ঐকতান কবিতার mcq pdf : “ঐকতান” রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জন্মদিনে’ কাব্যগ্রন্থের ১০ সংখ্যক কবিতা। কবির মৃত্যুর মাত্র চার মাস আগে ১৩৪৮ বঙ্গাব্দের পহেলা বৈশাখ ‘জন্মদিনে’ কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশিত হয়। ১৩৪৭ বঙ্গাব্দের ফাল্গুন সংখ্যা ‘প্রবাসী’তে কবিতাটি ‘ঐকতান’-নামে প্রথম প্রকাশিত হয়। “ঐকতান” অশীতিপর স্থিতপ্রজ্ঞ কবির আত্ম-সমালোচনা ; কবি হিসেবে নিজের অপূর্ণতার স্বতঃস্ফূর্ত স্বীকারোক্তি।
ঐকতান কবিতার mcq pdf
১. কবি কী কুড়িয়ে আনেন?
চ চিত্রময়ী বাণী
খ ভিক্ষালব্ধ ধন
গ আনন্দের ভোগ
ঘ গানের পসরা
২. “সমাজের উচ্চমঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে”- এখানে ‘সংকীর্ণ বাতায়ন’ বলতে কী বোঝানো হয়েছে?
ক ছোট জানালা
খ ক্ষুদ্র গণ্ডী
জ জনবিচ্ছিন্নতা
ঘ কোলাহলপূর্ণতা
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও :
সুকান্ত ভট্টাচার্য শ্রমজীবী মানুষের কবি। তিনি তাঁর কবিতায় শ্রমজীবী মানুষের সংগ্রাম ও অধিকারের কথা বলেছেন। সাধারণ মানুষের মধ্য থেকে তিনি তাদের শক্তি জুগিয়েছেন। তাঁর ওপর আঘাত এসেছে কিন্তু তিনি তাঁর পথ থেকে বিচ্যুত হননি।
৩. সুকান্তের মধ্যে ‘ঐকতান’ কবিতার কোন দিকটি বিদ্যমান?
চ জন-সম্পৃক্ততা
খ নিরহংকারী
গ মহত্ত্ব
ঘ জনপ্রিয়তা
৪. ‘ঐকতান’ কবিতায় কবি সুকান্তের মতোই এমন আরও কবির আবির্ভাব প্রত্যাশা করেছেন। কারণ এ কবিরা-
র. জনগণের মর্মের ব্যথা বোঝে
রর. কাজে ও কথায় তারা এক
ররর. এরা সাধারণের জীবনঘনিষ্ঠ
নিচের কোনটি ঠিক?
ক র, রর
খ র, ররর
গ র, ররর
ঝ র, রর ও ররর
কবি পরিচিতি : (বোর্ড বই থেকে)
৫. রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কত খ্রিষ্টাব্দে?
ক ১৮৬০ খ্রিস্টাব্দে
ছ ১৮৬১ খ্রিস্টাব্দে
গ ১৮৬২ খ্রিস্টাব্দে
ঘ ১৮৬৩ খ্রিস্টাব্দে
ঐকতান কবিতার ব্যাখ্যা pdf
৬. কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য প্রকাশিত হয়?
চ পনেরো বছর
খ ষোলো বছর
গ সতেরো বছর
ঘ আঠারো বছর
৭. রবীন্দ্রনাথ ঠাকুর কোন বিশ্ববিদ্যালয়ের স্বাপ্নিক প্রতিষ্ঠাতা?
ক কলকাতা বিশ্ববিদ্যালয়
ছ বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়
গ যাদবপুর বিশ্ববিদ্যালয়
ঘ কল্যাণী বিশ্ববিদ্যালয়
৮. রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পান?
ক জন্মদিনে
খ সোনার তরী
গ মানসী
ঝ গীতাঞ্জলি
৯. রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিষ্টাব্দে নোবেল পুরস্কারে ভূষিত হন?
চ ১৯১৩ খ্রিস্টাব্দে
খ ১৯১৪ খ্রিস্টাব্দে
গ ১৯১৫ খ্রিস্টাব্দে
ঘ ১৯১৬ খ্রিস্টাব্দে
ঐকতান কবিতার ব্যাখ্যা pdf
১০. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নিচের কোনটি কাব্যনাট্য?
ক চিত্রা
খ শেষ লেখা
গ পুনশ্চ
ঝ বিসর্জন
১১. রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু কত খ্রিস্টাব্দে?
চ ১৯৪১ খ্রিস্টাব্দে
খ ১৯৪২ খ্রিস্টাব্দে
গ ১৯৪৩ খ্রিস্টাব্দে
ঘ ১৯৪৪ খ্রিস্টাব্দে
মূল পাঠ : (বোর্ড বই থেকে)
১২. কবি অক্ষয় উৎসাহে কী পড়েন?
ক কাব্য
খ উপন্যাস
জ ভ্রমণবৃত্তান্ত
ঘ প্রবন্ধ
১৩. জ্ঞানের দীনতা কবি কী দিয়ে পূরণ করেন?
ক পঠন-পাঠন
ছ ভিক্ষালব্ধ ধন
গ ভ্রমণবৃত্তান্ত
ঘ বিদেশ ভ্রমণ
ঐকতান কবিতার ব্যাখ্যা pdf
১৪. ‘ঐকতান’ কবিতায় কবি রবীন্দ্রনাথ নিজেকে কোথাকার কবি বলে উল্লেখ করেছেন?
ক বাংলার
খ ভারতের
জ পৃথিবীর
ঘ বিদেশের
১৫. কবির স্বরসাধনায় কী পৌঁছেনি?
ক কাব্যবোধ
ছ বহুতর ডাক
গ প্রকৃতির সুর
ঘ পরিবেশ পরিস্থিতি
১৬. খেতে হাল চালায় কে?
ক কবি
খ মানুষ
গ জেলে
ঝ চাষি
১৭. তাঁতি কী করে?
চ তাঁত বোনে
খ মাছ ধরে
গ হাল চাষ করে
ঘ গান গায়
১৮. জাল ফেলে কে?
ক চাষি
খ তাঁতি
জ জেলে
ঘ শ্রমিক
১৯. কবি কোথায় বসেছেন?
ক বড় চেয়ারে
ছ সমাজের উচ্চ মঞ্চে
গ নির্জন গাছতলায়
ঘ নদীর তীর ঘেঁষে
২০. কবি মাঝে মাঝে কোথায় গিয়েছেন?
ক নদীর ধারে
খ প্রকৃতির কাছে
জ ও পাড়ার প্রাঙ্গণে
ঘ ঝরনার কাছে
২১. কবি কোন নিন্দার কথা মেনে নেন?
ক গানের ব্যর্থতা
ছ সুরের অপূর্ণতা
গ জ্ঞানের সংকীর্ণতা
ঘ কবিতার অক্ষমতা
ঐকতান কবিতার বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর pdf
২২. কবি কবিতায় কোন শ্রেণির কবিকে আহ্বান করেছেন?
চ অখ্যাতজনের
খ অজ্ঞাতজনের
গ উঁচু শ্রেণির
ঘ মধ্য বিত্তের
২৩. এ দেশকে কবি কী বলে অভিহিত করেছেন?
ক প্রাণবন্ত
ছ প্রাণহীন
গ সবুজ
ঘ শ্যামল
২৪. কবি এদেশের চারিধারকে কেমন বলেছেন?
ক প্রাণময়
খ গানময়
জ গানহীন
ঘ জীবন্ত
২৫. একতারা যাদের, তারা যেন কোথায় সম্মান পায়?
ক বিশ্বসভায়
ছ সাহিত্যের ঐকতান সংগীতসভায়
গ বিশ্বসাহিত্য সম্মেলনে
ঘ মানুষের অন্তরে
২৬. নতশির স্তব্ধ যারা তারা কার সম্মুখে?
ক মানব সম্মুখে
খ গুণীর সম্মুখে
জ বিশ্বের সম্মুখে
ঘ জনতার সম্মুখে
২৭. “কাছে থেকে দূরে যারা” কবি তাদের কী শুনতে চেয়েছেন?
চ বাণী
খ গান
গ কবিতা
ঘ সুর
২৮. কবি ভ্রমণবৃত্তান্ত পড়েন কেন?
ক ভালো লাগার জন্য
খ অবসর সময় কাটানোর জন্য
জ বৈচিত্র্যময় জনজীবনকে জানার জন্য
ঘ গুরুজনের পরামর্শে
২৯. ‘অক্ষয় উৎসাহ’ বলতে কী বোঝায়?
চ অফুরন্ত আগ্রহ
খ অনন্ত শ্রদ্ধা
গ অলীক উন্মাদনা
ঘ চেতনার আন্দোলন
৩০. ‘ভিক্ষালব্ধ ধন’ বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?
ক ভিক্ষার জিনিস
ছ পঠিত জ্ঞান
গ অন্যের ধন
ঘ বাস্তব অভিজ্ঞতা
৩১. “এই স্বরসাধনায় পৌঁছিল না বহুতর ডাক”- এখানে ‘বহুতর ডাক’ দ্বারা কী বোঝায়?
ক অন্যের ডাক
খ জনতার আহ্বান
জ জগতের বৈচিত্র্য
ঘ চিৎকার করে ডাক
৩২. “রয়ে গেছে ফাঁক” চরণটির দ্বারা কী বোঝায়?
ক কাজের ফাঁকি
খ কবির বেদনা
গ অসীম রিক্ততা
ঝ অনুভবের অপূর্ণতা
৩৩. ‘প্রকৃতির ঐকতান স্রোত’ বলতে কী বোঝায়?
চ বিচিত্রের মিলন
খ নিরন্তর প্রবহমানতা
গ প্রকৃতির নৃশংসতা
ঘ জলমগ্ন প্রকৃতি
৩৪. কবি কেন সর্বত্রগামী হতে পারেননি?
ক আন্তরিকতার অভাব
ছ শ্রেণিগত সীমাবদ্ধতা
গ মানুষের নিষ্ঠুরতা
ঘ যাতায়াতের সমস্যা
৩৫. “জীবনে জীবন যোগ করা” বলতে কী বোঝায়?
ক জীবনে প্রবেশ
ছ মানুষের সঙ্গে মেশা
গ দূরকে কাছে করা
ঘ আত্মীয়তা করা
৩৬. “মূক যারা দুঃখে সুখে” এখানে ‘মূক’ বলতে কাদের বোঝানো হয়েছে?
ক বধির জনগণ
খ বোবা জনতা
গ আম জনতা
ঝ অনুভূতি প্রকাশে অক্ষম যারা
৩৭. “কাছে থেকে দূরে যারা”-দ্বারা কী বোঝানো হয়েছে?
ক শারীরিক দূরত্ব
খ মানসিক দূরত্ব
জ শ্রেণিগত দূরত্ব
ঘ পথের দূরত্ব
৩৮. “বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবনযাত্রার”-এখানে ‘বেড়া’ কোন বাস্তবতাকে নির্দেশ করে?
ক ঘরের বেড়া
খ জমির সীমানা
গ বেয়াড়া
ঝ প্রতিবন্ধকতা
৩৯. “এসো কবি, অখ্যাতজনের”- এই ‘অখ্যাতজন’ কারা?
ক উঁচু শ্রেণির মানুষ
খ অজ্ঞাতজন
জ নিচু শ্রেণির মানুষ
ঘ যাযাবর
৪০. “অবজ্ঞতার তাপে শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি”- এখানে ‘মরুভূমি’ কোনটির সমান্তরাল?
ক বিদেশ
ছ এদেশ
গ প্রকৃতি
ঘ বিশ্ব
৪১. “যে আছে মাটির কাছাকাছি
সে কবির বাণী-লাগি কান পেতে আছি”- রবীন্দ্রনাথের এই আকাক্সক্ষা কোন কবি পূরণ করতে পেরেছেন?
ক জীবনানন্দ দাশ
খ অমিয় চক্রবর্তী
গ সুফিয়া কামাল
ঝ জসীমউদ্দীন
৪২. “বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি- পঙ্ক্তিটির মধ্য দিয়ে কোন বিষয়টি প্রকাশিত হয়েছে?
ক জগতের প্রতি বিতৃষ্ণা
ছ পৃথিবীকে জানার আগ্রহ
গ পৃথিবীর বৈচিত্র্যে গর্ববোধ
ঘ পারিপার্শ্বের প্রতি অবজ্ঞা
৪৩. “বিশাল বিশ্বের আয়োজন” কী নির্দেশ করে?
চ বৈচিত্র্যময় জনজীবন
খ পৃথিবীর অসীমতা
গ মানুষের সংখ্যাধিক্য
ঘ বিশ্বসভার আয়োজন
৪৪. ‘চিত্রময়ী বর্ণনা বাণী’ কোন বিষয়টি প্রকাশ করে?
ক ছবি
ছ কবিতা
গ দৃশ্য
ঘ নৃত্য
৪৫. ‘সম্মানের চিরনির্বাসন’ কথাটির গভীরে কোন বিষয়টি নিহিত?
ক আত্মপ্রসাদ
ছ আত্মদহন
গ আত্মতুষ্টি ঘ আত্মঘৃণা
৪৬. “প্রাণহীন এ দেশেতে গানহীন যেথা চারি ধার”- এই বক্তব্যের গভীরে কী নিহিত?
চ হতাশা
খ আশা
গ আকাক্সক্ষা
ঘ স্বপ্ন
৪৭. ‘ওগো গুণী’ বলে কাকে নির্দেশ করা হয়েছে?
চ আমজনতার কবিকে
খ দূরের নক্ষত্রকে
গ একতারা বাদকদের
ঘ সংগীত শিল্পীদের
৪৮. কবি তাঁর কবিতাকে সমৃদ্ধ করার জন্য কী কুড়িয়ে আনেন?
ক ধন-সম্পদ
খ প্রাকৃতিক সম্পদ
গ পরের সম্পদ
ঝ পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্যসম্পদ
৪৯. কবি কীভাবে নিজের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করেন?
ক দেশ ভ্রমণ করে
খ অন্যের রচনা মুখস্থ করে
গ নানা ধরনের গল্প রচনা করে
ঝ নানা সূত্র থেকে জ্ঞান আহরণ করে
৫০. কবি কেন বৃহত্তর সমাজ ও জীবনকে দেখতে পারেননি?
ক উচ্চাকাক্সক্ষী ছিলেন বলে
খ বিচ্ছিন্ন জীবনযাপনে আগ্রহী ছিলেন বলে
গ সবার সাথে মিশতে পারতেন না বলে
ঝ সমাজের উচ্চ মঞ্চে আসন গ্রহণ করেছিলেন বলে
►► আরো দেখো: এইচএসসি বাংলা সৃজনশীল প্রশ্নের উত্তর
শিক্ষার্থীরা, এখানে আমরা ৭৩ টি বহুনির্বাচনী প্রশ্ন উল্লেখ করেছি। আমাদের মূল নৈর্ব্যত্তিক শীটে ১৫৬ টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর রয়েছে। উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে ঐকতান কবিতার mcq pdf বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।