প্রতিদান কবিতার mcq : প্রতিদান কবিতায় কবি ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতার মধ্যেই যে ব্যক্তির প্রকৃত সুখ ও জীবনের সার্থকতা নিহিত সেই বিষয়ে আলোকপাত করেছেন। আর তাই কবি প্রতিহিংসাপরায়ণ না হয়ে তাঁর সাজানো ঘর যে ভেঙেছে তার ঘর পরম মমতায় গড়ে দিতে চান। আবার যে কবিকে পর করে দিয়েছে কবি তাকেই আপন করে নিতে আকুল হয়েছেন। কেননা, তিনি ভালোবাসা দিয়ে সমাজে বিদ্যমান হিংসা-বিভেদ-হানাহানির ইতি টানতে চান।
প্রতিদান কবিতার mcq
১. ‘প্রতিদান’ কবিতায় কবি কাঁটা পেয়ে কী দান করেছেন?
ক. ঘর
খ. ফুল
গ. ঘৃণা
ঘ. বাণ
২. ‘আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর’- এ পঙ্ক্তিতে কী বোঝানো হয়েছে?
ক. পরোপকার
খ. সর্বংসহা মনোভাব
গ. আত্মগ্লানি
ঘ. কৃতজ্ঞতাবোধ
• নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও।
ইমাম হাসান (রাঃ) তাঁকে বিষপ্রয়োগে হত্যাকারী জাএদাকে ক্ষমা করে দিলেন এবং বললেন, পরকালে তাকে বেহেশত প্রদানের জন্য আল্লাহ্র কাছে সুপারিশ করবেন।
৩. উদ্দীপকের হাসান (রাঃ)-এর সাথে ‘প্রতিদান’ কবিতার কোন পক্তির মিল আছে?
ক. কত ঠাঁই হতে কত কী যে আনি সাজাই নিরন্তর
খ. দীঘল রজনী তার তরে জাগি ঘুম যে হরেছে মোর
গ. রঙিন ফুলের সোহাগ জড়ান ফুল মালঞ্চ ধরি
ঘ. যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি√
৪. উপর্যুক্ত মিলের কারণ
i. ক্ষমাশীলতা
ii. আত্মপ্রশংসা
iii. পারস্পরিক সৌহার্দ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৫. জসীমউদ্দীন কোন জেলায় জন্মগ্রহণ করেন?
ক. রংপুর
খ. ফরিদপুর
গ. গাজীপুর
ঘ. নাটোর
৬. জসীমউদ্দীনের মামার বাড়ি কোথায়?
ক. গোবিন্দপুর গ্রাম
খ. রাজেন্দ্রপুর
গ. বনানী
ঘ. তাম্বুলখানা
৭. জসীমউদ্দীন কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১লা জানুয়ারি ১৯০২
খ. ৪ই মার্চ ১৯০৩
গ. ১লা জানুয়ারি ১৯০৩
ঘ. ১লা মার্চ ১৯০৪
৮. জসীমউদ্দীনের বাবার নাম কী?
ক. অসারউদ্দীন মোল্লা
খ. আজহার উদ্দীন
গ. আতাহার আলী
ঘ. আসগর আলী
৯. জসীমউদ্দীনের মায়ের নাম কী?
ক. আলেয়া খাতুন
খ. সখিনা খাতুন
গ. সালেহা খাতুন
ঘ. আমিনা খাতুন
১০. জসীমউদ্দীনের পৈতৃক নিবাস কোথায়?
ক. ফতেপুর
খ. গোবিন্দপুর
গ. গাইবান্ধা
ঘ. তাম্বুলখানা
১১. জসীমউদ্দীন বিএ পাশ করেন কোন কলেজ থেকে?
ক. ফরিদপুর রাজেন্দ্র কলেজ
খ. কলকাতা ইসলামিয়া কলেজ
গ. মিরপুর বাঙলা কলেজ
ঘ. খুলনার বিএল কলেজ
১২. জসীমউদ্দীন কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে কোন ডিগ্রি লাভ করেন?
ক. বিএ
খ. ডিলিট
গ. আইএ
ঘ. এমএ
১৩. জসীমউদ্দীন কোন বিষয়ে এমএ ডিগ্রি লাভ করেন?
ক. বাংলা ভাষা ও সাহিত্য
খ. ইংরেজি ভাষা ও সাহিত্য
গ. গণিত
ঘ. আইন
১৪. জসীমউদ্দীন কোন বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি লাভ করেন?
ক. ঢাকা বিশ্ববিদ্যালয়
খ. পাটনা বিশ্ববিদ্যালয়
গ. কলিকাতা বিশ্ববিদ্যালয়
ঘ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১৫. জসীমউদ্দীন কলেজে অধ্যয়নকালে কোন কবিতা রচনা করে খ্যাতি অর্জন করেন?
