রেইনকোট গল্পের বহুনির্বাচনী প্রশ্ন (PDF Download)

রেইনকোট গল্পের বহুনির্বাচনী প্রশ্ন Raincoat Story Multiple Choice Questions (PDF Download)

০১. আখতারুজ্জামান ইলিয়াস কোন তারিখে জন্মগ্রহণ করেন?
ক. ১৯৪৩ খ্রিষ্টাব্দের ১২ ফেব্রুয়ারি
খ. ১৯৫০ খ্রিষ্টাব্দের ১০ মে
গ. ১৯৫২ খ্রিষ্টাব্দের ১৭ মে
ঘ. ১৯৫৬ খ্রিষ্টাব্দের ১৪ এপ্রিল

০২. আখতারুজ্জামান ইলিয়াস কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
ক. মরিচা গ্রামে
খ. চুরুলিয়া গ্রামে
গ. গোটিয়া গ্রামে
ঘ. শংকরপাশা গ্রামে

০৩. আখতারুজ্জামান ইলিয়াস কোথায় জন্মগ্রহণ করেন?
ক. হাসপাতালে
খ. দাদার বাড়িতে
গ. অনাথ আশ্রমে
ঘ. মামার বাড়িতে

০৪. আখতারুজ্জামান ইলিয়াস মূলত কী ছিলেন?
ক. প্রাবন্ধিক
খ. কথাসাহিত্যিক
গ. সাংবাদিক
ঘ. ঔপন্যাসিক

 

 

০৫. আখতারুজ্জামান ইলিয়াস রচিত গ্রন্থ কোনটি?
ক. সভ্যতার সংকট
খ. সংস্কৃতি কথা
গ. সংস্কৃতির ভাঙা সেতু
ঘ. শিক্ষা ও মনুষ্যত্ব

০৬. আখতারুজ্জামান রচিত গল্পগ্রন্থের সংখ্যা কয়টি?
ক. ৩ টি
খ. ৫ টি
গ. ৭ টি
ঘ. ৯ টি

০৭. ‘দোজখের ওম’ আখতারুজ্জামান ইলিয়াসের কোন ধরনের রচনা? রেইনকোট গল্পের বহুনির্বাচনী প্রশ্ন (PDF Download)
ক. উপন্যাস
খ. প্রবন্ধ
গ. গল্পগ্রন্থ
ঘ. নাটক

০৮. ‘দুধেভাতে উৎপাত’ গল্পগ্রন্থের রচয়িতা কে?
ক. শওকত ওসমান
খ. আখতারুজ্জামান ইলিয়াসের
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. হাসান আজিজুল হক

 

 

০৯. নিচের কোনটি উপন্যাস?
ক. আমার অবিশ্বাস
খ. অন্য ঘরে অন্য স্বর
গ. খোয়াবনামা
ঘ. ছাড়পত্র

১০. নিচের কোনটি উপন্যাস?
ক. চিলেকোঠার সেপাই
খ. অন্য ঘরে অন্য স্বর
গ. খোঁয়ারি
ঘ. দোজখের ওম

১১. আখতারুজ্জামান ইলিয়াস কোন পুরস্কার লাভ করেন? রেইনকোট গল্পের বহুনির্বাচনী প্রশ্ন (PDF Download)
ক. নাসিরউদ্দীন স্বর্ণপদক
খ. একুশে পদক
গ. বাংলা একাডেমি
ঘ. মুক্তধারা পুরস্কার

১২. আখতারুজ্জামান ইলিয়াস কত সালে ‘বাংলা একাডেমি’ পুরস্কার লাভ করেন?
ক. ১৯৮৯ সালে
খ. ১৯৮২ সালে
গ. ১৯৭১ সালে
ঘ. ১৯৭৭ সালে

 

 

১৩. আখতারুজ্জামান ইলিয়াস কোন তারিখে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৭৭ সালের ৪ জানুয়ারি
খ. ১৯৯৬ সালের ১০ জানুয়ারি
গ. ১৯৯৭ সালের ৪ জানুয়ারি
ঘ. ২০০০ সালের ১১ অক্টোবার

১৪. ‘দোয়া মনে হলো ঠিকই কিন্তু মাথায় দিতে ভুলে গেল।’ শূন্যস্থানে উপযুক্ত কোন শব্দটি বসবে? রেইনকোট গল্পের বহুনির্বাচনী প্রশ্ন (PDF Download)
ক. মাথাল
খ. টুপিটা
গ. হেলমেট
ঘ. পরচুলা

১৫. পিওন ঘরে ঢুকলে নুরুল হুদার কী করতে ইচ্ছে করে?
ক. জড়িয়ে ধরে দু’গালে চড় মারতে
খ. জড়িয়ে ধরে কোলাকুলি করতে
গ. জড়িয়ে ধরে চুমু খেতে
ঘ. মিলিটারি ক্যাম্পে কাটিয়ে দিতে

১৬. প্রিন্সিপালের কোয়ার্টার কোন দিকে?
ক. কলেজের পুকুর পাড়ের উত্তর দিকে
খ. কলেজের বাগানের দক্ষিণ পাশে
গ. মাঠ পেরিয়ে একটু বাঁ দিকে
ঘ. কলেজের ক্লাবের দেয়াল ঘেঁষে দক্ষিণ দিকে

 

 

১৭. মিলিটারি কার কোয়ার্টারের সাথে থাকে?
ক. পিওনের বাসার সাথে
খ. প্রিন্সিপালের কোয়ার্টারের
গ. কলেজের তৃতীয় শ্রেণির কর্মচারী কোয়ার্টারের সাথে
ঘ. কলেজ হোস্টেল সুপারের কোয়ার্টারের সাথে

১৮. কলেজের জিমনেশিয়াম এখন কী হিসেবে ব্যবহৃত হচ্ছে?
ক. পিওনের বাসা
খ. প্রিন্সিপালের কোয়ার্টার
গ. মিলিটারি ক্যাম্প
ঘ. মুক্তিবাহিনীর ক্যাম্প

১৯. প্রিন্সিপালের বাড়ির গেটে বোমা ফেলা অর্থ কী? রেইনকোট গল্পের বহুনির্বাচনী প্রশ্ন (PDF Download)
ক. মুক্তিবাহিনীকে আটক করা
খ. মিলিটারি ক্যাম্প আটক করা
গ. মিলিটারিকে সাহায্য করা
ঘ. মিলিটারি ক্যাম্প অ্যাটাক করা

২০. ‘রেইনকোট’ গল্পে কলেজটা এখন কাদের দখলে আছে?
ক. শিক্ষকদের
খ. ছাত্রদের
গ. মিলিটারির
ঘ. মুক্তিবাহিনীর

২১. ইসহাক জিওগ্রাফির প্রফেসরের বাড়ির দিকে রওয়ানা হয় কিসে করে?
ক. সি. এন. জি.
খ. রিকশা
গ. বাস
ঘ. বেবি ট্যাক্সি

২২. ইসহাক এপ্রিল মাস থেকে কোন ভাষায় কথা বলে?
ক. আরবি
খ. হিন্দি
গ. বাংলা
ঘ. উর্দু

২৩. হাঁপানির টান আছে কার? রেইনকোট গল্পের বহুনির্বাচনী প্রশ্ন (PDF Download)
ক. আসমার
খ. নুরুল হুদার
গ. প্রিন্সিপালের
ঘ. আব্দুস সাত্তার মৃধার

২৪. প্রিন্সিপাল দিনরাত দোয়া-দরুদ পড়ে কার জন্য?
ক. মুক্তিবাহিনীর জন্য
খ. শিক্ষকদের জন্য
গ. পাকিস্তানের জন্য
ঘ. পরিবারের জন্য

 

 

