ডিগ্রি ২য় বর্ষ সাজেশনডিগ্রি সাজেশন

ভূগোল তৃতীয় পত্র সাজেশন সর্বোচ্চ কমোনের নিশ্চয়তা ২য় বর্ষ ২০২০ পরীক্ষা অনুষ্ঠিত ১২/০৪/২০২২

ভূগোল তৃতীয় পত্র

ডিগ্রি দ্বিতীয় বর্ষ ২০২০ পরীক্ষা অনুষ্ঠিত ১২/০৪/২০২২

বিষয়ঃ জনসংখ্যা ও সংস্কৃতিক ভূগোল, বিষয় কোডঃ 123201

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষা ২০২০ সালের পরীক্ষার ভূগোল তৃতীয় পত্র সাজেশন । পূর্ণাঙ্গ ভাবে তৈরি সাজেশন ।সিলেবাস অনুযায়ী তৈরি করা সাজেশন। মনোযোগ সহকারে পড়ুন ইনশাল্লাহ সর্ব্বোচ্চ কমোনের নিশ্চয়তা ।

০১.   জনসংখ্যা ভূগোল বলতে কি বুঝ?

০২. জনসংখ্যা ভূগোল ও জনবিজ্ঞানের মধ্যে পার্থক্য লিখ।

০৩ .  আদুশুমারি ও নমুনা জরিপের মধ্যে পার্থক্য লিখ

০৪. জাতীয় মুখ্য নিবন্ধন পদ্ধতি বর্ণনা কর।

০৫. জনসংখ্যা ঘনত্ব বলতে কি বুঝ?

০৬.      জনসংখ্যার ঘনত্ব ও বন্টনের মধ্যে পার্থক্য নির্ণয় কর।

০৭.  জনসংখ্যা বৃদ্ধির নিয়ামকসমূহ লিখ।

০৮.  জনসংখ্যা কাঠামোর উপাদানসমূহ উল্লেখ কর।

০৯ অভিগমনের সজ্ঞা দাও এবং শ্রেণীবিভাগ বর্ণনা কর।

১০.  শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে কী বুঝ? ব্যখ্যা কর।

১১. প্রজননশীরতা ও প্রজনন ক্ষমতার মধ্যে পার্থক্য নির্ণয় কর।

১২. সংস্কৃতির বৈশিষ্ট্য উল্লেখ কর।

১৩.  সংস্কৃতি এককীভবন বলতে কি বুঝ?

১৪. সংস্কৃতি অত্তীকরণ কী?

১৫.মানজাতির বিবর্তন বলতে কি বুঝ?

১৬.  ক্রো-ম্যাগনন মানুষ বলতে  কি বুঝ?

১৭.  সাংস্কৃতিক পবিবর্তনের কারণগুলো কি কি?

 

ভূগোল তৃতীয় পত্র সাজেশন

গ বিভাগ

 ১। জনসংখ্যা ভূগোলের পরিধি ও বিষয়বস্তু আলোচনা কর।

২। জনসংখ্যা ভূগলের ধারনা ও উন্নয়ন আলোচনা কর।

৩। জনসংখ্যা আদমশুমারি বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধা আলোচনা কর।

 ৪। আদমশুমারীর বিভিন্ন পদ্ধতি আলোচনা কর।

 ৫। জনসংখ্যা বন্টনের প্রাকৃতিক নিয়ামকসমূহ কি কি? বিশ্বের জনসংখ্যা ঘনত্ব ও বন্টন  অলোচনা কর।

 ৬। জনসংখ্যার ঘনত্বের প্রকারভেদ আলোচনা কর।

৭। জনসংখ্যার ঘনত্ব কী? ঘনত্বের ভিত্তিতে বিশ্বের জনসংখ্যা বন্টন আলোচনা কর।

৮। উন্নত ও উন্নয়নশীল দেশের জনসংখ্যা কাঠামোর তুলনা কর।

৯। বিশ্বব্যাপি জনসংখ্যার মরণশীলতার তারতম্যের কারণসমূহ নিরীক্ষা কর।

১০। অভিগমনের সজ্ঞা দাও। অভ্যান্তরীণ অভিগমনের কারণ ও প্রভাব আলোচনা কর।

১১।  প্রজননশীলতার নিয়ামকসমূহের বিবরণ দাও।

১২। সংস্কৃতি ভূগোলের সংজ্ঞা দাও। সংস্কৃতিক ভূগোলের পরিধি আলোচনা কর।

১৩। জাভা মানবের দৈহিক ও সংস্কৃতিক বৈশিষ্ট্যর বিবরণ দাও।

১৪। পিংক মানবের দৈহিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য আলোচনা কর।

১৫। সংস্কুতি পরিবর্তন প্রক্রিয়ার ভূমিকা আলোচনা কর।

১৬। সংস্কৃতিক ব্যাপন আলোচনা কর।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button