আঠারো বছর বয়স কবিতার mcq
১. সুকান্ত ভট্টাচার্যের জন্য নিচের কোনটি ব্যতিক্রম? আঠারো বছর বয়স কবিতার MCQ PDF (Answer Sheet)
ক. ছাড়পত্র
খ. হরতাল
গ. ঘুম দনেই
ঘ. পূর্বাভাস
২. “এ দেশের বুকে আঠারো আসুক নেমে” কী অর্থে বলা হয়েছে?
ক. ইতিবাচক বৈশিষ্ট্য চিহ্নিত করণে
খ. শৃঙ্খলতা দূরীকরণে
গ. সার্বিক উনড়বয়নে
ঘ. মুক্তির উদ্দেশ্যে
৩. কবিতায় “আঠারো বছর বয়স” কথাটি কতবার রয়েছে?
ক. ৬
খ. ৭
গ. ৮
ঘ. ৯
৪. আঠারো বছর বয়সের জন্য কোনটি প্রযোজ্য নয়?
ক. রক্তদানের পুণ্য
খ. স্টিমারের মত চলা
গ. তুফান ছোটানো
ঘ. আত্মার মুক্তি
৫. ‘বছর’ শব্দটির সঠিক ব্যুৎপত্তি কোনটি?
ক. বৎসর
খ. বছর
গ. বসর
ঘ. বোসর
৬. ‘দুঃসহ’ শব্দটির ব্যাকরণের কোন নিয়মে গঠিত হয়েছে?
ক. উপসর্গ
খ. অনুসর্গ
গ. অব্যয়
ঘ. প্রত্যয়
৭. ‘দুঃসহ’ শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত হয়েছে? আঠারো বছর বয়স কবিতার MCQ PDF (Answer Sheet)
ক. সন্ধিযোগে
খ. সমাসযোগে
গ. উপসর্গযোগে
ঘ. প্রত্যয়যোগে
৮. আঠারো বছর বয়সে কী উঁকি দেয়?
ক. দুঃসাহসেরা
খ. সাহসেরা
গ. ভয়
ঘ. বিপদ
৯. আঠারো বছর বয়স দুঃসহ কেন?
ক. দুঃসাহসেরা উঁকি দেয় বলে
খ. এ বয়সে ছেলেরা বোকা থাকে বলে
গ. পড়াশোনার মধ্যে অতিবাহিত করতে হয় বলে
ঘ. অসহায় বলে
১০. আঠারো বছর বয়সে দুঃসাহসেরা উঁকি দেয় কেন?
ক. এ বয়স বাধাহীন বলে
খ. কৈশোর থেকে যৌবনে পদার্পণ করে বলে
গ. দুঃখবোধ করে বলে
ঘ. এ বয়স অবাধ্য বলে
১১. ‘মাথা’ শব্দটি কোন শব্দ থেকে পরিবর্তিত হয়ে এসেছে?
ক. মাথা
খ. শির
গ. মস্তক
ঘ. মগজ
১২. আঠারো বছর বয়সকে কবি স্টিমারের সঙ্গে তুলনা করেছেন কেন?
ক. এ বয়স গতিশীল বলে
খ. এ বয়স স্থির বলে
গ. এ বয়স অবরুদ্ধ বলে
ঘ. এ বয়স বন্ধনহীন বলে
১৩. ‘শূন্য’ শব্দটির সঠিক উচ্চারণ হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য? আঠারো বছর বয়স কবিতার MCQ PDF (Answer Sheet)
ক. শুন্নো
খ. শূন্নো
গ. শন্নো
ঘ. শূণ্নো
১৪. আঠারো বছর বয়সের তরুণেরা ‘শপথের কোলাহলে’ কী সঁপে দেয়?
ক. আত্মা
খ. প্রাণ
গ. মাথা
ঘ. স্পর্ধা
১৫. আঠারো বছর বয়স আত্মাকে কোথায় সঁপে দেয়?
ক. জাহান্নামে
খ. জান্নাতে
গ. যুদ্ধক্ষেত্রে
ঘ. শপথের কোলাহলে
১৬. আঠারো বছর বয়স ভয়ংকর কেন?
ক. বিপদগামী বলে
খ. কানে যন্ত্রণা আসে বলে
গ. দুঃসহ বলে
ঘ. যন্ত্রণা সহ্য করতে হয় বলে
১৭. আঠারো বছর বয়স দুর্বার কেন?
ক. প্রচন্ড বেগে ধাবিত হয় বলে
খ. স্থবির বলে
গ. উদাসীন বলে
ঘ. হতাশ বলে
১৮. আঠারো বছর বয়স যেমন দুর্বার গতিতে এগিয়ে চলার সময় তেমনি তা খুব সহজেই থেমে যেতে পারে। এক্ষেত্রে নিচের কোনটি গ্রহণযোগ্য? আঠারো বছর বয়স কবিতার MCQ PDF (Answer Sheet)
ক. পড়ালেখা না করা
খ. বেশি বেশি খেলাধুলা করা
গ. সদুপদেশ গ্রহণ করা
ঘ. মাদকাসক্ত হওয়া
১৯. ‘‘সচেতন ও সচেষ্ট হয়ে সুনির্দিষ্ট লক্ষ্যে জীবন পরিচালনা করতে না পারলে সে জীবন ব্যর্থ হয়ে যায়’’- এ বিষয়টি ‘আঠারো বছর বয়স’ কবিতার কোন পদ্ধতিতে ফুটে উঠেছে?
ক. বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি
খ. এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে
গ. আঠারো বছর বয়সে আঘাত আসে
ঘ. এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে
২০. ‘‘আঠারো বছর বয়স দূর্যোগ আর দুর্বিপাকে ভয় পায় না’’- এ বিষয়টি ফুটে উঠেছে কোন পদ্ধতিতে?
ক. দুর্যোগে হাল ঠিক রাখা ভার
খ. তবু আঠারোর শুনেছি জয়ধ্বনি
গ. বিপদের মুখে এ বয়স অগ্রণী
ঘ. এ বয়স ভীরু কাপুরুষ নয়
২১. কোন বয়স নতুন কিছু করে?
ক. ষোলো বছর বয়স
খ. আঠারো বছর বয়স
গ. বিশ বছর বয়স
ঘ. ঊনিশ বছর বয়স
২২. আঠারো বছর বয়সে কিসের প্রস্তুতি নিতে হয়?
ক. আত্মসংযমী হওয়ার
খ. স্বনির্ভর হওয়ার
গ. ত্যাগী হওয়ার
ঘ. ধ্যানী হওয়ার
২৩. ‘আঠারো বছর বয়স’ কবিতার প্রথম স্তবকে কী প্রকাশিত হয়েছে? আঠারো বছর বয়স কবিতার MCQ PDF (Answer Sheet)
ক. তারুণ্যের ভয়াবহ রুপ
খ. তারুণ্যের মাতৃরূপ
গ. তারুণ্যের শক্তিমত্তা
ঘ. তারুণ্যের অসহায়ত্ব
২৪. আঠারো বছর বয়সে মানুষ কিসের ঝুঁকি নিয়ে থাকে?
ক. জীবিকা নির্বাহের
খ. স্বাধীন সিদ্ধান্তের
গ. স্বাধীনভাবে চলার
ঘ. মুক্তিসংগ্রামের
২৫. আঠারো বছর বয়সে মানুষ আত্মপ্রত্যয়ী হয় কেন?
ক. বুদ্ধিমান থাকে বলে
খ. দুর্বিনীত যৌবনে পদার্পণ করে বলে
গ. এ বয়সে মানুষ কিশোর থাকে বলে
ঘ. বিদ্রোহী হয় বলে
২৬. ‘‘দেশ, জাতি ও মানবতার জন্য যুগে যুগে এ বয়সের মানুষই এগিয়ে গেছে সবচেয়ে বেশি।’’ এ বিষয়টি ফুটে উঠেছে কোন পদ্ধতিতে?
ক. স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি
খ. বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি
গ. এ বয়স জানে রক্তদানের পূণ্য
ঘ. এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর
২৭. নব নব অগ্রগতি সাধনের স্বপড়ব বাস্তবায়নে তরুণদেরকে কীভাবে এগিয়ে যেতে হবে?
ক. সমষ্টিগতভাবে
খ. এককভাবে
গ. দৃঢ় পদক্ষেপে
ঘ. নমনীয়ভাবে
২৮. আঠারো বছর বয়সে বিপর্যয় নেমে আসতে পারে কেন?
ক. নিজেকে সাহসী ভাবার কারণে
খ. নিজেকে ঠিকমতো পরিচালনা না করতে পারার কারণে
গ. যুদ্ধে অংশগ্রহণ করায়
ঘ. বন্ধন ছিনড়ব করায়
২৯. আঠারো বছর বয়সে কী প্রকট হয়ে দেখা দেয়?
ক. মানবিক সম্পর্ক
খ. জীবন সংকট
গ. অনুভূতির তীব্রতা ও সুগভীর সংবেদনশীলতা
ঘ. অস্তিত্ব সংকট ও মৃত্যু ভাবনা
৩০. আঠারো বছর বয়সকে কবি কী হিসেবে উল্লেখ করেছেন?
ক. প্রাপ্তির কাল
খ. প্রারম্ভিক কাল
গ. বয়ঃসন্ধিকাল
ঘ. কিশোর কাল
৩১. আঠারো বছর বয়সে সচেতন ও সচেষ্টভাবে নিজেকে পরিচালনা করতে না পারলে কী হতে পারে?
ক. অশিক্ষিত
খ. দরিদ্র
গ. অসামাজিক
ঘ. পদস্খলন
৩২. তারুণ্যের ধর্ম হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?
ক. জীবনকে উপভোগ করা
খ. জীবনকে শৃঙ্খলাপূর্ণ করা
গ. কর্তব্যপরায়ণ হয়ে ওঠা
ঘ. প্রগতির পথে চলা
৩৩. আমাদের দেশের তারুণ্য ও যৌবনশক্তি জাতীয় জীবনের চালিকাশক্তি হতে পারছে না কেন?
ক. সঠিক নির্দেশনার অভাব
খ. দারিদ্র্য
গ. বিভিনড়ব বাধা
ঘ. রাজনীতি
৩৪. কবি আঠারো বছর বয়সকে আহ্বান জানিযেছেন কেন?
ক. জাতীয় জীবনের চালিকাশক্তি বলে
খ. দুঃসাহসী বলে
গ. গম্ভীর বলে
ঘ. অসহায় বলে
৩৫. ‘আঠারো বছর বয়স’ কবিতারটির রচয়িতা কে?
ক. সুকান্ত ভট্টাচার্য
খ. কাজী নজরুল ইসলাম
গ. শামসুর রাহমান
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
৩৬. ‘‘আঠারো বছর বয়সের ধর্ম মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া।’’- এ মহান মন্ত্রের বাহন কোনটি?
ক. স্বার্থত্যাগ
খ. আত্মত্যাগ
গ. অর্থত্যাগ
ঘ. বিলাসিতা ত্যাগ
৩৭. সমাজজীবনের নানা বিকার, অসুস্থতা ও সর্বনাশের অভিঘাতের এ বয়স যেমন হয়ে উঠতে পারে তা বোঝাতে নিচের কোনটি প্রযোজ্য?
ক. নিরীহ
খ. কর্মহীন
গ. ভয়ংকর
ঘ. আপসহীন
৩৮. অদম্য এ বয়সের আছে সমস্ত দুর্যোগ আর দুর্বিপাক মোকাবিলা করার-
ক. সকল হাতিয়ার
খ. প্রয়োজনীয় পেশীশক্তি
গ. প্রয়োজনীয় অর্থ
ঘ. অদম্য প্রাণশক্তি
৩৯. এ দেশের বুকে কেন আঠারোকে নেমে আসতে বলা হয়েছে?
ক. এ বয়স জটিলতা বোঝে না
খ. এ বয়স দুর্নীতি করতে জানে না
গ. এ বয়স শিক্ষার বয়স
ঘ. এ বয়স সাহসী, দুর্বার গতিসম্পন্ন ও কল্যাণব্রতী
৪০. তারুণ্য ও যৌবনশক্তিকে কবি সুকান্ত ভট্টাচার্য জাতীয় জীবনের কী হিসেবে কামনা করছেন?
ক. চালিকাশক্তি
খ. বিদ্যুৎশক্তি
গ. প্রধান সম্পদ
ঘ. মেরুদন্ড
৪১. ‘আঠারো বছর বয়স’ কবিতাটি কয় মাত্রার ছন্দে রচিত?
ক. ৬ মাত্রার
খ. ৫ মাত্রার
গ. ৭ মাত্রার
ঘ. ৮ মাত্রার
৪২. মাত্রাবৃত্ত ছন্দ সাধারণ কয় মাত্রার হয়ে থাকে?
ক. চার মাত্রার
খ. পাঁচ মাত্রার
গ. ছয় মাত্রার
ঘ. আট মাত্রার
৪৩. ‘আঠারো বছর বয়স’ কবিতার প্রতি চরণে মাত্রাসংখ্যা কত?
ক. ১৪
খ. ১৫
গ. ১৬
ঘ. ১৮
৪৪. ‘দুঃ’ উপসর্গের পর ‘স’ থাকলে কী হয়?
ক. বিসর্গ (ঃ) উঠে যায়
খ. বিসর্গ (ঃ) বজায় থাকে
গ. রেফ বসে
ঘ. রেফ বসে না
৪৫. ‘দুর্বার’ শব্দটির সঠিক সদ্ধিবিচ্ছেদ কোনটি?
ক. দু+বার
খ. দুঃ+ বার
গ. দু+ বার
ঘ. দু+ বার
৪৬. ‘দুর্যোগ’ শব্দটির ব্যাকরণের কোন নিয়মে গঠিত হয়েছে?
ক. উপসর্গযোগে
খ. সমাসযোগে
গ. সন্ধিযোগে
ঘ. কারকযোগে
৪৭. শুদ্ধ বানান হিসেবে নিচের কোনটিকে চিহ্নিত করা যায়?
ক. অগ্রণি
খ. দীর্ঘশ্বাস
গ. আতড়বা
ঘ. স্টিমার
৪৮. ‘দুঃসাহস’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. দুঃ + সাহস
খ. দুস + সাহস
গ. দুঃ শাহস
ঘ. দুঃ + শাহস
৪৯. ‘শপথ’ শব্দটির উচ্চারণ হিসেবে কোনটি যথার্থ?
ক. শপ্থ
খ. শপোথ্
গ.শপ্ত
ঘ.শপুথ
৫০. ‘ঝড়’ শব্দটির সঠিক ব্যুৎপত্তি হিসেবে কোনটি গ্রহণযোগ্য?
ক. ঝঞ্ঝা
খ. ঝড়ো
গ. তুফান
ঘ. বাতাস উত্তরমালা