২৫. প্রিন্সিপাল কবে স্কুল-কলেজ থেকে শহিদ মিনার হটানোর জন্য আবেদন জানায়?
ক. যুদ্ধের শুরুতে
খ. এপ্রিল মাসের মাঝামাঝি
গ. জুন মাসের শেষে
ঘ. মার্চ মাসের ২৫ তারিখে

২৬. পাকিস্তানি বাহিনী গ্রামেগঞ্জে গিয়েই প্রথমে কিসের দিকে কামান তাক করেছে?
ক. ধন-সম্পদের দিকে
খ. মুক্তিবাহিনীর দিকে
গ. শহিদ মিনারের দিকে
ঘ. মেয়েলোকের দিকে

রেইনকোট গল্পের বহুনির্বাচনী প্রশ্ন

২৭. নুরুল হুদাকে এক্সট্রা তটস্থ থাকতে হয় কেন?
ক. মিন্টুর জন্য
খ. আসমার জন্য
গ. পাকিস্তানি বাহিনীর জন্য
ঘ. প্রিন্সিপালের জন্য

২৮. মিন্টু মগবাজারের দুই কামরার ফ্ল্যাট থেকে চলে যায় কবে?
ক. ১ এপ্রিল
খ. ৩০ মার্চ
গ. ২৩ জুন
ঘ. ২১ ফেব্রুয়ারি

২৯. মিলিটারি আসার পর থেকে নুরুল হুদা কতবার বাড়ি বদল করে?
ক. তিনবার
খ. দুইবার
গ. একবারও নয়
ঘ. চারবার

৩০. “আমার ভাইটাকে আর ঢাকায় রাখলাম না।” উক্তিটি কার?
ক. আসমার
খ. নুরুল হুদা
গ. প্রিন্সিপালের
ঘ. নিচের তলার ভদ্রলোকের

৩১. পুবদিকের জানালা ধরে দাঁড়ালে কী চোখে পড়ে?
ক. মিলিটারির ক্যাম্প ও গাড়ি
খ. কলেজ ও প্রিন্সিপাল কোয়ার্টার
গ. বিল আর ধানক্ষেত
ঘ. মসজিদ ও রাস্তা

৩২. মিন্টু কোথায় আছে তা জানে কে?
ক. প্রিন্সিপাল
খ. পাকিস্তানি বাহিনী
গ. নুরুল হুদা ও তার বউ
ঘ. আব্দুস সাত্তার মৃধা

৩৩. নুরুল হুদার নিচের ফ্লাটে কে থাকে?
ক. ইলেকট্রিক ওয়ার্কশপের মালিক
খ. ওয়েলডিং ওয়ার্কশপের মালিক
গ. ইঞ্জিনিয়ার
ঘ. রাজাকার

৩৪. গোড়ালি পর্যন্ত ঢাকা পড়েছে কোন পোশাকে?
ক. বোরখা
খ. রেইনকোট
গ. পাঞ্জাবি
ঘ. মিলিটারির পোশাক

 

 

৩৫. “আব্বু ছোট মামা হয়েছে” কথাটির অর্থ কী?
ক. আব্বুকে জানানো হচ্ছে ছোট মামা সম্পর্কে
খ. আব্বুকে ছোট মামার মতো লাগছে
গ. আব্বু আর ছোট মামার একাত্মতা
ঘ. আব্বুর সাথে ছোট মামার বৈসাদৃশ্য

৩৬. মেয়ের ঘুম ভাঙা গলায় ভাঙা ভাঙা বুলি শুনে নুরুল হুদার অনুভূতি কেমন ছিল?
ক. খুব ভালো লাগছিল
খ. চমকে উঠেছিল
গ. স্বর্গীয় অনুভূতি জাগে
ঘ. শান্তির ছোঁয়া লাগে প্রাণে

৩৭. নুরুল হুদার ছেলের বয়স কত?
ক. আড়াই বছর
খ. চার বছর
গ. পাঁচ বছর
ঘ. সাড়ে পাঁচ বছর

৩৮. আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে- এই রায়টি কে দিয়েছিল?
ক. আড়াই বছরের
মেয়ে খ. আসমা
গ. মিন্টুর ছেলে
ঘ. পাঁচ বছরের ছেলে

৩৯. ড্রেসিং টেবিলের সামনে নিজের নতুন রূপ দেখে নুরুল হুদার মনের অবস্থা কেমন হয়?
ক. নতুন রূপে ভ্যাবাচেকা খায়
খ. চমকে ওঠে
গ. আনন্দিত হয়
ঘ. নিজেকে মিলিটারি মনে করে

৪০. ‘সাবভার্সিভ অ্যাকটিভিটিজের সঙ্গে তারা সামহাউ অর আদার ইন্ভলভ্ড” উক্তিটি কার?
ক. মেজরের
খ. মিলিটারির
গ. প্রিন্সিপালের
ঘ. ইসহাকের

৪১. নুরুল হুদা কোনগুলো থেকে শত হাত দূরে?
ক. মিসক্রিয়ান্টদের সহায়তা করা
খ. মিন্টুর সাথে যোগাযোগ রাখা
গ. সাবসার্ভিস অ্যাকটিভিটিজ
ঘ. কলেজের দেয়াল ঘেঁষে বোমা ফাটানো

৪২. ফিরে এসে দেশের ভিতরে মিন্টু কী করে?
ক. দেশে ত্রাণ বিতরণ করে
খ. মিলিটারিদের সাথে বৈঠক করে
গ. দমাদম মিলিটারি মারে
ঘ. বোনের সংসারে অশান্তি সৃষ্টি করে

৪৩. “তাতে আর দুলাভাইয়ের দোষটা কোথায়?” এখানে কার দুলাভাইয়ের কথা বলা হয়েছে?
ক. প্রিন্সিপ্যালের
খ. মিন্টুর
গ. ইসহাকের
ঘ. ওয়েলডিং ওয়ার্কশপের মালিকের

৪৪. ‘রেইনকোট’ গল্পে ব্যবহৃত দ্বিরুক্তি শব্দযুগল কোনটি?
ক. দমদম, টপটপ
খ. দমাদম, চুপচাপ
গ. দমাদম, টপাটপ
ঘ. দমাদম, হেঁ হেঁ

৪৫. ‘টু শব্দটি না করা’ বাগধারাটির অর্থ কী?
ক. চুপচাপ লুকিয়ে থাকা
খ. প্রচন্ড আঘাতের শব্দ
গ. কোনো প্রতিবাদ না করা
ঘ. নীরব থাকা

 

 

৪৬. প্রিন্সিপালের কোয়ার্টার কোথায়?
ক. মিলিটারির ক্যাম্পের দেওয়াল ঘেঁষে
খ. কলেজের দেয়াল ঘেঁষে
গ. ইসহাকের ঘরের দেয়াল ঘেঁষে
ঘ. মিসক্রিয়ান্টদের ঘাঁটির কাছে

৪৭. মিলিটারি ক্যাম্প কোথায়?
ক. কলেজের দেয়াল ঘেঁষে
খ. মিসক্রিয়ান্টদের ঘাঁটির অদূরে
গ. প্রিন্সিপালের কোয়ার্টারের পাশে
ঘ. ইসহাকের বাড়ির পাশে

৪৮. ছেলেরা কলেজে আসে না কেন?
ক. সব ক্লাস বন্ধ বলে
খ. কলেজে এলে মিলিটারি ধরে নিয়ে যাবে বলে
গ. প্রিন্সিপালের কোয়ার্টারের পাশে
ঘ. ইসহাকের বাড়ির পাশে

৪৯. ক্লাস বন্ধ থাকলেও মাষ্টারদের কলেজে আসতে হয় কেন?
ক. গোপন পরামর্শের জন্য
খ. হাজিরা দিতে হয় বলে
গ. প্রাইভেট পড়াতে
ঘ. মিলিটারিদের সাথে আঁতাত করতে

৫০. নুরুল হুদার কলিগরা কোথায় বসে ফিসফিস করে?
ক. প্রিন্সিপালের রুমে
খ. স্টাফ রুমে
গ. মিলিটারির সামনে
ঘ. ক্লাসরুমে

৫১. হিন্দুস্তান ও মিসক্রিয়ান্টদের অবশ্যম্ভাবী পতন সম্বন্ধে ভবিষ্যদ্বাণী শোনে কে?
ক. নুরুল হুদা
খ. প্রিন্সিপাল
গ. মিলিটারি
ঘ. মিন্টু

৫২. খ্যাসখ্যাসে গলায় হিন্দুস্তান ও মিসক্রিয়ান্টদের অবশ্যম্ভাবী পতনের ভবিষদ্বাণী কে করে?
ক. ইসহাক
খ. প্রিন্সিপাল
গ. মিলিটারি
ঘ. মিন্টু

৫৩. কোন ঘরে আজকাল সহজে কেউ ঘেঁষে না?
ক. ইসহাকের ঘরে
খ. মিলিটারির ঘরে
গ. ড. আফাজ আহমেদের ঘরে
ঘ. ওয়েলডিং ওয়ার্কশপের ঘরে

৫৪. ড. আফাজ আহমদের গলার স্বর কেমন?
ক. তোতলানো
খ. খ্যাসখ্যাসে
গ. সুরেলা
ঘ. মোটা

৫৫. কলেজের উর্দুর প্রফেসরের নাম কি?
ক. ড. আফাজ আহমদ
খ. ইসহাক
গ. আকবর আজিজ
ঘ. আকবর সাজিদ

৫৬. নুরুল হুদা বৃষ্টিতে রিকশার পরোয়া করে না কেন?
ক. রাস্তায় রিকশা নেই বলে
খ. রেইনকোট গায়ে আছে বলে
গ. বাসস্ট্যান্ড কাছে বলে
ঘ. রিকশা ভাড়া নেই বলে

৫৭. রেইনকোট পরে নুরুল হুদা কেমন করে হাঁটে?
ক. বীরদর্পে
খ. হনহন করে
গ. ধীরে ধীরে
ঘ. জনগণকে ভয় দেখিয়ে

রেইনকোট গল্পের mcq প্রশ্ন

৫৮. কোন ঋতুর শেষের বৃষ্টিতে নুরুল হুদার শীত শীত ভাব হয়?
ক. শরতের শেষে
খ. শেষ বর্ষায়
গ. শেষ হেমন্তে
ঘ. শীতের শেষে

৫৯. “কিন্তু ভেতরে কী সুন্দর ওম।” খালি ঘরে উপযুক্ত শব্দ কোনটি?
ক. মিলিটারির ঘরের
খ. শীতের পোশাকের
গ. রেইনকোটের
ঘ. বাসের

৬০. একটু বাচাল টাইপের কে?
ক. ইসহাক
খ. দোকানদার ছেলেটা
গ. উর্দুর সাজিদ
ঘ. আসমা

৬১. বাস থেকে নেমে যাওয়া দুজন যাত্রীকে নুরুল হুদার কাছে কী মনে হয়?
ক. মিসক্রিয়ান্ট
খ. ক্রিমিনাল
গ. চোর
ঘ. পকেটমার

৬২. নামার সময় ক্রিমিনাল দুজনের একজন কী করল?
ক. ইসহাককে ধাক্কা মেরেছিল
খ. নুরুল হুদার দিকে পেছন ফিরে তাকাল
গ. জানালা দিয়ে লাফ দিল
ঘ. ইসহাককে ছুরি দিয়ে আঘাত করল

৬৩. কোন বাসস্টপেজে ঝিরঝির বৃষ্টিতে দাঁড়িয়ে বেশ কয়েকজন মানুষ অপেক্ষা করছিল?
ক. আমতলী
খ. বিজয় সরণি
গ. আসাদ গেট
ঘ. কলেজ গেট

৬৪. বাসে যেতে যেতে কী দেখে নুরুল হুদার এক্সট্রা ভালো লাগে?
ক. দেশ-বিদেশের পতাকা
খ. পাকিস্তানের পতাকা
গ. ট্রান্সপারেন্ট আবরণ
ঘ. বাংলাদেশের পতাকা

৬৫. নুরুল হুদা সমস্ত ভালোলাগাটা চিড় খায় কখন?
ক. গাড়ি নষ্ট হয়ে গেলে
খ. হঠাৎ বাস ব্রেক কষলে
গ. মিলিটারির আগমনে
ঘ. গোলাগুলি শুরু হলে

৬৬. ডাউনের রাত কেটে ভোর হলে মিলিটারির গুলিতে ছাদ থেকে কে পড়ে যায়?
ক. প্রিন্সিপাল
খ. মসজিদের মুয়াজ্জিন সাহেব
গ. ইসহাকের শ্যালক
ঘ. ইমাম সাহেব

৬৭. “দ্বিতীয়বার আল্লাহর মহত্ত্ব ঘোষণা করার সুযোগ তার আর মেলেনি।” কার সম্পর্কে বলা হয়েছে?
ক. ইসহাকের
খ. মিন্টুর
গ. প্রিন্সিপালের
ঘ. মোয়াজ্জিনের

৬৮. মিলিটারি যাবতীয় গাড়ি থামিয়ে কী করছে?
ক. প্যাসেঞ্জারদের তল্লাশি করছে
খ. গাড়ি ভাঙচুর করছে
গ. জিপে করে প্যাসেঞ্জারদের বাড়ি পৌঁছে দিচ্ছে
ঘ. পকেটমারদের আটকাচ্ছে

৬৯. নুরুল হুদার চড়া বাসে কেমন মিলিটারি উঠল?
ক. বেঁটে, কালো
খ. ফরসা, খাটো
গ. লম্বা ও খুব ফরসা
ঘ. খুব লম্বা ও মোটা

৭০. “ছুঁচালো চোখের মণি কাঁটার মতো বিঁধে যায় তার মুখে” কার চোখের মণির কথা বলা হয়েছে?
ক. মিলিটারির
খ. ইসহাকের
গ. প্রিন্সিপালের
ঘ. মিন্টুর

৭১. “আগে বাড়ো” ড্রাইভারকে কে এই নির্দেশনা দেয়?
ক. ইসহাক
খ. মিলিটারি
গ. মিন্টু
ঘ. চোর ও পকেটমার

৭২. নুরুল হুদা বাস থেকে কোথায় নামে?
ক. আসাদ গেট
খ. নীলক্ষেত
গ. নিউমার্কেট
ঘ. ঢাকা কলেজের গেট

৭৩. প্রিন্সিপালের সিংহাসন মার্কা চেয়ারে কে বসে রয়েছে?
ক. প্রিন্সিপাল নিজে
খ. জাঁদরেল টাইপের এক মিলিটারি পান্ডা
গ. জনাব আকবর সাজিদ
ঘ. মিসক্রিয়ান্টদের নেতা

৭৪. জাঁদরেল মিলিটারি পান্ডাকে দেখে প্রিন্সিপালের কালো মুখটা কেমন হয়?
ক. লাল
খ. নীল
গ. বেগুনি
ঘ. ফ্যাকাশে

৭৫. “সেনাবহিনীকে নিয়ে মজা করে শায়েরি করা খুব বড় অপরাধ” মিলিটারি এ কথাটি কাকে বলে?
ক. প্রিন্সিপালকে
খ. আকবর সাজিদকে
গ. নুরুল হুদাকে
ঘ. আব্দুস সাত্তার মৃধাকে

৭৬. সাজিদ সাহেব যদি পালিয়ে না থাকে তাহলে তার কপালের লিখন কে জানে?
ক. আল্লাহ
খ. আল্লাহ আর মিলিটারি
গ. মিলিটারি
ঘ. ইসহাক

৭৭. কোন দুজনের চোখ বেঁধে দেওয়া হয়েছিল?
ক. প্রফেসর নুরুল হুদার ও প্রিন্সিপালের
খ. নুরুল হুদা ও আব্দুস সাত্তার মৃধার
গ. প্রিন্সিপাল ও আকবর সাজিদের
ঘ. প্রিন্সিপাল ও আবদুস সাত্তার মৃধার

৭৮. কিছুদিন আগে কলেজে মোট কতটি আলমারি কেন হয়েছে?
ক. পাঁচটি
খ. তিনটি
গ. দশটি
ঘ. বারোটি

৭৯. কলেজের জন্য কেনা আলমারিগুলো কোন গাড়ি করে নিয়ে আসা হয়?
ক. ট্রাক
খ. পিকআপ
গ. ঠেলাগাড়ি
ঘ. বাস

৮০. মিসক্রিয়ান্টরা কলেজে কী বেশে ঢুকেছিল?
ক. ফকিরের ছদ্মবেশে
খ. কুলির ছদ্মবেশে
গ. পাগলের ছদ্মবেশে
ঘ. দরবেশের ছদ্মবেশে

৮১. মিসক্রিয়ান্ট কুলি গ্যাঙের সক্রিয় সদস্য হিসেবে তারা কার নাম বলেছে?
ক. প্রিন্সিপাল ড. আফাজ আহমদের নাম
খ. নুরুল হুদার নাম
গ. মিন্টুর নাম
ঘ. আব্দুস সাত্তার মৃধার নাম

৮২. কেমিস্ট্রি ডিপার্টমেন্ট আলমারি সাজানোর সময় কোন ঋতু চলছিল?
ক. গ্রীষ্ম
খ. বর্ষা
গ. শরৎ
ঘ. হেমন্ত

৮৩. “বর্ষাকালই তো জুৎ” কথাটি কে বলে?
ক. একটি কুলি
খ. নুরুল হুদা
গ. স্টাফরুমের কলিগ
ঘ. মিন্টু

৮৪. “বাংলার বর্ষা তো শালারা জানে না। রাশিয়ায় ছিল জেনারেল উইনটার, আমাদের জেনারেল মনসুন।” কথাটি কে বলেছিল?
ক. এক কুলি
খ. স্টাফরুমের কলিগ
গ. ছদ্মবেশী ছেলে
ঘ. মিন্টু

৮৫. মিলিটারি নুরুল হুদাকে একই প্রশ্ন করে জবাব না পেয়ে কী করে?
ক. তাকে থাপ্পড় মারে
খ. তার মুখে ঘুষি মারে
গ. তাকে দুধ-পাউরুটি খাওয়ার
ঘ. তাকে চাবুক মারে

৮৬. মিসক্রিয়ান্টদের আস্তানা জানা আছে কিনা এ প্রসঙ্গে ফের জিজ্ঞেস করলে নুরুল হুদা কী উত্তর দেয়?
ক. জানি না
খ. না
গ. হ্যাঁ
ঘ. জ্বি হুজুর

৮৭. মিসক্রিয়ান্টদের ঠিকানা বলে দেওয়ার কথায় নুরুল হুদাকে মিলিটারিরা কী খাওয়ায়?
ক. দুধ-কলা
খ. পাউরুটি-দুধ
গ. দুধ-ভাতে
ঘ. দই-চিড়া

৮৮. নুরুল হুদার বেঁটেখাটো শরীরটাকে মিলিটারিরা কী করে?
ক. পিটিয়ে লম্বা করে
খ. গরম পানিতে ডোবায়
গ. ছাঁদে লাগানো আংটার সাথে ঝুলিয়ে দেয়
ঘ. ফাঁসি দেয়

৮৯. সপাৎ সপাৎ চাবুকের বাড়িকে নুরুল হুদার কেমন মনে হচ্ছে?
ক. যেন বৃষ্টি পড়ছে মিন্টুর রেইনকোটের উপর
খ. যেন টিনের চালে বৃষ্টির শব্দ
গ. নূপুরের নিক্বণ
ঘ. মিসক্রিয়ান্টদের মিছিল ও গোলাবারুদ

Answer Sheet

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *