
হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া এই বিষয় টি নিয়ে কথা বলবো। আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন এবং এই পোস্ট টি আপনাদের অনেকটা কাজে আসবে। তো চলুন দেরি না করে পোস্ট টি শুরু করে দেওয়া যাক।
প্রথমেই আমরা জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া নিয়ে কথা বলবো তারপর কিছু স্ট্যাটাস দেয়ার চেষ্টা করবো তো অবশ্যই সম্পূর্ণ পোস্ট ভালো ভাবে দেখবেন।
জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া স্ট্যাটাস
১।
শুভ জন্মদিন বন্ধু। আজকের দিনটি বিশেষ একটি দিন কারণ আল্লাহ রাব্বুল আল-আমিন তোমাকে আজকের দিনে আমাদের মাঝে পাঠিয়েছিলেন। পৃথিবীর সকল সৎ গুণে তুমি গুনান্বিত হও। শুভ জন্মদিন।
২।
আল্লাহর রহমত আমার জীবন ভর আমি শোকর গুজরান করলেও ফুরাবে না। সেই রহমত গুলোর মধ্যে তুমি একটু বন্ধু৷ মহান রব তোমাকে ভালো রাখুন। প্রিয়জনদের মধ্যে তুমিও একজন। তোমাকে পেয়ে আমি রবের কাছে কৃতজ্ঞ। ভালোবাসা নিও৷ শুভ জন্মদিন।
৩।
জন্মদিনের অনন্য তিথিতে আপনাকে জানাই শুভকামনা। পূর্ণ হোক এই জীবনে সকল বাসনা। ভালো থাকুন আজীবন এতটুকুই প্রত্যাশা। জীবনের বাঁকে পূর্ণ হোক আপনার সকল আশা। জন্মদিনের প্রাণভরা শুভেচ্ছা জ্ঞাপন করছি।
৪।
শুভ জন্মদিন, আপনার জন্য রইল অশেষ দোয়া। আল্লাহ রব্বুল আলামীন আপনাকে প্রশান্তি দান করুন। বাকী জীবন সুখ ও স্বাচ্ছন্দে ভরে উঠুক।
হে আল্লাহর বান্দা, জন্মদিনে জানাই তোমায় হাজারো সুখের অভিবাদন। ভালো থেকো প্রতিটি ক্ষণে একটায় শুধু আশা। জন্মদিনে নিও আমার অনন্ত ভালোবাসা।
৫।
হে সৃষ্টিকর্তার মানব! আজ সেই বিশেষ দিন যেদিন তুমি এসেছিলে ধরায়, জানাই তোমায় জন্মদিনের প্রাণঢালা শুভেচ্ছা এই ছোট্ট ছোট্ট কথায়। শুভ জন্মদিন!
৭।
আমার জীবনে আল্লাহর দেয়া দামি উপহার গুলোর মধ্যে তুমি একটি। তোমাকে জীবন চলার পথে বন্ধু হিসেবে পেয়ে আমি কত খুশি তা তুমি জানো না। জন্মদিনের শুভেচ্ছা নিও।
এগুলোই ছিলো জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া সম্পর্কিত লেখা সমূহ এইরকম আরও পোস্ট যদি আপনারা চান তাহলে আমাদের জানাবেন। তাহলে আমরা এইরকম পোস্ট করার চেষ্টা করবো।
জন্মদিনের ইসলামিক শুভেচ্ছা ও দোয়া
“হে আল্লাহর বান্দা, জন্মদিনে জানাই তোমায় হাজারো সুখের অভিবাদন।
ভালো থেকো প্রতিটি ক্ষণে একটায় শুধু আশা।
জন্মদিনে নিও আমার অনন্ত ভালোবাসা।”
“আল্লাহ পাক রাব্বুল আলামীনের কাছে হাজার হাজার শুকরিয়া,
আরো একটি বছর তোমায় পৃথিবীর আলো দেখার তৌফিক দান করেছেন,
যতদিন বেঁচে থাকবে আল্লাহ তোমাকে তার ইবাদত করার তৌফিক দান করুন, আমীন।”
“হে সৃষ্টিকর্তার মানব!
আজ সেই বিশেষ দিন যেদিন তুমি এসেছিলে ধরায়,
জানাই তোমায় জন্মদিনের প্রাণঢালা
শুভেচ্ছা এই ছোট্ট ছোট্ট কথায়।
শুভ জন্মদিন!”
“আজ বাতাসে সুবাসিত স্নিগ্ধতা,
পাখিরা সারি সারি গাইছে গান,
প্রকৃতি হেলে দুলে হয়েছে রঙিন,
ফুলেরা সব ফুটেছে বাগানে,
আজ আমার কাছের মানুষের জন্মদিন।
শুভ জন্মদিন”
“এই দিনটা আসে যেন বারবার ফিরে,
যেন অনেক স্বপ্ন দেখতে পারি তোমায় আমায় ঘিরে।
হ্যাপি বার্থডে !’
“তোর জন্য ভালবাসা,
লক্ষ্য গোলাপ জুই,
হাজার লোকের ভিড়ে,
আমার হৃদয়ে থাকবি তুই।
শুভ জন্মদিন !”
“আজকের এই দিনে আপনার সুখে ভরা,
জীবনের অভ্যর্থনাকে নিমন্ত্রণ জানাই।
সুখের যত নবপল্লবে ভরে উঠুক,
আপনার পুষ্পশুভিত জীবন।
শুভ জন্মদিন।”
শেষ কথা
তো প্রিয় বন্ধুরা আজকের এই পোস্ট এ আপনারা জানলেন, জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া, জন্মদিনের ইসলামিক শুভেচ্ছা ও দোয়া ইত্যাদি সম্পর্কে। আশা করছি এই পোস্ট টি আপনাদের কাছে অনেক টা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের।