লালসালু উপন্যাস mcq লালসালু উপন্যাস MCQ PDF (Answer Sheet)
১. মজিদের মহব্বতনগর গ্রামের প্রবেশটা কেমন ছিল?
(ক) অবধারিত
(খ) নাটকীয়
(গ) কাব্যিক
(ঘ) স্বাভাবিক
২. ‘মাজারটি তার শক্তির মূল’ বলতে কী বোঝানো হয়েছে?
(ক) বিশ্বাস
(খ) আনুগত্য
(গ) ভীতি
(ঘ) অনুরাগ
৩. সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচর কে?
(ক) কমর বেগ
(খ) উমর বেগ
(গ) মানিকচাঁদ
(ঘ) রাইসুল জুহালা
৪. সিরাজউদ্দৌলা নাটকে চরিত্র সংখ্যা কয়টি?
(ক) প্রায় ত্রিশটি
(খ) প্রায় চল্লিশটি
(গ) প্রায় পঞ্চাশটি
(ঘ) প্রায় ষাটটি
৫. বাংলাদেশের কথাসাহিত্যিক আন্তর্জাতিক মানে উনড়বীত করার পথিকৃৎ কে?
(ক) সৈয়দ ওয়ালীউল্লাহ্
(খ) মীর মশাররফ হোসেন
(গ) কাজী নজরুল ইসলাম
(ঘ) আবু ইসহাক
৬. সৈয়দ ওয়ালীউল্লাহ কর্মসূত্রে বিভিনড়ব দায়িত্ব পালন শেষে দীর্ঘদিন কোথায় কর্মরত ছিলেন?
(ক) ভারতে
(খ) ইরাকে
(গ) ইরানে
(ঘ) প্যারিসে
৭. সৈয়দ ওয়ালীউল্লাহর কোন উপন্যাসটি ফরাসি ও ইংরেজি ভাষায় অনূদিত হয়? লালসালু উপন্যাস MCQ PDF (Answer Sheet)
(ক) কাঁদো বাঙালি কাঁদো
(খ) চাঁদের অমাবস্যা
(গ) লালসালু
(ঘ) চাঁদের অমাবস্যা ও লালসালু
৮. ‘কাঁদো নদী কাঁদো’ উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়?
(ক) ১৯৬৮ সালে
(খ) ১৯৪৮ সালে
(গ) ১৯৬৪ সালে
(ঘ) ১৯৫১ সালে
৯. ‘নয়নচারা’ গল্পগ্রন্থটির প্রকাশকাল কত?
(ক) ১৯৬৫
(খ) ১৯৬৪
(গ) ১৯৫১
(ঘ) ১৯৫৩
১০. ‘দুই তীর’ গল্পগ্রন্থটির প্রকাশকাল কত?লালসালু উপন্যাস MCQ PDF (Answer Sheet)
(ক) ১৯৬৫
(খ) ১৯৬৪
(গ) ১৯৫১
(ঘ) ১৯৫৩
১১. ‘লালসালু’ উপন্যাস অনুযায়ী কী না হলে বিদেশে এক পাও চলে না?
(ক) টাকা
(খ) বদনা
(গ) হারিকেন
(ঘ) টুপি
১২. ‘লালসালু’ উপন্যাসে ঔপন্যাসিক রেলগাড়ির ধৈর্য দ্বারা কিসের ইঙ্গিত দিয়েছেন?
(ক) সভ্যতার
(খ) আধুনিকতার
(গ) নোয়াখালির মানুষের
(ঘ) যোগাযোগ ব্যবস্থার
১৩. নোয়াখালি অঞ্চলে শস্যের চেয়ে কী বেশি?
(ক) আগাছা
(খ) টুপি
(গ) হুজুর
(ঘ) পীর
১৪. ‘কিন্তু দেশটা কেমন মরার দেশ’ কেন? লালসালু উপন্যাস MCQ PDF (Answer Sheet)
(ক) মানুষহীন বলে
(খ) ধর্মহীন বলে
(গ) কর্মহীন বলে
(ঘ) শস্যহীন বলে
১৫. ‘রহমতপুর অঞ্চলের মানুষ জীবিকার সন্ধানে ধর্মের বাণী নিয়ে বিভিনড়ব স্থানে ছুটে যায়।’ উদ্দীপকের সঙ্গে ‘লালসালু’ উপন্যাসের কাদের মিল রয়েছে?
(ক) মহব্বতনগরবাসীর
(খ) আওয়ালপুরবাসীর
(গ) নোয়াখালীবাসীর
(ঘ) চট্টগ্রামবাসীর
১৬. নোয়াখালী অঞ্চলে মানুষেরা দেশ ত্যাগ করে কেন?
(ক) ধর্ম প্রচারে
(খ) ধর্ম ব্যবসায় করতে
(গ) জীবিকার সন্ধানে
(ঘ) মানব-কল্যাণে
১৭. মজিদ মোনাজাতের সঙ্গে দাঁড়িয়ে ছিল কেন? লালসালু উপন্যাস MCQ PDF (Answer Sheet)
(ক) আল্লাহ সন্তুষ্টি অর্জনে
(খ) আল্লাহওয়ালা ভাব প্রদর্শনে
(গ) গভীর ধ্যানে
(ঘ) পীরসাহেবের আদেশে
১৮. মজিদের শারীরিক গড়নের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য?
(ক) মোটাসোটা
(খ) যৌবনশক্তির অধিকারী
(গ) শীর্ণকায়
(ঘ) তেজস্বী পুরুষ
১৯. মোদাচ্ছের পীরের কবর আবিষ্কার করায় মজিদ চরিত্রের কোন দিকটি উন্মোচিত হয়েছে?
(ক) ধর্মভীরুতা
(খ) ধর্মান্ধতা
(গ) সচেতনতা
(ঘ) মিথ্যাচার
২০. বিভিন্ন গ্রাম থেকে মহব্বতনগরে মানুষ আসতে লাগে কেন?
(ক) মজিদকে দেখতে
(খ) মাজার দেখতে
(গ) মোদাচ্ছের পীরকে দেখতে
(ঘ) মাজারে মানত করতে
২১. রহিমা চরিত্রের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য?
(ক) শক্তিমান
(খ) ধৈর্য্যশীল
(গ) কঠোর
(ঘ) প্রতিবাদী
২২. রহিমার মধ্যে মজিদের প্রতি কোন বিষয়টি বিদ্যমান ছিল? লালসালু উপন্যাস MCQ PDF (Answer Sheet)
(ক) ছলনা
(খ) অধৈর্যশীল
(গ) শ্রদ্ধা
(ঘ) সাহস
২৩. মজিদের মতে কাকে কষ্ট দেওয়া গুনাহ?
(ক) মাটিকে
(খ) বৃক্ষকে
(গ) প্রকৃতিকে
(ঘ) শত্রুকে
২৪. মাঠে গিয়ে মানুষ মেঠো হয়ে ওঠে কেন?
(ক) হিংস্রতার কবলে পড়ে
(খ) তীব্র রোদে
(গ) কাদা-মাটির ঘষায়
(ঘ) ফসল ফলানোর জন্য
২৫. মজিদ কার চোখে ভয় দেখেছে?
(ক) জমিলার
(খ) আমেনা
(গ) রহিমার
(ঘ) হাসুনির মার
২৬. মজিদ চরিত্রের ক্ষেত্রে নিচের কোন বিষয়টি গ্রহণযোগ্য? লালসালু উপন্যাস MCQ PDF (Answer Sheet)
(ক) পীর
(খ) দরবেশ
(গ) ধর্মভীরু
(ঘ) ধর্মব্যবসায়ী
২৭. দুদু মিঞার মুখে লজ্জার হাসি আসে কেন?
(ক) সাত সন্তানের জনক বলে
(খ) কলমা জানে না তাই
(গ) ধর্মের বাণী শোনে বলে
(ঘ) ধর্ম-কর্ম জানে না বলে
২৮. মজিদের শক্তির মূল উৎস কী?
(ক) ধর্ম
(খ) কোরান
(গ) সম্পত্তি
(ঘ) মাজার
২৯. মহব্বনগরবাসীর কাছে রহস্যময় কে?
(ক) খালেক ব্যাপারী
(খ) আওয়ালপুরের পীর
(গ) রহিমা
(ঘ) মজিদ
৩০. মজিদের সঙ্গে গ্রামবাসীর যোগসূত্রকারী চরিত্র হিসেবে নিচের কোন চরিত্রটি সমর্থনযোগ্য?
(ক) রহিমার
(খ) খালেক ব্যাপারীর
(গ) জমিলার
(ঘ) হাসুনির মা
৩১. হাবীবা প্রায়ই মানবকল্যাণে মাজারে গিয়ে প্রার্থনা করে। এখানে হাবীবার সঙ্গে ‘লালসালু’ উপন্যাসের রহিমার কোন বিষয়টিতে মিল রয়েছে?
(ক) জনকল্যাণ সাধন
(খ) মানবতাবোধ
(গ) ধর্মভীরুতা
(ঘ) কল্যাণচিন্তা
৩২. রহিমা অতি সংগোপনে মাজারে গিয়ে কী আর্জি জানায়?
(ক) মানব কল্যাণের
(খ) সংসার সমৃদ্ধির
(গ) সন্তানের
(ঘ) স্বামীর মঙ্গলের
৩৩. মাজারে গিয়ে সন্তান কামনার বিষয়টিতে রহিমা চরিত্রের কোন দিকটি উন্মোচিত হয়েছে?
(ক) মাতৃ আকাক্সক্ষা
(খ) বংশরক্ষা
(গ) স্বামীর ইচ্ছাপূরণ
(ঘ) স্বীয় মর্যাদা রক্ষা
৩৪. হাসুনির মা’র ক্ষেত্রে কোনটি গ্রহণযোগ্য?
(ক) নব্য বিবাহিতা
(খ) সধবা
(গ) বিধবা
(ঘ) শক্তিধর
৩৫. তাহের-কাদের বাবা-মার ঝগড়ার সময় চুপ থাকে কেন?
(ক) ধর্মে বাধা আছে বলে
(খ) স্বার্থের মোহে
(গ) সম্মান বাঁচানোর জন্য
(ঘ) মজিদের ভয়ে
৩৬. হাসুনির মা’র কথা শুনে রহিমার চোখে ছলছল করছিল কেন?
(ক) সমবেদনা প্রকাশে
(খ) ব্যথিত হয়ে
(গ) সম্মানার্থে
(ঘ) বর্বরতা শুনে
৩৭. ‘তা হুজুর, ঘরের ক্যামনে কই?’ উক্তিটি কার?
(ক) তাহেরের
(খ) হাসুনির মার
(গ) তাহেরের মার
(ঘ) তাহেরের বাবার
৩৮. ঢেঙা-বুড়ো পীরের কথা মজিদকে বলতে না চাওয়ায় তার চরিত্রের কোন দিকটি উন্মোচিত হয়েছে?
(ক) প্রতিবাদী মনোভাব
(খ) হিংসা বোধ
(গ) মজিদবিরোধী ভাব
(ঘ) আত্মসম্মানবোধ
৩৯. ঢেঙা-বুড়োর হাতে মার খেয়ে হাসুনির মা কার বাড়িতে গিয়েছিল?
(ক) স্বামীর
(খ) খালেক ব্যাপারীর
(গ) মজিদের
(ঘ) তাহেরের
৪০. ঢেঙা বুড়োকে কী হিসেবে চিহ্নিত করা যায়?
(ক) সার্থক পিতা
(খ) তেজি পুরুষ
(গ) বদমেজাজি
(ঘ) কর্মঠ
৪১. হাসুনির মা বাড়িতে যেতে চায় না কেন?
(ক) স্বামীর ভয়ে
(খ) বাবার ভয়ে
(গ) মায়ের ভয়ে
(ঘ) ভাইদের ভয়ে
৪২. ঢেঙা বুড়োর অন্তরে কী বিদ্যমান?
(ক) হিংসা
(খ) লোভ
(গ) অবিশ্বাস
(ঘ) কুসংস্কার
৪৩. মহব্বতনগর গ্রামের মাতবর হিসেবে নিচের কোন চরিত্রটি গ্রহণযোগ্য?
(ক) মজিদ
(খ) খালেক ব্যাপারী
(গ) পীরসাহেব
(ঘ) রহিমা
৪৪. ঢেঙা বুড়োর বিচারে মানুষকে ধর্মের বাণী শোনানোয় মজিদের মধ্যে কোন বিষয়টি ফুটে উঠেছে?
(ক) দৃষ্টি আকর্ষণের চেষ্টা
(খ) ধর্মে বাণী দিয়ে মানুষকে দুর্বল করার চেষ্টা
(গ) ধর্মভীরুতা
(ঘ) ধর্ম দিয়ে বিচার করা
৪৫. মজিদের কণ্ঠে কোন বিষয়টি বিদ্যমান?
(ক) হিংসা
(খ) দ্বেষ
(গ) কঠোরতা
(ঘ) মধু
৪৬. ঝড় এলে হাসুনির মায়ের কী করার অভ্যাস?
(ক) স্বামীর চিন্তা
(খ) মাজারের চিন্তা
(গ) হৈচৈ করা
(ঘ) সংসারের চিন্তা
৪৭. মজিদের শিক্ষায় গ্রামবাসী ভালোভাবে কী বুঝেছে?
(ক) ধর্মবিশ্বাস
(খ) মাজার বিশ্বাস
(গ) আল্লাহতে বিশ্বাস
(ঘ) কুসংস্কারে বিশ্বাস
৪৮. ‘লালসালু’ উপন্যাসে দুর্লঙ্গনীয় রহস্যে আবৃত কী?
(ক) মাজার
(খ) মজিদ চরিত্র
(গ) রহিমা
(ঘ) খালেক ব্যপারী
৪৯. বাবা নিখোঁজ হওয়ার পর হাসুনির মা মজিদের বাড়িতে আসত না কেন?
(ক) লজ্জায়
(খ) অভিমানে
(গ) ক্ষোভে
(ঘ) অন্য কাজ করতে বলে
৫০. মজিদ হাসুনির মার কাছ থেকে কী চেয়েছিল?
(ক) তামাক
(খ) বিড়ি
(গ) আগুন
(ঘ) পাত্র