্য এখানে ক্লিক করুন।
অনার্স ৩য় বর্ষের সাজেশনের জন্য এখানে ক্লিক করুন। ৩য় বর্ষের সাজেশনের জন্য এখানে ক্লিক করুন।  
অনার্স ৪র্থ বর্ষের সাজেশনের জন্য এখানে ক্লিক করুন।    

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button