ক. পল্লিজননী
খ. কবর
গ. রুপাই
ঘ. দেশ
১৬. জসীমউদ্দীনের ছাত্রাবস্থায় কোন কবিতাটি স্কুল পাঠ্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয়?
ক. রুপাই
খ. কবর
গ. আসমানী
ঘ. পল্লিজননী
১৭. ‘কবর’ কবিতা কার সৃষ্টি?
ক. মুনীর চৌধুরী
খ. রফিক আজাদ
গ. হুমায়ুন আজাদ
ঘ. জসীমউদ্দীন
১৮. কে ‘পল্লিকবি’ হিসেবে সমধিক পরিচিত?
ক. আহসান হাবীব
খ. সুভাষ মুখোপাধ্যায়
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. জসীমউদ্দীন
১৯. জসীমউদ্দীন অধ্যাপক হিসেবে কোথায় কর্মজীবন শুরু করেন?
ক. ঢাকা বিশ্ববিদ্যালয়
খ. কলিকাতা বিশ্ববিদ্যালয়
গ. রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
ঘ. ঢাকা কলেজ
২০. কোন কবি সরকারের প্রচার ও জনসংযোগ বিভাগে উচ্চপদে আসীন হয়েছিলেন?
ক. সুকান্ত ভট্টাচার্য
খ. জসীমউদ্দীন
গ. জীবনানন্দ দাশ
ঘ. মাইকেল মধুসূদন দত্ত
২১. জসীমউদ্দীনের কবিতার প্রধান নাগরিক জীবন উপজীব্য—
ক. পল্লিজীবন
খ. মধ্যবিত্ত জীবন
গ. নাগরিক জীবন
ঘ. শহুরে জীবন
২২. বাংলার গ্রামীণ জীবনের আবহ ফুটে উঠেছে কার কবিতায়?
ক. মানিক বন্দ্যোপাধ্যায়
খ. সমর সেন
গ. জসীমউদ্দীন
ঘ. সুকান্ত ভট্টাচার্য
২৩. জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ বিভিন্ন বিদেশি ভাষায় অনূদিত হয়েছে?
ক. ধানখেত
খ. রাখালি
গ. নকসী কাঁথার মাঠ
ঘ. বালুচর
২৪. ‘সোজন বাদিয়ার ঘাট’ কী জাতীয় রচনা?
ক. কাব্য
খ. উপন্যাস
গ. ছোটগল্প
ঘ. নাটক
২৫. ‘ধানখেত’ কে রচনা করেছেন?
ক. বিষ্ণু দে
খ. আহসান হাবীব
গ. জীবনানন্দ দাশ
ঘ. জসীমউদ্দীন
প্রতিদান কবিতার বহুনির্বাচনী প্রশ্ন উত্তর
২৬. নিচের কোনটি কবি জসীমউদ্দীনের রচনা?
ক. মানসী
খ. রূপসী বাংলা
গ. বালুচর
ঘ. সারা দুপুর
২৭. জসীমউদ্দীনকে কোন বিশ্ববিদ্যালয় ডিলিট প্রদান করে?
ক. কলিকাতা বিশ্ববিদ্যালয়
খ. ঢাকা বিশ্ববিদ্যালয়
গ. রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
ঘ. দিল্লি বিশ্ববিদ্যালয়
২৮. রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
ক. কলকাতায়
খ. ঢাকায়
গ. সিরাজগঞ্জে
ঘ. দিল্লিতে
২৯. জসীমউদ্দীন কত খ্রিষ্টাব্দে মারা যান?
ক. ১৯৭৭
খ. ১৯৭৬
গ. ১৯৭৮
ঘ. ১৯৭৯
৩০. জসীমউদ্দীন ১৯৭৬ খ্রিষ্টাব্দের কত তারিখে মারা যান?
ক. ১৩ই মার্চ
খ. ১৪ই মার্চ
গ. ১৫ই জুন
ঘ. ১৬ই জুন
৩১. জসীমউদ্দীন কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন?
ক. রাজশাহী
খ. কলকাতা
গ. ফরিদপুর
ঘ. ঢাকা
৩২. নিজের ঘর ভাঙার প্রতিদানে কবি কী বেঁধে দিতে চান?
ক. কূল
খ. ঘর
গ. বাড়ি
ঘ. প্রাসাদ
৩৩. কবি অন্যের ঘর বেঁধে দিতে চান কেন?
ক. প্রতিদান পাওয়ার জন্য
খ. সুন্দর পৃথিবী নির্মাণের মানসে
গ. নিজের অভ্যাসগত কারণে
ঘ. অর্থলাভের বাসনায়
৩৪. হাসিবের কেউ ক্ষতি করলে সে প্রতিশোধ না নিয়ে উল্টো উপকার করে। হাসিবের সঙ্গে ‘প্রতিদান’ কবিতার সাদৃশ্য কোথায়?
ক. পরার্থে আত্মনিবেদনে
খ. করুণায়
গ. প্রীতিময় সম্পর্কে
ঘ. প্রতিশোধে
৩৫. কবি কাকে আপন করতে কেঁদে বেড়ান?
ক. যে তাঁকে পর করেছে
খ. যে তাকে আপন করেছে
গ. যে তাঁকে ভালোবেসেছে
ঘ. যে তাঁকে আশ্রয় দিয়েছে
৩৬. ‘আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর’ -এ পঙ্ক্তিতে কী বোঝানো হয়েছে?
ক. আত্মঅহংকার
খ. ক্ষমাশীলতা
গ. আন্তরিকতা
ঘ. আত্মগ্লানি
৩৭. পরকে কবি কী করতে চেয়েছেন?
ক. আপন
খ. অবজ্ঞা
গ. পর
ঘ. ঘৃণা
৩৮. ‘আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর’-এ পঙ্ক্তিটি ‘প্রতিদান’ কবিতায় কত বার ব্যবহার হয়েছে?
ক. ১ বার
খ. ৩ বার
গ. ২ বার
ঘ. ৪ বার
৩৯. কবি কেঁদে বেড়ান কেন?
ক. আপন জনের জন্য
খ. ব্যর্থ হয়েছেন বলে
গ. পরকে আপন করতে
ঘ. কূল ভেঙেছে বলে
৪০. জালাল অন্যায়ভাবে গ্রামছাড়া হলেও গ্রামের কারো বিপদে সে-ই সবার আগে সাহায্যের হাত বাড়ায়। জালালের মধ্যে ‘প্রতিদান’ কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে?
ক. আত্মগ্লানি
খ. আন্তরিকতা
গ. ক্ষমাশীলতা
ঘ. আত্মত্যাগ
৪১. ‘যে মোরে করিল পথের বিবাগী’— এ পঙক্তির পরবর্তী চরণ কী?
ক. পথে পথে আমি ফিরি তার লাগি
খ. পথে ঘাটে আমি ফিরি তার লাগি
গ. পথ হতে পথে ফিরি তার লাগি
ঘ. পথে পথে ফিরি তার লাগি
৪২. কবি পথে পথে ফিরছেন কেন?
ক. অনিষ্টকারীর উপকারের জন্য
খ. প্রতিশোধ গ্রহণের জন্য
গ. আত্মগ্লানির কারণে
ঘ. ক্ষমা প্রার্থনার জন্য
৪৩. যে কবির ঘুম কেড়েছে, কবি তার জন্য কী করেন?
ক. কণ্টকশয্যা তৈরি করেন
খ. মৃত্যুফাঁদ তৈরি করেন
গ. দীঘল রজনী জাগেন
ঘ. ঘর বাঁধেন
৪৪. কবি পথে পথে কাকে খুঁজে ফিরেছেন?
ক. যে কবির ঘর ভেঙেছে
খ. যে কবির বুকে আঘাত করেছে
গ. যে কবির ঘুম কেড়েছে
ঘ. যে কবিকে পথের বিবাগী করেছে
৪৫. ‘প্রতিদান’ কবিতায় উল্লিখিত রজনী কেমন ছিল?
ক. জ্যোৎস্নাশোভিত
খ. অন্ধকারাচ্ছন্ন
গ. মেঘাচ্ছন্ন
ঘ. দীঘল
৪৬. কবি কেন দীঘল রজনী জেগেছেন?
ক. মহৎ বলে
খ. স্বার্থপর বলে
গ. লোভী বলে
ঘ. আত্মগ্লানিতে
৪৭. কবি তাঁর ঘুম হরণকারীর জন্য দীঘল রজনী জেগে কীসের পরিচয় দিয়েছেন?
ক. দুর্বলতার
খ. কৃতজ্ঞতার
গ. প্রতিশোধপরায়ণতার
ঘ. মহত্ত্বের
৪৮. ‘আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর’ –এ পদ্ধত্তিটি প্রতিদান কবিতায় কত বার ব্যবহৃত হয়েছে?
ক. ১ বার
খ. ৩ বার
গ. ২ বার
ঘ. ৪ বার
৪৯. ‘প্রতিদান’ কবিতায় কবি কী কী বেঁধে দিতে চেয়েছেন?
ক. কূল ও নৌকা
খ. ঘর ও বাড়ি
গ. বাগান ও কূপ
ঘ. ঘর ও কূল
৫০. ‘রহিম রাজার ক্ষতি করলেও রাজা তাকে ক্ষমা করে দিলেন’ রাজার সাথে ‘প্রতিদান’ কবিতার কবির সাদৃশ্য কোথায়?
ক. ত্যাগে
খ. ক্ষমতায়
গ. ক্ষমাশীলতায়
ঘ. প্রতিদানে