পদ্মা কবিতার MCQ (PDF) বহুনির্বাচনী প্রশ্ন উত্তর

পদ্মা কবিতার mcq : পদ্মার ভয়ংকর রূপ দেখে যখন মানুষ স্তব্ধ ও গতিহীন হয়ে যায়, তখন এর গতিই আবার তাদের মনে মুক্তির স্পন্দন জাগিয়ে তোলে। পদ্মার গতিময়তা দেখেই মানুষের জীবনপ্রভাবে একধরনের গতির সৃষ্টি হয়। এর প্রখর স্রোতধারা মানুষকে উদ্দীপ্ত করে তোলে। ফলে মানুষ দুঃখকষ্ট ভুলে পুনরায় সংগ্রামে অবতীর্ণ হতে পারে।

পদ্মা কবিতার mcq

১. পদ্মাকে দেখে কেঁপে উঠেছে-
ক. নির্ভীক জোয়ান
খ. সংগ্রামী মানুষ
গ. দুরন্ত হার্মাদ
ঘ. প্রদীপ্ত স্রোতধারা

২. ‘জীবনের পথে পথে অভিজ্ঞতা কুড়ায়ে প্রচুর’ –কাদের কথা বলা হয়েছে?
ক. জলদস্যু
খ. সংগ্রামী চাষী
গ. পদ্মা তীরের মানুষ
ঘ. নির্ভীক জোয়ান

• নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও।
ভাঙন প্রবণ তীরে যাদের আবাস তারা কেউ
সুখে নেই বরং দুঃখেই কাটে তাদের দিনকাল।

 

 

৩. উদ্দীপক ও ‘পদ্মা’ কবিতাটির মধ্যে মিল রয়েছে—
i. নদী তীরবর্তী মানুষের দুর্ভোগ
ii. নদীর জীবন প্রবাহ
iii. কৃষিতে নদীর প্রভাব

নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

৪. ‘বরং দুঃখেই কাটে তাদের দিনকাল’ -চরণটির ভাবের সাথে ‘পদ্মা’ কবিতার নিচের কোন চরণের ভাবের সাদৃশ্য রয়েছে?
ক. তোমার তরঙ্গভঙ্গে বর্ণ তার হয়েছে পাণ্ডুর
খ. সবুজের সমারোহে জীবনের পেয়েছে সম্বল
গ. বর্ষায় তোমার স্রোতে গেছে ভেসে সাজানো বাগান
ঘ. মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার

৫. ফররুখ আহমদের জন্ম কত সালে?
ক. ১৯১৮
খ. ১৯৯৯
গ. ১৯৮৮
ঘ. ১৯৭৭

 

 

৬. ফররুখ আহমদের জন্ম কত তারিখে?
ক. ৮ জুন
খ. ৯ জুন
গ. ১০ জুন
ঘ. ১১ জুন

৭. ফরুখ আহমদের জন্ম কোন জেলায়?
ক. ফরিদপুর
খ. মাগুরা
গ. বরিশাল
ঘ. কুমিল্লা

৮. ফররুখ আহমদের জন্ম কোন গ্রামে?
ক. কাঁঠালপাড়া
খ. আমতলী
গ. তাম্বুলখানা
ঘ. মাঝআইল

৯. ফররুখ আহমদের পিতার নাম কী?
ক. সৈয়দ হাতেম আলী
খ. সৈয়দ নিসার আলী
গ. সৈয়দ আমির আলী
ঘ. সৈয়দ হাশেম আলী

 

 

১০. ফররুখ আহমদ দীর্ঘকাল কোন বেতারে কাজ করেছেন?
ক. খুলনা বেতার
খ. চট্টগ্রাম বেতার
গ. ঢাকা বেতার
ঘ. বাংলাদেশ বেতার

১১. ফররুখ আহমদ ঢাকা বেতারে কোন পদে নিযুক্ত ছিলেন?
ক. স্টাফ রিপোর্টার
খ. স্টাফ রাইটার
গ. স্টাফ রিডার
ঘ. স্টাফ অফিসার

১২. ফররুখ আহমদ কবি হিসেবে কোন দশকে অভির্ভূত হন?
ক. চল্লিশের দশক
খ. পঞ্চাশের দশক
গ. ষাটের দশক
ঘ. সত্তরের দশক

১৩. ফররুখ আহমদের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
ক. নৌফেল ও হাতেম
খ.  সাত সাগরের মাঝি
গ. সিরাজাম মুনীরা
ঘ. হাতেম তায়ী

 

 

১৪. ‘সাত সাগরের মাঝি’ গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
ক. ১৯৪২
খ. ১৯৪৪
গ. ১৯৪৬
ঘ. ১৯৪৮

১৫. ফররুখ আহমদ কীসে বিশ্বাসী ছিলেন?
ক. ইসলামি ঐতিহ্যের পুনরুজ্জীবনে
খ. আরবি সাহিত্যের পুনরুজ্জীবনে
গ. বাঙালি মিথের পুনরুজ্জীবনে
ঘ. বাঙালি সংস্কৃতির পুনরুজ্জীবনে

১৬. ফররুখ আহমদের কবিতায় প্রধানত কোন বিষয়টির প্রকাশ ঘটেছে?
ক. বাঙালি আদর্শ ও জীবনবোধ
খ সংস্কৃত আদর্শ ও জীবনবোধ
গ. ইসলামি আদর্শ ও জীবনবোধ
ঘ. প্রাকৃত আদর্শ ও জীবনবোধ

১৭. নিচের কোনটি ফররুখ আহমদের কাব্যগ্রন্থ?
ক. নৌফেল ও হাতেম
খ. সাত সাগরের মাঝি
গ. সিরাজাম মুনীরা
ঘ. হাতেম তায়ী

১৮. ‘নৌফেল ও হাতেম’ কী ধরনের রচনা?
ক. নাট্যকাব্য
খ. কাব্যনাট্য
গ. কাহিনিকাব্য
ঘ. দীর্ঘকাব্য

১৯. নিচের কোনটি ফররুখ আহমদের সনেট সংকলন?
ক. মুহূর্তের কবিতা
খ. সাত সাগরের মাঝি
গ. সিরাজাম মুনীরা
ঘ. হাতেম তায়ী

২০. ‘মুহূর্তের কবিতা’ কী ধরনের গ্রন্থ?
ক. নাট্যকাব্য
খ. কাব্যনাট্য
গ. সনেট সংকলন
ঘ. দীর্ঘকাব্য

২১. নিচের কোনটি ফররুখ আহমদের কাহিনিকাব্য?
ক. মুহূর্তের কবিতা
খ. সাত সাগরের মাঝি
গ. সিরাজাম মুনীরা
ঘ. হাতেম তায়ী

 

 

২২. ‘হাতেম তায়ী’ কী ধরনের গ্রন্থ?
ক. নাট্যকাব্য
খ. কাব্যনাট্য
গ. কাহিনিকাব্য
ঘ. দীর্ঘকাব্য

২৩. ফররুখ আহমদ ছোটোদের জন্য কী কী লিখেছেন?
ক. কবিতা ও গান
খ. ছড়া ও কবিতা
গ. ছড়া ও গান
ঘ. ছড়া ও নাটক

২৪. সাহিত্যকৃতির স্বীকৃতিস্বরূপ ফররুখ আহমদ কোন পুরস্কারটি পান?
ক. ইউনেস্কো পুরস্কার
খ. পুলিৎজার পুরস্কার
গ. নোবেল পুরস্কার
ঘ. বুকার পুরস্কার

২৫. ফররুখ আহমদ মরণোত্তর কোন পুরস্কার লাভ করেন?
ক. বাংলা একাডেমি পুরস্কার
খ. স্বাধীনতা পুরস্কার
গ. একুশে পদক
ঘ. ইউনেস্কো পুরস্কার

২৬. ফরৃরুখ আহমদ কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৭১
খ. ১৯৭৩
গ. ১৯৭২
ঘ. ১৯৭৪

পদ্মা কবিতার বহুনির্বাচনী প্রশ্ন উত্তর

২৭. ফররুখ আহমদ কত তারিখে মৃত্যুবরণ করেন?
ক. ২০শে অক্টোবর
খ. ১৯শে অক্টোবর
গ. ২১শে অক্টোবর
ঘ. ২২শে অক্টোবর

২৮. ফর্রুখ আহমদ কোথায় মৃত্যুবরণ করেন?
ক. মাগুরা
খ. চট্টগ্রাম
গ. কলকাতা
ঘ. ঢাকা

২৯. ‘পদ্মা’ কবিতায় পদ্মা মূলত কীসের নাম?
ক. পাখি
খ. নদী
গ. গ্রাম
ঘ. মানুষ

৩০. ‘পদ্মা’ কবিতায় জীবনের পথে পথে কী কুড়ানোর কথা বলা হয়েছে?
ক. তিক্ততা
খ. নুড়ি
গ. অভিজ্ঞতা
ঘ. ধুলো

৩১. দুরন্ত হার্মাদ কীভাবে প্রচুর অভিজ্ঞতা কুড়িয়েছে?
ক. সমুদ্রপথে চলাচল করে
খ. বাড়ি বাড়ি ডাকাতি করে
গ. পদ্মায় নৌকা ভাসিয়ে
ঘ. বিদেশ ভ্রমণ করে

 

 

৩২. পদ্মা দেখে কারা কেঁপেছে?
ক. চোর-ডাকাত
খ. খুনি-দখলদার
গ. জলদস্যু-দুরন্ত হার্মাদ
ঘ. নাবিক-ক্যাপ্টেন

৩৩. ‘কেঁপেছে তোমাকে দেখে জলদস্যু– দুরন্ত হার্মাদ’ -এখানে পদ্মার কোন দিকটি মুখ্য হয়ে উঠেছে?
ক. কল্যাণময়ী
খ. ধ্বংসাত্মক রূপ
গ. প্রমত্ত রূপ
ঘ. শান্ত রূপ

৩৪. জলদস্যু পদ্মাকে দেখে কেন কেঁপেছে?
ক. আনন্দে
খ. ভয়ে
গ. শিহরণে
ঘ. ঘৃণায়

৩৫. ‘পদ্মা’ কবিতায় ‘ঢের সমুদ্রের স্বাদ’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. প্রচণ্ড লবণাক্ততা
খ. প্রচুর অভিজ্ঞতা সঞ্চয়
গ. সামুদ্রিক মাছের প্রাচুর্য
ঘ. সমুদ্রপথে দুর্ঘটনা

৩৬. ঢের সমুদ্রের স্বাদ কে পেয়েছে?
ক. কবি
খ. জলদস্যু
গ. পদ্মা
ঘ. নাবিক

৩৭. পদ্মার তরঙ্গভঙ্গে কার বর্ণ পাণ্ডুর হয়েছে?
ক. জলদস্যুর
খ. সংগ্রামী মানুষের
গ. কবির
ঘ. জওয়ানের

৩৮. জলদস্যুর বর্ণ পাণ্ডুর হয়েছে কী দেখে?
ক. পদ্মার রং
খ. পদ্মার তরঙ্গভঙ্গ
গ. পদ্মার ঘূর্ণি
ঘ. পদ্মার ভাঙন

৩৯. সন্ত্রাসীদের সশস্ত্র মহড়া দেখে ভয়ে রোমানের মুখ শুকিয়ে গেল। ‘পদ্মা’ কবিতার কোন চরণটি এই দৃশ্যকল্পের সাথে তুলনীয়?
ক. কেঁপেছে তোমাকে দেখে দলদস্যু-দুরন্ত হার্মাদ
খ. জীবন-মৃত্যুর দ্বন্দ্বে নিঃসংশয়, নির্ভীক জওয়ান
গ. তোমার তরঙ্গভঙ্গে বর্ণ তার হয়েছে পাণ্ডুর!
ঘ. বর্ষায় তোমার স্রোতে ভেসে গেছে সাজানো বাগান

৪০. পাহাড়ি পথে গাড়ি চালনার বহু অভিজ্ঞতা থাকলেও বান্দরবানের নিলগিরি পাহাড়ে ওঠার সময় পথের বাঁকগুলো কাজলের বুকে কাঁপন ধরিয়ে দিল। কাজল ‘পদ্মা’ কবিতায় বর্ণিত কোন চরিত্রের সাথে তুলনীয়?
ক. নিৰ্ভীক জওয়ান
খ. সংগ্রামী মানুষ
গ. দুরন্ত হার্মাদ
ঘ. নদী ভাঙনের শিকার মানুষ

৪১. পদ্মার দুই তীরে কারা লাঙল চালিয়েছে?
ক. জলদস্যুর
খ. সংগ্রামী মানুষ
গ. কবির
ঘ. জওয়ানের

 

 

৪২. পদ্মার দুই তীরে সংগ্রামী মানুষ কী চালিয়েছে?
ক. লাঙল
খ. হাতুড়ি
গ. কুড়াল
ঘ. শাবল

৪৩. কঠিন শ্রমের ফল হিসেবে সংগ্রামী মানুষ কী পেয়েছে?
ক. হতাশা
খ. দারিদ্র্য
গ. শস্য
ঘ. সমৃদ্ধি

৪৪. শস্যদানাকে ‘কঠিন শ্রমের ফল’ বলা হয়েছে কেন?
ক. পদ্মার প্রবল স্রোতের কারণে
খ. পদ্মার তীর অনুর্বর বলে
গ. শস্যদানা অত্যন্ত দুর্মূল্য হওয়ায়
ঘ. চাষাবাদ অত্যন্ত পরিশ্রমের বলে

৪৫. সংগ্রামী মানুষ কেমন শস্যদানা পেয়েছে?
ক. স্বল্প
খ. প্রচুর
গ. যথেষ্ট
ঘ. অপর্যাপ্ত

৪৬. পদ্মার চরে কারা ফসল ফলিয়েছে?
ক. সংগ্রামী নারী।
খ. নির্ভীক জওয়ান
গ. দুরন্ত হার্মাদ
ঘ. বৃদ্ধ কৃষক

৪৭. পদ্মার চরে নির্ভীক জওয়ান কেমন ফসল ফলিয়েছে?
ক. পর্যাপ্ত
খ. অপর্যাপ্ত
গ. সামান্য
ঘ. প্রচুর

৪৮. জীবন-মৃত্যুর দ্বন্দ্বে পদ্মাতীরের জওয়ানের মনোভাব কেমন?
ক. ভাবনাহীন
খ. হতাশাচ্ছন্ন
গ. নিঃসংশয়
ঘ. সংশয়গ্রস্ত

৪৯. নিৰ্ভীক জওয়ান কীসের দ্বন্দ্বে নিঃসংশয়?
ক. স্বপ্ন-দুঃস্বপ্ন
খ. জীবন-মৃত্যু
গ. সুখ-অসুখ
ঘ. অর্থ-অনর্থ

৫০. নিৰ্ভীক জওয়ান সবুজের সমারোহে কী পেয়েছে?
ক. পর্যাপ্ত ফসল
খ. জীবনের সম্বল
গ. অজস্র সম্ভার
ঘ. মুক্তির স্বর্ণদ্বার

Answer Sheet

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *