ঐকতান কবিতার MCQ (PDF) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

ঐকতান কবিতার mcq  pdf : “ঐকতান” রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জন্মদিনে’ কাব্যগ্রন্থের ১০ সংখ্যক কবিতা। কবির মৃত্যুর মাত্র চার মাস আগে ১৩৪৮ বঙ্গাব্দের পহেলা বৈশাখ ‘জন্মদিনে’ কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশিত হয়। ১৩৪৭ বঙ্গাব্দের ফাল্গুন সংখ্যা ‘প্রবাসী’তে কবিতাটি ‘ঐকতান’-নামে প্রথম প্রকাশিত হয়। “ঐকতান” অশীতিপর স্থিতপ্রজ্ঞ কবির আত্ম-সমালোচনা ; কবি হিসেবে নিজের অপূর্ণতার স্বতঃস্ফূর্ত স্বীকারোক্তি।

ঐকতান কবিতার mcq pdf

১. কবি কী কুড়িয়ে আনেন?
চ চিত্রময়ী বাণী
খ ভিক্ষালব্ধ ধন
গ আনন্দের ভোগ
ঘ গানের পসরা

২. “সমাজের উচ্চমঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে”- এখানে ‘সংকীর্ণ বাতায়ন’ বলতে কী বোঝানো হয়েছে?
ক ছোট জানালা
খ ক্ষুদ্র গণ্ডী
জ জনবিচ্ছিন্নতা
ঘ কোলাহলপূর্ণতা

নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও :
সুকান্ত ভট্টাচার্য শ্রমজীবী মানুষের কবি। তিনি তাঁর কবিতায় শ্রমজীবী মানুষের সংগ্রাম ও অধিকারের কথা বলেছেন। সাধারণ মানুষের মধ্য থেকে তিনি তাদের শক্তি জুগিয়েছেন। তাঁর ওপর আঘাত এসেছে কিন্তু তিনি তাঁর পথ থেকে বিচ্যুত হননি।

 

ঐকতান কবিতার ব্যাখ্যা pdf

 

৩. সুকান্তের মধ্যে ‘ঐকতান’ কবিতার কোন দিকটি বিদ্যমান?
চ জন-সম্পৃক্ততা
খ নিরহংকারী
গ মহত্ত্ব
ঘ জনপ্রিয়তা

৪. ‘ঐকতান’ কবিতায় কবি সুকান্তের মতোই এমন আরও কবির আবির্ভাব প্রত্যাশা করেছেন। কারণ এ কবিরা-
র. জনগণের মর্মের ব্যথা বোঝে
রর. কাজে ও কথায় তারা এক
ররর. এরা সাধারণের জীবনঘনিষ্ঠ

নিচের কোনটি ঠিক?
ক র, রর
খ র, ররর
গ র, ররর
ঝ র, রর ও ররর

কবি পরিচিতি : (বোর্ড বই থেকে)

৫. রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কত খ্রিষ্টাব্দে?
ক ১৮৬০ খ্রিস্টাব্দে
ছ ১৮৬১ খ্রিস্টাব্দে
গ ১৮৬২ খ্রিস্টাব্দে
ঘ ১৮৬৩ খ্রিস্টাব্দে

ঐকতান কবিতার ব্যাখ্যা pdf

 

৬. কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য প্রকাশিত হয়?
চ পনেরো বছর
খ ষোলো বছর
গ সতেরো বছর
ঘ আঠারো বছর

৭. রবীন্দ্রনাথ ঠাকুর কোন বিশ্ববিদ্যালয়ের স্বাপ্নিক প্রতিষ্ঠাতা?
ক কলকাতা বিশ্ববিদ্যালয়
ছ বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়
গ যাদবপুর বিশ্ববিদ্যালয়
ঘ কল্যাণী বিশ্ববিদ্যালয়

৮. রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পান?
ক জন্মদিনে
খ সোনার তরী
গ মানসী
ঝ গীতাঞ্জলি

৯. রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিষ্টাব্দে নোবেল পুরস্কারে ভূষিত হন?
চ ১৯১৩ খ্রিস্টাব্দে
খ ১৯১৪ খ্রিস্টাব্দে
গ ১৯১৫ খ্রিস্টাব্দে
ঘ ১৯১৬ খ্রিস্টাব্দে

ঐকতান কবিতার ব্যাখ্যা pdf

 

১০. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নিচের কোনটি কাব্যনাট্য?
ক চিত্রা
খ শেষ লেখা
গ পুনশ্চ
ঝ বিসর্জন

১১. রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু কত খ্রিস্টাব্দে?
চ ১৯৪১ খ্রিস্টাব্দে
খ ১৯৪২ খ্রিস্টাব্দে
গ ১৯৪৩ খ্রিস্টাব্দে
ঘ ১৯৪৪ খ্রিস্টাব্দে

মূল পাঠ : (বোর্ড বই থেকে)

১২. কবি অক্ষয় উৎসাহে কী পড়েন?
ক কাব্য
খ উপন্যাস
জ ভ্রমণবৃত্তান্ত
ঘ প্রবন্ধ

১৩. জ্ঞানের দীনতা কবি কী দিয়ে পূরণ করেন?
ক পঠন-পাঠন
ছ ভিক্ষালব্ধ ধন
গ ভ্রমণবৃত্তান্ত
ঘ বিদেশ ভ্রমণ

ঐকতান কবিতার ব্যাখ্যা pdf

 

১৪. ‘ঐকতান’ কবিতায় কবি রবীন্দ্রনাথ নিজেকে কোথাকার কবি বলে উল্লেখ করেছেন?
ক বাংলার
খ ভারতের
জ পৃথিবীর
ঘ বিদেশের

১৫. কবির স্বরসাধনায় কী পৌঁছেনি?
ক কাব্যবোধ
ছ বহুতর ডাক
গ প্রকৃতির সুর
ঘ পরিবেশ পরিস্থিতি

১৬. খেতে হাল চালায় কে?
ক কবি
খ মানুষ
গ জেলে
ঝ চাষি

১৭. তাঁতি কী করে?
চ তাঁত বোনে
খ মাছ ধরে
গ হাল চাষ করে
ঘ গান গায়

১৮. জাল ফেলে কে?
ক চাষি
খ তাঁতি
জ জেলে
ঘ শ্রমিক

১৯. কবি কোথায় বসেছেন?
ক বড় চেয়ারে
ছ সমাজের উচ্চ মঞ্চে
গ নির্জন গাছতলায়
ঘ নদীর তীর ঘেঁষে

২০. কবি মাঝে মাঝে কোথায় গিয়েছেন?
ক নদীর ধারে
খ প্রকৃতির কাছে
জ ও পাড়ার প্রাঙ্গণে
ঘ ঝরনার কাছে

২১. কবি কোন নিন্দার কথা মেনে নেন?
ক গানের ব্যর্থতা
ছ সুরের অপূর্ণতা
গ জ্ঞানের সংকীর্ণতা
ঘ কবিতার অক্ষমতা

 

 

ঐকতান কবিতার বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর pdf

২২. কবি কবিতায় কোন শ্রেণির কবিকে আহ্বান করেছেন?
চ অখ্যাতজনের
খ অজ্ঞাতজনের
গ উঁচু শ্রেণির
ঘ মধ্য বিত্তের

২৩. এ দেশকে কবি কী বলে অভিহিত করেছেন?
ক প্রাণবন্ত
ছ প্রাণহীন
গ সবুজ
ঘ শ্যামল

২৪. কবি এদেশের চারিধারকে কেমন বলেছেন?
ক প্রাণময়
খ গানময়
জ গানহীন
ঘ জীবন্ত

২৫. একতারা যাদের, তারা যেন কোথায় সম্মান পায়?
ক বিশ্বসভায়
ছ সাহিত্যের ঐকতান সংগীতসভায়
গ বিশ্বসাহিত্য সম্মেলনে
ঘ মানুষের অন্তরে

২৬. নতশির স্তব্ধ যারা তারা কার সম্মুখে?
ক মানব সম্মুখে
খ গুণীর সম্মুখে
জ বিশ্বের সম্মুখে
ঘ জনতার সম্মুখে

২৭. “কাছে থেকে দূরে যারা” কবি তাদের কী শুনতে চেয়েছেন?
চ বাণী
খ গান
গ কবিতা
ঘ সুর

২৮. কবি ভ্রমণবৃত্তান্ত পড়েন কেন?
ক ভালো লাগার জন্য
খ অবসর সময় কাটানোর জন্য
জ বৈচিত্র্যময় জনজীবনকে জানার জন্য
ঘ গুরুজনের পরামর্শে

২৯. ‘অক্ষয় উৎসাহ’ বলতে কী বোঝায়?
চ অফুরন্ত আগ্রহ
খ অনন্ত শ্রদ্ধা
গ অলীক উন্মাদনা
ঘ চেতনার আন্দোলন

৩০. ‘ভিক্ষালব্ধ ধন’ বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?
ক ভিক্ষার জিনিস
ছ পঠিত জ্ঞান
গ অন্যের ধন
ঘ বাস্তব অভিজ্ঞতা

৩১. “এই স্বরসাধনায় পৌঁছিল না বহুতর ডাক”- এখানে ‘বহুতর ডাক’ দ্বারা কী বোঝায়?
ক অন্যের ডাক
খ জনতার আহ্বান
জ জগতের বৈচিত্র্য
ঘ চিৎকার করে ডাক

 

 

৩২. “রয়ে গেছে ফাঁক” চরণটির দ্বারা কী বোঝায়?
ক কাজের ফাঁকি
খ কবির বেদনা
গ অসীম রিক্ততা
ঝ অনুভবের অপূর্ণতা

৩৩. ‘প্রকৃতির ঐকতান স্রোত’ বলতে কী বোঝায়?
চ বিচিত্রের মিলন
খ নিরন্তর প্রবহমানতা
গ প্রকৃতির নৃশংসতা
ঘ জলমগ্ন প্রকৃতি

৩৪. কবি কেন সর্বত্রগামী হতে পারেননি?
ক আন্তরিকতার অভাব
ছ শ্রেণিগত সীমাবদ্ধতা
গ মানুষের নিষ্ঠুরতা
ঘ যাতায়াতের সমস্যা

৩৫. “জীবনে জীবন যোগ করা” বলতে কী বোঝায়?
ক জীবনে প্রবেশ
ছ মানুষের সঙ্গে মেশা
গ দূরকে কাছে করা
ঘ আত্মীয়তা করা

৩৬. “মূক যারা দুঃখে সুখে” এখানে ‘মূক’ বলতে কাদের বোঝানো হয়েছে?
ক বধির জনগণ
খ বোবা জনতা
গ আম জনতা
ঝ অনুভূতি প্রকাশে অক্ষম যারা

৩৭. “কাছে থেকে দূরে যারা”-দ্বারা কী বোঝানো হয়েছে?
ক শারীরিক দূরত্ব
খ মানসিক দূরত্ব
জ শ্রেণিগত দূরত্ব
ঘ পথের দূরত্ব

৩৮. “বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবনযাত্রার”-এখানে ‘বেড়া’ কোন বাস্তবতাকে নির্দেশ করে?
ক ঘরের বেড়া
খ জমির সীমানা
গ বেয়াড়া
ঝ প্রতিবন্ধকতা

৩৯. “এসো কবি, অখ্যাতজনের”- এই ‘অখ্যাতজন’ কারা?
ক উঁচু শ্রেণির মানুষ
খ অজ্ঞাতজন
জ নিচু শ্রেণির মানুষ
ঘ যাযাবর

৪০. “অবজ্ঞতার তাপে শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি”- এখানে ‘মরুভূমি’ কোনটির সমান্তরাল?
ক বিদেশ
ছ এদেশ
গ প্রকৃতি
ঘ বিশ্ব

৪১. “যে আছে মাটির কাছাকাছি
সে কবির বাণী-লাগি কান পেতে আছি”- রবীন্দ্রনাথের এই আকাক্সক্ষা কোন কবি পূরণ করতে পেরেছেন?
ক জীবনানন্দ দাশ
খ অমিয় চক্রবর্তী
গ সুফিয়া কামাল
ঝ জসীমউদ্দীন

 

 

৪২. “বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি- পঙ্ক্তিটির মধ্য দিয়ে কোন বিষয়টি প্রকাশিত হয়েছে?
ক জগতের প্রতি বিতৃষ্ণা
ছ পৃথিবীকে জানার আগ্রহ
গ পৃথিবীর বৈচিত্র্যে গর্ববোধ
ঘ পারিপার্শ্বের প্রতি অবজ্ঞা

৪৩. “বিশাল বিশ্বের আয়োজন” কী নির্দেশ করে?
চ বৈচিত্র্যময় জনজীবন
খ পৃথিবীর অসীমতা
গ মানুষের সংখ্যাধিক্য
ঘ বিশ্বসভার আয়োজন

৪৪. ‘চিত্রময়ী বর্ণনা বাণী’ কোন বিষয়টি প্রকাশ করে?
ক ছবি
ছ কবিতা
গ দৃশ্য
ঘ নৃত্য

৪৫. ‘সম্মানের চিরনির্বাসন’ কথাটির গভীরে কোন বিষয়টি নিহিত?
ক আত্মপ্রসাদ
ছ আত্মদহন
গ আত্মতুষ্টি ঘ আত্মঘৃণা

৪৬. “প্রাণহীন এ দেশেতে গানহীন যেথা চারি ধার”- এই বক্তব্যের গভীরে কী নিহিত?
চ হতাশা
খ আশা
গ আকাক্সক্ষা
ঘ স্বপ্ন

৪৭. ‘ওগো গুণী’ বলে কাকে নির্দেশ করা হয়েছে?
চ আমজনতার কবিকে
খ দূরের নক্ষত্রকে
গ একতারা বাদকদের
ঘ সংগীত শিল্পীদের

৪৮. কবি তাঁর কবিতাকে সমৃদ্ধ করার জন্য কী কুড়িয়ে আনেন?
ক ধন-সম্পদ
খ প্রাকৃতিক সম্পদ
গ পরের সম্পদ
ঝ পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্যসম্পদ

৪৯. কবি কীভাবে নিজের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করেন?
ক দেশ ভ্রমণ করে
খ অন্যের রচনা মুখস্থ করে
গ নানা ধরনের গল্প রচনা করে
ঝ নানা সূত্র থেকে জ্ঞান আহরণ করে

৫০. কবি কেন বৃহত্তর সমাজ ও জীবনকে দেখতে পারেননি?
ক উচ্চাকাক্সক্ষী ছিলেন বলে
খ বিচ্ছিন্ন জীবনযাপনে আগ্রহী ছিলেন বলে
গ সবার সাথে মিশতে পারতেন না বলে
ঝ সমাজের উচ্চ মঞ্চে আসন গ্রহণ করেছিলেন বলে

Answer Sheet


►► আরো দেখো: এইচএসসি বাংলা সৃজনশীল প্রশ্নের উত্তর


শিক্ষার্থীরা, এখানে আমরা ৭৩ টি বহুনির্বাচনী প্রশ্ন উল্লেখ করেছি। আমাদের মূল নৈর্ব্যত্তিক শীটে ১৫৬ টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর রয়েছে। উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে ঐকতান কবিতার mcq  pdf বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নাও।

ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *