(PDF) কলিমদ্দি দফাদার : সৃজনশীল প্রশ্ন ও উত্তর

কলিমদ্দি দফাদার সৃজনশীল প্রশ্ন ও উত্তর | আবু জাফর শামসুদ্দীনের “কলিমদ্দি দফাদার” গল্পটি সংকলিত হয়েছে আবুল হাসনাত সম্পাদিত মুক্তিযুদ্ধবিষয়ক গল্প-সংকলন “মুক্তিযুদ্ধের গল্প’ থেকে৷ এই গল্পে বর্ণিত হয়েছে বাংলাদেশের গ্রামাঞ্চলে পাকিস্তানি হানাদার বাহিনীর নিষ্ঠুর বর্বরতার ছবি। পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র মুক্তিবাহিনীর বীরত্বপূর্ণ সংথামের প্রত্যক্ষ ছবি এই গল্পে বর্ণিত না হলেও তাদের দুর্বার প্রতিরোধমূলক তৎপরতার বিষয়টি স্পষ্টভাবে অনুভব করা যায়।

১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে গ্রাম এলাকার আনসার, চৌকিদার-দফাদাররাও যে কখনো প্রত্যক্ষ কখনো পরোক্ষ কৌশলে অত্যন্ত গোপনে পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে মুক্তিযোদ্ধাদের নানাভাবে সহায়তা করেছিল, সেই বাস্তবতাই শিল্প-সত্য হয়ে দেখা দিয়েছে “কলিমদ্দি দফাদার” গল্পে । গ্রামবাংলার একজন সাধারণ মানুষের দেশপ্রেম ও বুদ্ধিমত্তার পরিচয় গল্পটির একটি গুরুত্বপূর্ণ দিক।


কলিমদ্দি দফাদার সৃজনশীল প্রশ্ন ও উত্তর

সৃজনশীল প্রশ্ন ১ : বাংলার বর্ষা। ভিটেগুলো ছাড়া সমস্ত গ্রাম পানির নিচে। কালু মাঝি দেশপ্রীতিতে বিশ^স্ত। খানসেনাদের অপারেশনে নিয়ে যায় সে নৌাকা বেয়ে। নদীর ওপারে মক্তিবাহিনী আস্তানা গেড়েছে। সেটা গুঁড়িয়ে দিতে হবে। খানসেনারা প্রস্তুত। অপারেশন হবে আজ রাতেই। কালু মাঝির ডাক পড়ল। ভরা জোয়ারের নদী। মাঝ নদীতে নৌাকা। অস্ত্র আর খানসেনা বোঝাই নৌাকাটি হঠাৎ দুলে উঠে কাত হয়ে গেল। আর্তনাদ করে নদীতে পড়ে গেল খানসেনারা। সাঁতরে কুলে উঠল কালু মাঝি। ক্লান্ত মুখে তার বিজয়ীর হাসি।

ক. চরম দুর্দিনেও কলিমদ্দি দফাদার কেমন মানুষ?
খ. ‘‘দফাদার ভাই আপনেও?”- কথাটি দিয়ে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর।
গ. কালু মাঝি এবং কলিমদ্দি দফাদার এর পেশাগত পার্থক্য গল্পের আলোকে ব্যাখ্যা কর।
ঘ. ‘‘কালু মাঝি কলিমদ্দি দফাদার-এর প্রতিচ্ছবি”- ‘কলিমদ্দি দফাদার’ গল্প অবলম্বনে মন্তব্যটি বিশ্লেষণ কর।

 

 

(PDF) কলিমদ্দি দফাদার : সৃজনশীল প্রশ্ন ও উত্তর সৃজনশীল প্রশ্ন ২ : আলতাফ আহমেদ বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান সেনাবাদিনীতে সৈনিক হিসেবে যোগদান করেছিলেন। তার চাকরি জীবনে তিনি সর্বদা অফিসারের হুকুম মেনে চলেছেন। তবে একবার তিনি অফিসারের হুকুম মানেন নি; সেটা ১৯৭১ সালে। মক্তিযুদ্ধ চলাকালে তিনি পাকিস্তানি সেনাসদস্যদের ভুল তথ্র দিয়েছিলেন। যার ফলে মুক্তিবাহিনীর হাতে মারা পড়ে ২০ জন পশ্চিম পাকিস্তানি সেন।

ক. আবুজাফর শামসুদ্দীন কোন গ্রন্থ লিখে আলোচিত হন?
খ. ‘দফাদার ভাই আপনেও?’- গ্রামের লোক এ উক্তি দ্বারা কী বুঝিয়েছে?
গ. উদ্দীপকে আলতাফ আহমেদের আচরণ ও কলিমদ্দি দফাদারের আচরণের মধ্যে কী মিল দেখা যায় লিখ।
ঘ. ‘‘আলতাফ আহমেদের আচরণ ও কলিমদ্দি দফাদারের দেশপ্রেম একই ধারা হতে উৎসারিত।”-উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।

(PDF) কলিমদ্দি দফাদার : সৃজনশীল প্রশ্ন ও উত্তর – সৃজনশীল প্রশ্ন ৩ : আসগর আলী বেবীট্যাক্সি-ড্রইভার। মক্তিযুদ্ধের সময় সে ময়মনসিংহ জেলা-শহর থেকে ফুলবাড়িয়া থানা শহর পর্যন্ত গাড়ি চারাত। খানসেনারা তাকে এ অঞ্চলের রাস্তাঘাট চেনা-জানার কাজে ব্যবহার করত। প্যাণভয়ে পাকসেনারাদের সাথে থাকলেও আসগর আলী ভিতরে ভিতরে ছিল দেশপ্রেমিক। একদিন সুযোগ বুঝে তার প্রতিবেশী এক মুক্তিযোদ্ধাকে সে পাকসেনাদের গাড়ি আসার খবর ধিল। আসগরের গোপন তথ্যের ভিত্তিতে সেদিন লক্ষ্মীপুর স্থানে ‘অপারেশন’ করে জয়ী হয় মক্তিযোদ্ধারা।

ক. কোন্দা কী?
খ. গ্রামে কোন ‘খতরনাক’ ঘটনা ঘটেছিল?
গ. আসগর ড্রাইভারকে কীভাবে কলিমদ্দি দফাদারের সঙ্গে তুলনা করা যায়? ব্যাখ্যা কর।
ঘ. ‘‘মিল থাকলেও আসগর আলী পুরোপুরি কলিমদ্দি দফাদার নয়।”-মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন কর।

 

 

(PDF) কলিমদ্দি দফাদার : সৃজনশীল প্রশ্ন ও উত্তর – সৃজনশীল প্রশ্ন ৪ : স্বাধীন বাংলাদেশের নাগরিক হয়ে আজ আমরা গর্বিত, আনন্দিত। কিন্তু একাত্তরের সেই ভয়াবহ দিনগুলোর কথা কি কিছু জানি? একাত্তরে মুক্তিযুদ্ধের সময় পশ্চিম পাকিস্তানের বর্বর হানাদার বাহিনী এদেশের নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা করেছে। শিশু-বৃদ্ধ-নারী কাউকেই তারা রেহাই দেয়নি। মা-বোনদের উপর চালিয়েছে অমানবিক অত্যাচার, পাশবিক নির্যাতন। এদেশের মুক্তিযুদ্ধে পুরুষ মুক্তিযোদ্ধাদের পাশাপাশি নারী মুক্তিযোদ্ধারাও অবদান রেখেছেন।

ক. স্থানীয় লোকদের কাছে উঁচু টিলাগুলো কী নামে পরিচিত?
খ. ‘‘দফাদার ভাই আপনেও”? কথাটি দিয়ে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে ‘কলিমদ্দি দফাদার’ গল্পের কোন দিকটি ফুটে উঠেছে?
ঘ. উদ্দীপকে বর্ণিত মুক্তিযুদ্ধে নারীদের অবদানের বিষয়টি ‘কলিমদ্দি দফাদার’ গল্পে কতটুকু প্রতিফলিত হয়েছে? বিশ্লেষণ কর।

(PDF) কলিমদ্দি দফাদার : সৃজনশীল প্রশ্ন ও উত্তর – সৃজনশীল প্রশ্ন ৫ : ছফির উদ্দীন পেশায় একজন চৌকিদার। সপ্তাহে একদিন পেশাগত কারণে তাকে থানায় যেতে হয়, রিপোর্ট করতে হয়। কিন্তু তার অর্থনৈতিক অবস্থা মোটেই ভালো না। তাই বলে তাকে অসৎ কাজের মধ্যে দেখা যায় নি কোনোদিন। সে দায়িত্বের সঙ্গে সরকারি আদেশ-নিষেধ পালন করে। কোনোদিন তার দায়িত্বে ফাঁকি দেওয়ার নজির নেই। তাছাড়া ছফির উদ্দিন অত্যন্ত রসিক স্বভাবের মানুষ, গ্রামের আড্ডায় শিরোমণি হয়ে সে সবাইকে আনন্দ দিতে পারদর্শী। তাই এলাকার সকলের সঙ্গে রয়েছে তার সুসম্পর্ক। থানার দারোগা থেকে শুরু করে গ্রামের সাধারণ মানুষ পর্যন্ত সবার সঙ্গেই তার সদ্ভাব।

ক. ‘আগুইনা চিতা’ কী?
খ. মিলিটারি আগমনের পর কলিমদ্দি দফাদারের ওপর বোর্ড অফিস খোলার ভার পড়ে কেন?
গ. উদ্দীপকের ছফির উদ্দীনের সঙ্গে ‘কলিমদ্দি দফাদার’ গল্পের কার সাদৃশ্য রয়েছে?-নির্ণয় কর।
ঘ. উদ্দীপকের ছফির উদ্দীন ‘কলিমদ্দি দফাদার’ গল্পের কলিমদ্দির সকল বৈশিষ্ট্য ধারণ করে কি?- বিশ্লেষণ কর।

 

 

সৃজনশীল প্রশ্ন ৬ : পাঁচ বছর আগে তৈরি করা হয় জলডুবি গ্রামের সাঁকোটি। সাঁকোর অনেকাংশেই ভাঙা, পাকসেনাদের আসার খবর পেয়ে গ্রামবাসী কয়েকটি পিলার ভেঙে নিয়ে আসে। সেনাদের জিপগাড়ি সাঁকোতে উঠার সাথে সাথেই হুড়মুড় করে ভঙে পড়ে নদীতে। খড়¯্রােতা নদীর জলে হাবুডুবু খেতে খেতে মারা যায় ৬ জন সেনা। একজন কোনোরকমে তীরে উঠলে গ্রামবাসীরা তাকে পিটিয়ে মারে।

ক. ‘কলিমদ্দি দফাদার’ গল্পের উৎস কী?
খ. ‘সেই শুধু তার পুরনো সরকারি পোমাকে সকলের পরিচিত কলিমদ্দি দফাদার’-উক্তিটি ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে বর্ণিত পাকসেনাদের ব্যর্থতার সঙ্গে ‘কলিমদ্দি দফাদার’ গল্পের যে সাদৃশ্য বিদ্যমান তা ব্যাখ্যা কর।
ঘ. ‘‘উদ্দীপকে ‘কলিমদ্দি দফাদার’ গল্পের একটি বিশেষ দিক চিত্রিত হয়েছে মাত্র।”-যথার্থতা মূল্যায়ন কর।

সৃজনশীল প্রশ্ন ৭ : চারিদিকে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর অত্যাচার। নারী-পুরুষ-শিশু কেউ এদর নির্যাতন থেকে বাদ যায় নি। মেশিনগান, কামানের গোলায় শহরে বাস করা যাচ্ছিল না।…….আমি চিন্তায় পড়ে গেলাম। সবে ২১ বছরে পা দিয়েছি। ছোট বেলা থেকে স্বপ্ন দেখতাম দেশের জন্য কিছু করার। তাই দেশ-মাতৃকার ডাকে সাড়া দিতেই ঝাঁপিয়ে পড়লাম যুদ্ধে। (জনৈক মুক্তিযোদ্ধার স্মৃতিচারণ)

ক. যৌবনে কলিমদ্দি দফাদার কী খেলত?
খ. কলিমদ্দি দফাদারের পদযুগল নিপুণ অভিনেতার পদযুগলের মতো ঠকঠক কাঁপে।-কেন?
গ. উদ্দীপকে উল্লিখিত ‘বর্বর অত্যাচার’কে ‘কলিমদ্দি দফাদার’ গল্পের ‘খতরনাক ঘটনার’ সঙ্গে কীভাবে সম্পর্কিত করা যায়?-ব্যাখ্যা কর।
ঘ. ‘‘উদ্দীপকের মুক্তিযোদ্ধা ও ‘কলিমদ্দি দফাদারের’ যুদ্ধে অংশগ্রহন একই প্রেরণাজাত।”-উক্তিটি মূল্যায়ন কর।

 

 

(PDF) কলিমদ্দি দফাদার : সৃজনশীল প্রশ্ন ও উত্তর – সৃজনশীল প্রশ্ন ৮ : মুক্তিযুদ্ধ শুরু হলে পাকিস্তানি হানাদার বাহিনী ঘাটি বাধে গৌরনদী উপজেলা সদরে । রাজাকার আহাদ মোড়লের সহায়তায় তারা প্রায়ই গ্রামে হানা দেয়। গণহত্যা, বাড়ি-ঘর জ্বালিয়ে দেওয়া, নারী নির্যাতন, লুগ্ঠন ইত্যাদি হয়ে ওঠে নিত্যদিনের ঘটনা । বিষয়টি গভীরভাবে নাড়া দেয় কিশোর রাজুকে । সে সুযোগ খুঁজছিল প্রতিশোধ নেওয়ার । তাই সুযোগমতো একদিন সে মিশে যায় ওদের জন্য বাংকার খোঁড়ার দলে, অত্যন্ত গোপনে সেখানে পুতে রাখে একটি মাইন । সন্ধ্যায় পাকিস্তানি হানাদার বাহিনী নিরাপদ আশ্রয় হিসাবে বাংকারে ঢুকলে বিকট শব্দে সেটি বিস্ফোরিত হয়। দূর থেকে শোনা যায় ওদের আর্ত চিৎকার ।

ক. কলিমদ্দি দফাদার লাঠি খেলার এতিহ্যস্বরূপ কোনটি ধারণ করে আছেন?
খ. কলিমদ্দ দফাদারকে নিপুণ অভিনেতা বলা হয়েছে কেন?
গ. কিশোর রাজুর কার্যক্রমে “কলিমদ্দি দফাদার” গল্পের যে বিশেষ বৈশিষ্ট্য পরিস্ফুট হয়েছে তা ব্যাখ্যা কর।
ঘ. মুক্তিযুদ্ধে জনতার অংশগ্রহণের যে চিত্র শিল্প-সত্য রূপে ফুটে উঠেছে তা উদ্দীপক ও “কলিমদ্দি দফাদার” গল্পের আলোকে বিশ্লেষণ কর।

সৃজনশীল প্রশ্ন ৯ : আহত মুক্তিযোদ্ধা সৌরভ স্বাধীনতার পর স্থানীয় পোস্ট অফিসে মাস্টার রোলে পিওনের কাজ নেন। বেতন সামান্য তবুও নিজেকে তিনি অসামান্য সম্মানের অধিকারী ভেবে আনন্দ পান। অনেক কষ্টে তার দিন চলে। রাতে হঠাৎ হঠাৎ তার ঘুম ভেঙে যায়। মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা মনে পড়ে। মনে পড়ে, নিজের কানে শোনা ধর্ষিতা মায়ের আর্তচিৎকার। সারারাত তার আর ঘুম আসে না।

ক. হরিমতি সুমতিকে দেখে স্কুল ঘর থেকে কে পালিয়ে যায়?
খ. ‘‘দেয়ালে টাঙানো ব্লাকবোর্ডে খড়িমাটিতে কষা একটা অর্ধ-সমাপ্ত অঙ্ক ছাড়া আর কিছু চোখে পড়ে না।” এখানে অর্ধ-সমাপ্ত অঙ্কটির তাৎপর্য বুঝিয়ে দাও।
গ. উদ্দীপকের আহত মুক্তিযোদ্ধা সৌরভের রাতে ঘুম না আসার সাথে ‘কলিমদ্দি দফাদার’ গল্পের সাদৃশ্যপূর্ণ ঘটনাটি বর্ণনা কর।
ঘ. ‘‘উদ্দীপকের ছায়া কাহিনী কলিমদ্দি দফাদার গল্পে প্রতিফলিত হয়েছে।”- আলোচনা কর।

(PDF) কলিমদ্দি দফাদার : সৃজনশীল প্রশ্ন ও উত্তর – সৃজনশীল প্রশ্ন ১০ : হরিহর ষাটোর্ধ্ব বৃদ্ধ। কিন্তু শরীরের গাঁথনি বেশ নিখঁত। এখনও রোজ বিকেলে ফুটবল খেলে যুবকদের সাথে। হঠাৎ করেই দেশে পাকিস্তানি মিলিটারি এলো। দলে দলে মানুষ হত্যা করতে লাগল। হরিহরের গ্রামেও এলো পাকিস্তানিরা। তিনি সরাসরি হানাদার ক্যাম্পে গেলেন। নাম লেখালেন রাজাকারের খাতায়। গ্রামের লোকতো হতবাক। একদিন হরিহর ক্যাম্পে খবর দিল যে, তাদের গ্রামে ১৫ জন মুক্তিযোদ্ধা আত্মগোপন করেছে। প্রায় ৩০ জন পাকসেনাকে নিয়ে রওয়ানা হলেন গ্রামের শেষপ্রান্তে। আগেই অ্যামবুশ করা ছিল, পরিকল্পনা অনুযায়ী প্রায় ৫০ জন মুক্তিযোদ্ধা অতর্কিতে হামলা চালায় পাকবাহিনীর উপর। মুহূর্তেই নিশ্চিহ্ন হয়ে যায় হানাদারের দল।

ক. সাইজদ্দি কলিমদ্দি দফাদারের কী হয়?
খ. কলিমদ্দি দফাদারের বাড়িটি কেমন?
গ. উদ্দীপকের হরিহরের সাথে কলিমদ্দির সাদৃশ্য অংকন কর।
ঘ. ‘‘উদ্দীপকে ’কলিমদ্দি দফাদার’ গল্পের মূল বিষয়টি আংশিকভাবে ফুটে উঠেছে।”- মূল্যায়ন কর।

Answer Sheet

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *