গৃহ প্রবন্ধের mcq : ঘর মানুষের জীবনের অন্যতম একটি মৌলিক চাহিদা। সারাদিনের পরিশ্রমের পর ঘরেই মানুষ বিশ্রামের জন্য ফেরে। কর্মক্লান্ত মানুষের বিক্ষিপ্ত মন শান্ত হয় ঘরে এলে। বহির্জগতের নানা টানাপড়েনে দ্বিধান্বিত মানুষ ঘরে এসে আপনজনের সান্নিধ্যে আশ্রয় খোঁজে। এভাবে ঘর মানুষকে শারীরিক ও মানসিক শান্তির নিশ্চয়তা প্রদান করে। আর এটি বোঝাতেই প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে।
গৃহ প্রবন্ধের mcq
১. ‘গৃহ’ রচনায় প্রাবন্ধিক কাদেরকে ‘কূপমণ্ডূক’ বলেছেন?
ক. পুরুষদের
খ. সমাজপতিদের
গ. মহিলাদের
ঘ. রাজাদের
২. ‘সকলেরই গৃহ আছে— নাই কেবল আমাদের’— প্রাবন্ধিকের একথা বলার কারণ কী?
ক. দরিদ্রতা
খ. গৃহবিমুখতা
গ. অধিকারহীনতা
ঘ. গৃহ ভস্মীভূত হওয়া
• উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
দিশাকে বিয়ে দেওয়া হয়েছে সম্ভ্রান্ত ঘরে। সুশিক্ষিত দিশা স্বামী সংসারে স্বাধীনভাবে বসবাস করছেন। চাকরির পাশাপাশি ঘরকন্নার কাজও করেন। সব কাজে-কর্মে সবাই সহযোগিতা করেন, সবাই তাকে ভালোবাসেন। তিনিও আত্মনির্ভরশীল ও পরিতৃপ্ত।
৩. উদ্দীপকের দিশার মধ্যে ‘গৃহ’ প্রবন্ধের কোন দিকটি অনুপস্থিত?
ক. স্বকীয়তা
খ. স্বাধীনতা
গ. অভাবগ্রস্ততা
ঘ. পুরুষ-আধিপত্য
৪. উক্ত বৈশিষ্ট্যটি নিচের যে বাক্যে পাওয়া যায়-
i. অধিকাংশ ভারত-নারী গৃহসুখে বঞ্চিতা
ii. প্রকাণ্ড আটচালায় বাস করিলেও প্রভুর আলয়ে থাকি
iii. অনেক ভ্রাতা আপন আপন বাটীতে অন্যায় স্বামিত্বের পরিচয় দিয়া থাকেন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৫. রোকেয়া সাখাওয়াত হোসেন কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
ক. ১৮৮০
খ. ১৮৮১
গ. ১৮৮২
ঘ. ১৮৮৩
৬. রোকেয়া সাখাওয়াত হোসেন রংপুর জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
ক. পাঁচবিবি
খ. পায়রাবন্দ
গ. কেশবপুর
ঘ. মদনপুর
৭. রোকেয়া সাখাওয়াত হোসেনের পিতার নাম কী?
ক. জহিরউদ্দীন আবু আলী হায়দার সাবের
খ. জহিরউদ্দীন আবু আলী সাবের
গ. জহিরউদ্দীন আবু আলী হায়দার
ঘ. জহিরউদ্দীন আলী হায়দার সাবের
৮. রোকেয়া সাখাওয়াত হোসেনের প্রকৃত নাম কী?
ক. রুকু বেগম
খ. রোকেয়া বেগম
গ. রোকেয়া খাতুন
ঘ. রোকাইয়া খাতুন
৯. মেয়েদের শিক্ষার ব্যাপারে রোকেয়ার বাবা কেমন ছিলেন?
ক. উৎসাহী
খ. অগ্রগামী
গ. রক্ষণশীল
ঘ. অনাগ্রহী
১০. রোকেয়া সাখাওয়াত হোসেন কাদের সাহচর্যে ইংরেজি ভাষা শেখেন?
ক. ভাই-বোন
খ. স্বামী
গ. পিতা-মাতা
ঘ. শিক্ষক
১১. শিক্ষাবিমুখ মুসলমান মেয়েদের শিক্ষার আলোয় আলোকিত করেন কে?
ক. নাজমা জেসমিন চৌধুরী
খ. ইন্দিরা দেবী চৌধুরানী
গ. সরলাবালা সরকার
ঘ. রোকেয়া সাখাওয়াত হোসেন
১২. কার অনুপ্রেরণায় রোকেয়া সাখাওয়াত হোসেনের জ্ঞানার্জনের পথ অধিকতর সুগম হয়?
ক. ভাইয়ের
খ. বোনের
গ. স্বামীর
ঘ. পিতার
১৩. রোকেয়া সাখাওয়াত হোসেনের স্বামী পেশায় কী ছিলেন?
ক. ডেপুটি জেলার
খ. ডেপুটি স্পিকার
গ. ডেপুটি ম্যাজিস্ট্রেট
ঘ. ডেপুটি কমিশনার
১৪. নিচের কোনটি রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ?
ক. দৃষ্টি প্রদীপ
খ. সুলতানার স্বপ্ন
গ. দিবারাত্রির কাব্য
ঘ. সাঁঝের মায়া
১৫. নিচের কোনটি রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা উপন্যাস?
ক. মতিচূর
খ. পদ্মরাগ
গ. সাঁঝের মায়া
ঘ. অবরোধবাসিনী
১৬. কত খ্রিষ্টাব্দে রোকেয়া সাখাওয়াত হোসেনের জীবনাবসান ঘটে?
ক. ১৯২০
খ. ১৯৮১
গ. ১৯৩২
ঘ. ১৯৮৩
১৭. গৃহী দিনশেষে কর্মক্লান্ত শ্রান্ত অবস্থায় কোথায় আসে?
ক. কর্মক্ষেত্রে
খ. বাজারে
গ. দোকানে
ঘ. গৃহে
১৮. ‘গৃহ বলিলে একটা আরাম বিরামের শাস্তি-নিকেতন বোঝায়’ -এখানে শাস্তি-নিকেতন দ্বারা বোঝানো হয়েছে-
ক. আশ্রম
খ. শান্তির ঘর
গ. শিক্ষাকেন্দ্র
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুরের পিত্রালয়
১৯. গৃহীকে রোদ-বৃষ্টি-হিম হতে রক্ষা করে কে?
ক. গৃহ
খ. ছাতা
গ. গৃহকর্ত্রী
ঘ. পশুপাখি
২০. গৃহ গৃহীকে রোদ-বৃষ্টি-হিম হতে কীভাবে রক্ষা করে?
ক. সুখ দিয়ে
খ. নিরাপদ আশ্রয় দিয়ে
গ. ঘুমাতে দিয়ে
ঘ. মাথার ওপর ছায়া দিয়ে
২১. পশুপাখিরা কোথায় নিজেদের নিরাপদ মনে করে?
ক. গাছের ডালে
খ. গহিন বনে
গ. মুক্ত আকাশে
ঘ. স্ব স্ব গৃহে
২২. ‘গৃহ ছাড়িয়া কতকদিন বিদেশে না থাকিলে গৃহসুখ মিষ্টি বোধ হয় না’ -এখানে গৃহসুখ মিষ্টি বোধ হওয়া বলতে কী বোঝানো হয়েছে?
ক. গৃহের গুরুত্ব
খ. ঘরে থাকার আনন্দ
গ. ঘরের প্রতি টান
ঘ. নিজ ঘরে স্বাধীনতা ও স্বস্তি
২৩. ‘সংসারক্ষেত্র’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. গৃহকম
খ. কর্মস্থল
গ. পরিবার
ঘ. সংসারের মোহ
২৪. দিনশেষে বাড়ি ফিরলে পুরুষদের অবস্থা কেমন হয়?
ক. ক্লান্ত হয়ে বিশ্রামে যায়
খ. যেন হাঁফ ছেড়ে বাঁচে
গ. মেজাজ খিটখিটে থাকে
ঘ. স্ত্রীদের সাথে ঝগড়া করে
২৫. পুরুষেরা কখন গৃহে ফিরে আসার জন্য উৎসুক হয়?
ক. সন্ধ্যাবেলা
খ. দুপুরে
গ. রাতে
ঘ. অপরাহ্নে
২৬. ‘গৃহ’ প্রবন্ধে ‘হাঁফ ছেড়ে বাঁচা’ বলতে বোঝানো হয়েছে-
ক. ক্লান্তি থেকে মুক্তি পাওয়া
খ. কারাগার থেকে মুক্ত হওয়া
গ. নতুন জীবনের স্বাদ পাওয়া
ঘ. সংসারের ঝামেলা থেকে নিষ্কৃতি পাওয়া
গৃহ প্রবন্ধের বহুনির্বাচনী প্রশ্ন উত্তর
২৭. কোন অবস্থার প্রতি দৃষ্টিপাত করো‘গৃহ’ রচনার রচয়িতা ভারত নারীদের ‘গৃহসুখে বঞ্চিতা’ বলেছেন?
ক. সামাজিক
খ. রাজনৈতিক
গ. অর্থনৈতিক
ঘ. পারিবারিক
২৮. ‘গৃহ’ রচনায় কাদের ‘গৃহসুখে বঞ্চিতা’ বলা হয়েছে?
ক. নারীকুলকে
খ. বঙ্গ নারীদের
গ. অধিকাংশ ভারত নারীকে
ঘ. গৃহবধূদের
২৯. ভারত নারীরা ‘গৃহসুখে বঞ্চিতা’ হওয়ার কারণ কী?
ক. তারা দুর্বল
খ. তারা পরাধীন
গ. তারা অবলা
ঘ. তারা ভীতু ও নির্জীব
৩০. অভিভাবকের বাড়িতে যাদের অধিকার নাই, সেই সব ভারত নারীর কাছে গৃহ কীসের তুল্য বোধ হয়?
ক. অন্তঃপুর
খ. যমালয়
গ. কারাগার
ঘ. শান্তি-নিকেতন
৩১. পারিবারিক জীবনে যে সুখী নয়, যে নিজেকে পরিবারের একজন বলে গণ্য করতে পারে না, তার নিকট গৃহ কেমন বোধ হতে পারে না?
ক. অন্তঃপুর
খ. নিরাপদ
গ. কারাগার
ঘ. শান্তি-নিকেতন
৩২. ‘গৃহ’ প্রবন্ধে কুমারী, সধবা, বিধবা- সকল শ্রেণির অবলার অবস্থা কেমন বলা হয়েছে?
ক. শান্তিময়
খ. শোচনীয়
গ. মর্মান্তিক
ঘ. নির্যাতিতা
৩৩. অন্তঃপুরের পর্দা উঠিয়ে ভেতরের দৃশ্য দেখালে কারা অত্যন্ত ব্যথিত হবেন?
ক. ভগ্নীগণ
খ. পত্নীগণ
গ. পুত্রবধূগণ
ঘ. ভ্রাতৃগণ
৩৪. ‘গৃহ’ রচনায় অন্তঃপুরের পর্দা উঠিয়ে ভেতরের দৃশ্য দেখালে ভ্রাতৃগণ অত্যন্ত ব্যথিত হবেন কেন?
ক. শোকে
খ. দুঃখে
গ. স্বরূপ উন্মোচনের অপমানে
ঘ. আবেগের আতিশয্যে
৩৫. ‘গৃহ’ প্রবন্ধের প্রাবন্ধিক একবার কোন স্থানের নিকটবর্তী শহরে বেড়াতে গিয়েছিলেন?
ক. শেরপুর
খ. গাজীপুর
গ. জামালপুর
ঘ. দিনাজপুর
৩৬. কোন বাড়ির স্ত্রীলোকদের দেখতে ‘গৃহ’ রচনার লেখকের আগ্রহ হয়?
ক. কলিমের বাড়ির
খ. বড় আমলার বাড়ির
গ. হাশেমের বাড়ির
ঘ. শরাফত উকিলের বাড়ির
৩৭. ‘ড. নুরুল হক দীর্ঘ বছর পর তার জ্ঞাতিদের দেখতে গ্রামের বাড়ি গিয়েছিলেন।’ ড. নুরুল হকের সঙ্গে ‘গৃহ’ প্রবন্ধের কোন চরিত্রের মিল করা যায়?
ক. খদিজা
খ. কলিম
গ. শরাফত উকিল
ঘ. রোকেয়া সাখাওয়াত হোসেন
৩৮. শরাফত উকিলের বাড়ির মহিলারা অতিশয় শান্তশিষ্ট মিষ্টভাষিণী হলেও তারা ছিলেন-
ক. স্বল্পজ্ঞানী
খ. বিচক্ষণ
গ. সুদর্শনা
ঘ. বাকপটু
৩৯. শরাফত উকিলের বাড়িতে লেখকদের অভ্যর্থনা কেমন ছিল?
ক. যথোচিত
খ. অযাচিত
গ. উপেক্ষিত
ঘ. অনাড়ম্বর
৪০. শরাফত উকিলের পত্নীর নাম কী?
ক. হসিনা
খ. জমিলা
গ. রমাসুন্দরী
ঘ. খদিজা
৪১. সম্পর্কে জমিলা শরাফত উকিলের কী হয়? জ্ঞান।
ক. স্ত্রী
খ. ভগ্নী
গ. কন্যা
ঘ. প্রতিবেশী
৪২. জমিলাকে কে তাদের বাড়িতে যেতে অনুরোধ করেছিলেন?
ক. হসিনা
খ. জমিলা
গ. রমাসুন্দরী
ঘ. লেখিকা
৪৩. বাড়ির বাইরে না যাওয়াকে জমিলা কী হিসেবে দেখে?
ক. ঐতিহ্য
খ. বংশগৌরব
গ. স্বকীয়তা
ঘ. সীমাবদ্ধতা
৪৪. ‘গৃহ’ প্রবন্ধের জমিলা কোন কাজটি কখনো করেনি?
ক. বাইরের লোকদের সাথে কথা বলা
খ. যানবাহনে চড়া
গ. প্রতিবেশীর সাথে যোগাযোগ
ঘ. শ্বশুরবাড়িতে যাওয়া
৪৫. ‘ইনি আমাদের আত্মীয়-কন্যা’ কার সম্পর্কে জমিলা এ উক্তি করেছে?
ক. চাচি
খ. ফুফু
গ. খালা
ঘ. ভাবি
৪৬. জমিলা লেখিকাকে নিজের বাড়ি দেখাতে নিয়ে গিয়েছিল কেন?
ক. আপ্যায়ন করার জন্য
খ. বাড়ির সৌন্দর্য দেখানোর জন্য
গ. আতিথেয়তার পরিচয় দেওয়ার জন্য
ঘ. এক বাড়ি থেকে অন্য বাড়ির দূরত্ব বোঝানোর জন্য
৪৭. ‘এই আমার কন্যার বাড়ি; এখন আমার বাড়ি চল।’ –উক্তিটি কার?
ক. হসিনার
খ. জমিলার
গ. রমাসুন্দরীর
ঘ. লেখিকার
৪৮. জমিলার বাড়ির পথের গলিটি কেমন ছিল?
ক. প্রশস্ত
খ. কর্দমাক্ত
গ. অপ্রশস্ত
ঘ. বেশ চওড়া
৪৯. জমিলার বাড়ির কক্ষগুলি কেমন ছিল?
ক. নোংরা
খ. ঘিঞ্জি
গ. পরিপাটি
ঘ. অসূর্যম্পশ্য
৫০. একটি দ্বার খোলার পর প্রাবন্ধিক কাকে দেখতে পেলেন?
ক. জমিলার কন্যাকে
খ জমিলার স্বামীকে
গ. হসিনার পুত্রবধূকে
ঘ. হসিনার কন্যাকে