HSC Bangla 1st Paper Test Paper 2024 (PDF Download)

সংক্ষিপ্ত সিলেবাসের অধীন বিষয়বস্তুসমূহ বিশ্লেষণ করে hsc bangla 1st  paper test paper 2024  pdf প্রণয়ন করা হয়েছে। পাশাপাশি বোর্ড পরীক্ষার প্রশ্ন, শীর্ষস্থানীয় কলেজের নির্বাচনি পরীক্ষার প্রশ্ন এবং শিখনফলভিত্তিক অনন্য প্রশ্নের সমন্বয়ে রচনামূলক ও বহুনির্বাচনি প্রশ্নপত্র দেওয়া হয়েছে। এই পোস্টের শেষে টেস্ট পেপারটি ডাউনলোড করার লিংক পাওয়া যাবে। তার আগে এই টেস্ট পেপার থেকে কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের নমুনা দেখে নাও।

hsc bangla 1st paper test paper 2024 pdf download

১. যে মৃত্যুক্ষুধার জ্বালায় এই পৃথিবী টলমল করছে, ঘুরপাক খাচ্ছে তার গ্রাস থেকে বাঁচবার সাধ্য কারুরই নাই। তোমরা মনে রেখো, তোমরা আমায় উদ্ধারের জন্য এখানে আসনি, তোমাদের সে মন্ত্র আমি কোনোদিনই শিখাইনি, তোমরা তোমাদের উদ্ধার কর, সেই হবে আমারও উদ্ধার। তোমাদের মুক্তির সঙ্গে সঙ্গে আমিও মুক্ত হব।

ক. কার কথাগুলো ভারি সোশিয়ালিস্টিক?
খ. চোরের চেয়ে কৃপণ ধনীকে শতগুণে দোষী বলা হয়েছে কেন? বুঝিয়ে দাও।
গ. উদ্দীপকের বক্তা আর ‘বিড়াল’ গল্পের মার্জারীর প্রত্যাশার মিল কোথায়? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের উদ্দিষ্ট শ্রোতা আর ‘বিড়াল’ গল্পের মার্জারী সমাজের নিরন্ন মানুষের প্রতিনিধি। মন্তব্যটি বিশ্লেষণ কর।

২. দীনবন্ধু মিত্র রচিত ‘নীলদর্পণ’ নাটকে নীলচাষিদের দুঃখ-কষ্টের কাহিনি বর্ণিত হয়েছে। এখানে ইংরেজ নীলকররা জোরপূর্বক কৃষকদের দিয়ে নীল চাষ করায়। সারা দিন রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে কৃষকেরা নীল চাষ করে। কিন্তু প্রাপ্য মজুরি পায় না। নীলকর জোরপূর্বক সব ফসল নিয়ে যায়। আর কৃষক শূন্য জমিতে পড়ে থাকে।

 

 

ক. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে উল্লিখিত কৃষক কন্যার নাম কী?
খ. কৃষকের শরীরে বস্ত্র জোটে না কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের নীলকররা ‘চাষার দুক্ষু’ প্রবন্ধের কাদের প্রতীক? চিহ্নিত কর।
ঘ. উদ্দীপকের নীলচাষি আর ‘চাষার দুক্ষু’ প্রবন্ধের চাষিদের জীবন একই সূত্রে গাঁথা। বিশ্লেষণ কর।

৩. বাঙালি নারী জাগরণের অগ্রপথিক বেগম রোকেয়া নারীদের স্বাবলম্বী হওয়ার জন্য যেকোনো ধরনের কাজে আগ্রহী হওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছিলেন, কৃষিকাজ থেকে শুরু করে যেকোনো কাজ, যেমন- লেডি কেরানি, লেডি ম্যাজিস্ট্রেট পর্যন্ত নারীদের কাজ করার সামর্থ্য রয়েছে। তিনি মনে করেন, নারী সমাজের অর্ধেক অঙ্গ। তাঁর মতে, অকর্মণ্য পুতুল জীবনের জন্য নারীর জন্ম হয়নি।

ক. মাসি ও পিসিকে একত্রিত করেছে কে?
খ. ‘মা মাসির কাছেই রইতে হয় এ সময়টা’ ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকটি ‘মাসি-পিসি’ গল্পের কোন দিক প্রকাশ করেছে তা নিরূপণ কর।
ঘ. উদ্দীপকের ‘অকর্মণ্য পুতুল জীবন’ বাদ দিয়ে নারী হয়ে উঠেছে ‘কর্মকুশল’ ‘মাসি-পিসি গল্পের আলোকে উক্তিটির সত্যতা যাচাই কর।

৪. চারদিন ধরে বৃষ্টি। শনিবার রাতে কী মুষলধারেই যে হলো, রোববার তো দিনভর একটানা। গতকাল সকালের পর বৃষ্টি থাকলেও সারাদিন আকাশ মেঘলা ছিল। মাঝে মাঝে এক পশলা বৃষ্টি। এখন সন্ধ্যার পর বৃষ্টি নেই। ঘন ঘন মেঘ ডাকছে আর বিদ্যুৎ চমকাচ্ছে। বসার ঘরে বসে জানালা দিয়ে তাকিয়ে ভাবছিলাম, আমার জীবনেও এতদিনে সত্যি সত্যি দুর্যোগের মেঘ ঘন হয়ে আসছে। এরকম সময় করিম এসে ঢুকল ঘরে। সামনে সোফায় বসে বলল, ফুফুজান এ পাড়ার অনেকেই চলে যাচ্ছে বাড়ি ছেড়ে। আপনারা কোথাও যাবেন না? আরও একটা কথা শুনেছেন ফুফুজান? নদীতে নাকি প্রচুর লাশ ভেসে যাচ্ছে। পেছনে হাত বাঁধা, গুলিতে মরা লাশ। [তথ্যসূত্র : একাত্তরের ডায়েরি- জাহানারা ইমাম]

 

 

ক. ইসহাক এপ্রিল মাস থেকে কোন ভাষায় কথা বলে? HSC Bangla 1st Paper Test Paper 2024 (PDF Download)
খ. ‘কুলিরা ছিল ছদ্মবেশী মিসক্রিয়েন্ট’। এখানে মিসক্রিয়েন্ট বলতে কী বোঝানো হয়েছে?
গ. উদ্দীপকের প্রমাংশের সাথে ‘রেইনকোট’ গল্পের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ. “উদ্দীপকের দ্বিতীয়াংশের প্রেক্ষাপট ও ‘রেইনকোট’ গল্পের প্রেক্ষাপট অভিন্ন।” মন্তব্যটির যথার্থতা বিচার কর।

খ অংশ-কবিতা

৫. পথ-পার্শ্বের ধর্ম-অট্টালিকা আজ পড়পড় হইয়াছে, তাহাকে ভাঙ্গিয়া ফেলিয়া দেওয়াই আমার ধর্ম। ঐ জীর্ণ অট্টালিকা চাপা পড়িয়া বহু মানবের মৃত্যুর কারণ হইতে পারে। যে ঘর আমাদের আশ্রয় দান করিয়াছে, তাহা যদি সংস্কারাতীত হইয়া আমাদেরই মাথায় পড়িবার উপক্রম করে, তাহাকে ভাঙ্গিয়া নতুন করিয়া গড়িবার দুঃসাহস আছে একমাত্র তরুণের। [তথ্যসূত্র : কাজী নজরুল ইসলাম]

ক. আঠারো বছর বয়সে কী কানে আসে?
খ. ‘এদেশের বুকে আঠারো আসুক নেমে’ বলতে কী বোঝানো হয়েছে?
গ. উদ্দীপকের তরুণদের সাথে ‘আঠারো বছর বয়স’ কবিতার তরুণদের সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা কর।
ঘ. ‘তারুণ্য সেবাব্রতে জীবনের অধিকার’ উক্তিটি উদ্দীপক ও ‘আঠারো বছর বয়স’ কবিতার আলোকে বিশ্লেষণ কর।

৬. পুষ্প ফোটে কোন কুঞ্জবনে,
কোন নিভৃতে ওরে, কোন গহনে।
মাতিল আকুল দখিনাবায়ু সৌরভ চঞ্চল সঞ্চরণে।
বন্ধুহারা মম অন্ধ ঘরে
আছি বসে অবসন্ন ঘরে
উৎস রাজ কোথায় বিরাজে
কে লয়ে যাবে সে ভবনে।

 

 

ক. কবি সুফিয়া কামালের প্রম স্বামী কত সালে মারা যান? HSC Bangla 1st Paper Test Paper 2024 (PDF Download)
খ. ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি নাটকীয় গুণসম্পন্ন। ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের প্রম তিনটি চরণে ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কোন ভাবের প্রতিফলন ঘটেছে? আলোচনা কর।
ঘ. উদ্দীপকটি ‘তাহারেই পড়ে মনে’ কবিতার প্রচ্ছন্ন রূপ- এর সপক্ষে যুক্তি দাও।

৭. গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তাঁর অমর কবিতাখানি :
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম।
[তথ্যসূত্র : স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো- নির্মলেন্দু গুণ]

ক. ভালোবাসা দিলে কে মারা যায়?
খ. ‘তার পিঠে রক্তজবার মত ক্ষত ছিল’ ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকটি ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার কোন দিক থেকে
সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের অমর কবিতাখানি ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার মূলভাবের সাথে একসূত্রে গাঁথা। বিশ্লেষণ কর।

গ অংশ-উপন্যাস HSC Bangla 1st Paper Test Paper 2024 (PDF Download)

৮. শ্রবণ কর। মূর্খতা-যুগের সমস্ত কুসংস্কার, সমস্ত অন্ধবিশ্বাস এবং সকল প্রকারের অনাচার আজ আমার পদতলে দলিত-মথিত অর্থাৎ রহিত ও বাতিল হইয়া গেল।… সাবধান! ধর্ম সম্বন্ধে বাড়াবাড়ি করিও না, ইহার অতিরিক্ততার ফলে তোমাদিগের পূর্ববর্তী বহু জাতি ধ্বংস হইয়া গিয়াছে। [তথ্যসূত্র : মহানবি (স.)-এর বিদায় হজের ভাষণের নির্বাচিত অংশ]

 

 

ক. বসে বসে অন্ন ধ্বংস করতে কার লজ্জা লাগে? HSC Bangla 1st Paper Test Paper 2024 (PDF Download)
খ. ‘শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি’ ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত ধর্ম সম্বন্ধে বাড়াবাড়ি ‘লালসালু’ উপন্যাসের কোন ঘটনাকে মনে করিয়ে দেয়?
ঘ. মূর্খতা-যুগের সমস্ত কুসংস্কার, অন্ধবিশ্বাস এবং অনাচারের আদর্শভূমি ‘লালসালু’ উপন্যাসের মহব্বতনগর। এ বিষয়ে তুমি কি একমত? মতের সপক্ষে যুক্তি তুলে ধর।

৯. সততা একটা সংগ্রাম। অনেক সময় কপটতার আবরণ ছিঁড়বার জন্য নিজের অহমিকার বিরুদ্ধেই সংগ্রাম। ‘পুরস্কার’ কবিতাতে রবীন্দ্রনাথ নিজেকে নিছক গৃহীর সততার সারল্যের প্রতিচ্ছবি করে তুলে ধরেছিলেন। অপরদিকে তিনি ‘অমৃত’ কবিতাতে ঘর ছাড়া বিপ্লবীর সততাকে সামনে এনেছিলেন। এর আগে মেশিনগানের সম্মুখে গেয়েছিলেন জুঁই ফুলের গান। তাঁর গানগুলি নিয়ে খেলা করার প্রবণতাকেও ঢাকবার চেষ্টা তিনি করেননি। [তথ্যসূত্র : স্বাধীনতা ও সততা- রণেশ দাসগুপ্ত]

ক. বেগানা অর্থ কী?
খ. ‘তানি বুঝি দুলার বাপ’ ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের কপটতার আবরণ ছেঁড়ার ব্যাপারটি ‘লালসালু’ উপন্যাসের কোন দিকটিকে আলোকপাত করে?
ঘ. উদ্দীপকের বিষয়বস্তুর বিপরীত মেরুতে ‘লালসালু’ উপন্যাসের মজিদের অবস্থান। মন্তব্যটি যাচাই কর।

ঘ অংশ-নাটক

১০. যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।

ক. সিকান্দার আবু জাফর মৃত্যুবরণ করেন কত সালে?
খ. ‘বাংলার বুকে দাঁড়িয়ে বাঙালির বিরুদ্ধে অস্ত্র ধরবার স্পর্ধা ইংরেজ পেল কোথা থেকে?’ ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের শেখ মুজিবুর রহমানের দেশপ্রেম ‘সিরাজউদ্দৌলা’ নাটকের সিরাজের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকটি ‘সিরাজউদ্দৌলা’ নাটকের আংশিক ভাব ধারণ করেছে মাত্র। মূল্যায়ন কর।

১১. শয্যার নিকটে জাএদাকে ডাকিয়া হাসান চুপি চুপি বলিতে লাগিলেন, জাএদা, তোমার চক্ষু হইতে হাসান এখন বিদায় হইতেছে, আশীর্বাদ করি, সুখে থাক। তুমি যে কার্য করিলে সমস্তই আমি জানিতে পারিয়াছি। তোমাকে বড়ই বিশ্বাস করিতাম। বড়ই ভালোবাসিতাম, তাহার উপযুক্ত কার্যই তুমি করিয়াছ। ভালো, সুখে থাক, আমি তোমাকে ক্ষমা করিলাম। [তথ্যসূত্র : বিষাদ-সিন্ধু- মীর মশাররফ হোসেন]

ক. নবাব সিরাজউদ্দৌলাকে খুন করার জন্য মিরন কাকে ভাড়া করে? HSC Bangla 1st Paper Test Paper 2024 (PDF Download)
খ. ‘বৃটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন’ কে, কেন বলেছে, ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে বর্ণিত হাসানের পরিণতি ‘সিরাজউদ্দৌলা’ নাটকের সিরাজের সমধর্মী হলেও পুরোপুরি এক নয়। মূল্যায়ন কর।

ডাউনলোড টেস্ট পেপার

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *