বিদ্রোহী কবিতার mcq : মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ-তূর্য। এখানে- ‘তূর্য’ হলো— প্রাচীন রণবাদ্য বিশেষ। এখানে ‘বাঁকা বাঁশের বাঁশরী’ কবির প্রেম ও সাম্যবাদী মনোভাবের ইঙ্গিতবহ আর ‘রণ-তৃষ’ তাঁর বিদ্রোহী সত্তার। অর্থাৎ কবি এখানে একইসঙ্গে প্রেম ও দ্রোহের প্রতিমূর্তি।
বিদ্রোহী কবিতার mcq
১. ‘বিদ্রোহী’ কবিতায় কবি কার বুকের ক্রন্দন-শ্বাস?
ক. বঞ্চিতের
খ. পরশুরামের
গ. বিধবার
ঘ. ইস্রাফিলের
২. ‘একহাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ-তূর্য’— এখানে কবি কাজী নজরুল ইসলামের কোন সত্তাটি প্রকাশ পেয়েছে?
ক. প্রেম ও দ্রোহ
খ. বিদ্রোহী ও অত্যাচারিত
গ. বিদ্রোহী ও বংশীবাদক
ঘ. বিদ্রোহী ও বীরযোদ্ধা
• নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত এক অকুতোভয় নেতা ছিলেন। নানা জেল-জুলুম-অত্যাচার সহ্য করে তিনি জাতিকে স্বাধীনতা এনে দিতে সক্ষম হন।
৩. জাতির জনকের মধ্যে ‘বিদ্রোহী’ কবিতার কোন দিকটি প্রতিফলিত?
i. বিদ্রোহ
ii. স্বদেশ প্রেম
iii. নেতৃত্ব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪. প্রকাশিত দিক/দিকগুলি কোন পঙ্ক্তিতে পাওয়া যায়?
ক. আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্ণিশ
খ. আমি পথিক কবির গভীর রাগিণী, বেণু-বীণে গান গাওয়া
গ. আমি রুষে উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া
ঘ. আমি চির-বিদ্রোহী বীর— বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির-উন্নত শির
৫. কাজী নজরুল ইসলাম কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
ক. ১৮৬১
খ. ১৮৭৬
গ. ১৮৯৯
ঘ. ১৯০৯
৬. বাংলাদেশের জাতীয় কবি কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. জীবনানন্দ দাশ
ঘ. জসীমউদ্দীন
৭. কাজী নজরুল ইসলামের জন্মস্থান কোনটি?
ক. ভারতের হুগলি
খ. ভারতের আসাম
গ. ভারতের মুর্শিদাবাদ
ঘ. ভারতের পশ্চিমবঙ্গ
৮. কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে পিতাকে হারান?
ক. ছয় বছর
খ. আট বছর
গ. সাত বছর
ঘ. দশ বছর
৯. কবির পরিবার চরম দারিদ্র্যে পতিত হয় কেন?
ক. কবির পিতার মৃত্যু হওয়ায়
খ. কবির মাতার মৃত্যু হওয়ায়
গ. কবির জমিজমা না থাকায়
ঘ. কবি বেকার থাকায়
১০. কবি কখন নিম্ন প্রাইমারি পাশ করেন?
ক. ১৮৬১
খ. ১৩১৬
গ. ১৮৯৯
ঘ. ১২০৯
১১. কাজী নজরুল ইসলাম কোথায় শিক্ষকতা করেন?
ক. গ্রামের পাঠশালায়
খ. গ্রামের মক্তবে
গ. গ্রামের কলেজে
ঘ. গ্রামের স্কুলে
১২. বারো বছর বয়সে কবি কোথায় যোগ দেন?
ক. চাকরিতে
খ. লেটোর দলে
গ. রুটির দোকানে
ঘ. সেনাবাহিনীতে
১৩. লেটোর দলে যোগ দিয়ে নজরুল দলের জন্য কী রচনা করেন?
ক. নাটক
খ. কবিতা
গ. পালাগান
ঘ. উপন্যাস
১৪. কাজী নজরুল ইসলাম কোথায় যোগদানের মাধ্যমে সৃষ্টিশীল সত্তার অধিকারী হয়ে ওঠেন?
ক. গ্রামের মক্তবে
খ. লেটোর দলে
গ. সেনাবাহিনীতে
ঘ. সাহিত্য পত্রিকায়
১৫. নজরুল কোন যুদ্ধের সময় সেনাবাহিনীতে যোগ দেন?
ক. প্রথম বিশ্বযুদ্ধ
খ. দ্বিতীয় বিশ্বযুদ্ধ
গ. ভারত-পাকিস্তান যুদ্ধ
ঘ. মুক্তিযুদ্ধ
১৬. কাজী নজরুল ইসলাম কত সালে বাঙালি পল্টনে সৈনিক হিসেবে যোগদান করেন?
ক. ১৯১৭
খ. ১৯১৬
গ. ১৯৯৯
ঘ. ১৯০৯
১৭. কবি বাঙালি পল্টনে সৈনিক হিসেবে যোগদান করার পরে কোন পদে উন্নীত হন?
ক. নায়েক
খ. হাবিলদার
গ. ল্যান্সনায়েক
ঘ. লেফটেন্যান্ট
১৮. কত সালে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়?
ক. ১৯১৭
খ. ১৯১৬
গ. ১৯২০
ঘ. ১৯০৯
১৯. বাঙালি পল্টন ভেঙে গেলে নজরুল কোথায় আসেন?
ক. ঢাকায়
খ. ময়মনসিংহে
গ. কলকাতায়
ঘ. বীরভূমে
২০. কখন কাজী নজরুল ইসলামের কবিখ্যাতি ছড়িয়ে পড়ে?
ক. ‘বিদ্রোহী’ কবিতা লেখার পর
খ. ‘বিদ্রোহী’ কবিতা প্রকাশিত হওয়ার পর
গ. পত্রিকার সম্পাদক হওয়ার পর
ঘ. ‘অগ্নি-বীণা’ কাব্যগ্রন্থ লেখার পর
২১. ‘নবযুগ’ কী?
ক. নজরুল রচিত প্রবন্ধ গ্রন্থ
খ. নজরুল রচিত উপন্যাস গ্রন্থ
গ. নজরুল রচিত সম্পাদিত পত্রিকা
ঘ.নজরুল রচিত অনূদিত নাটক
২২. কোনটি নজরুল রচিত কাব্য?
ক. ব্যথার দান
খ. বিষের বাঁশি
গ. বাঁধনহারা
ঘ. রুদ্র-মঙ্গল
২৩. ‘সাম্যবাদী’ কোন ধরনের সাহিত্যকর্ম?
ক উপন্যাস
খ. নাটক
গ. ভ্রমণকাহিনি
ঘ. কাব্যগ্রন্থ
২৪. কাজী নজরুল ইসলামকে ‘পদ্মভূষণ’ উপাধিতে ভূষিত করে কে?
ক. ভারত সরকার
খ. বাংলাদেশ সরকার
গ. ব্রিটিশ সরকার
ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয়
২৫. কাজী নজরুল ইসলাম কত খ্রিষ্টাব্দে ‘পদ্মভূষণ’ উপাধিতে ভূষিত হন?
ক. ১৯৭০
খ. ১৯৬০
গ. ১৯২০
ঘ. ১৯৮০
বিদ্রোহী কবিতার বহুনির্বাচনী প্রশ্ন উত্তর
২৬. কাজী নজরুল ইসলাম নিচের কোন পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন?
ক. স্বাধীনতা পদক
খ. নোবেল পুরস্কার
গ. পুলিৎজার পুরস্কার
ঘ. জগত্তারিণী স্বর্ণপদক
২৭. কত সালে কাজী নজরুল ইসলামকে স্বাধীন বাংলাদেশের জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়?
ক. ১৯৭২
খ. ১৯৬২
গ. ১৯২২
ঘ. ১৯৮৩
২৮. কাজী নজরুল ইসলাম কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৭৬
খ. ১৯৬০
গ. ১৯২৬
ঘ. ১৯৮০
২৯. ‘বিদ্রোহী’ কবিতার প্রথম চরণ কোনটি?
ক. বল উন্নত মম শির
খ. বিদ্রোহী রণক্লান্ত
গ. আমি দুর্বার
ঘ. বল বীর
৩০. কবির শির দেখে কী নতশির হয়ে যায়?
ক. হিমালয় শিখর
খ. পৃথিবীর বৃক্ষরাজি
গ. পৃথিবীর মানুষ
ঘ. অত্যাচারী শাসককুল
৩১. ‘শির নেহারি’ আমারি, নতশির ওই শিখর হিমাদ্রির!’— এখানে মূলত কী প্রকাশ পেয়েছে?
ক. তীব্র আত্মবিশ্বাস
খ. চরম দুঃসাহস
গ. প্রবল অহংকার
ঘ. বিপুল প্রত্যাশা
৩২. কবি নিজেকে কীসের নটরাজ হিসেবে ঘোষণা করেছেন?
ক. নিখিল পৃথ্বীর
খ. বিশ্ব বিধাতৃর
গ. শিখর হিমাদ্রির
ঘ. মহা-প্রলয়ের
৩৩. কবি নিজেকে পৃথিবীর কী হিসেবে ঘোষণা করেছেন?
ক. অভিশাপ
খ. আশীর্বাদ
গ. শান্তির দূত
ঘ. দীর্ঘশ্বাস
৩৪. কবি সব ভেঙেচুরে চুরমার করেন কেন?
ক. নতুনের আবাহনে
খ. তিনি অশান্ত বলে
গ. ক্ষমতা প্রদর্শনের জন্য
ঘ. তিনি অভিশপ্ত হওয়ায়
৩৫. যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খলকে কবি কীভাবে অতিক্রম করেন?
ক. দলে যান
খ. ভেঙে যান
গ. পিষে যান
ঘ. মেনে নেন
৩৬. কবি কী মানেন না?
ক. বাধাবিপত্তি
খ. শাসন-বারণ
গ. ধর্মীয় রীতিনীতি
ঘ. কোনো আইন
৩৭. কবি নিজেকে কেমন ঝড় বলে উল্লেখ করেছেন?
ক. ভয়ংকর
খ. এলোকেশে
গ. বিধ্বংসী
ঘ. বিদ্রোহী
৩৮. কবি নিজেকে কার বিদ্রোহী-সুত বলে ঘোষণা করেছেন?
ক. বিশ্ব-বিধাতার
খ. ভারত-মাতার
গ. জন্মভূমির
ঘ স্বীয় ধর্মের
৩৯. ইন্দ্ৰাণী-সুত কে?
ক. দুর্বাসা
খ. ধূর্জটি
গ. জয়ন্ত
ঘ. শ্যাম
৪০. ইন্দ্রাণী-সুতের হাতে কী?
ক. চাঁদ
খ. সূর্য
গ. তারা
ঘ. গ্রহ
৪১. কবির এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী, অন্য হাতে কী?
ক. ইস্রাফিলের শিঙ্গা
খ. পরশুরামের কুঠার
গ. খড়গ-কৃপাণ
ঘ. রণ-তূর্য
৪২. ‘মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ-তূর্য’ -পঙ্ক্তিতে কী বোঝানো হয়েছে?
ক. ভালোবাসা ও ঘৃণার যুগপৎ অবস্থান
খ. প্রেম ও দ্রোহের যুগপৎ অবস্থান
গ. নতুন ও পুরাতনের যুগপৎ অবস্থান
ঘ. ভালো ও মন্দের যুগপৎ অবস্থান
৪৩. কবি নিজেকে বেদুইন বলেছেন কেন?
ক. বেদুইন পরিবারে জন্মের আকাঙ্ক্ষায়
খ. বেদুইনরা যাযাবর বলে
গ. নিজেকে বেদুইনদের মতো যোদ্ধা মনে করায়
ঘ. বেদুইনদের ভালোবাসতেন বলে
৪৪. কবি নিজেকে ছাড়া আর কাউকে কুর্নিশ করেন না কেন?
ক. অহংকারী বলে
খ. শক্তিশালী বলে
গ. বিদ্রোহী বলে
ঘ. আত্মমর্যাদাবোধসম্পন্ন বলে
৪৫. ‘বিদ্রোহী’ কবিতার কোন চরণে কবির কোমল হৃদয়ের পরিচয় মেলে?
ক. আমি ইন্দ্রাণী-সুত হাতে চাঁদ ভালে সূর্য
খ. আমি অবমানিতের মরম বেদনা
গ. আমি পরশুরামের কঠোর কুঠার
ঘ. আমি সেই দিন হব শান্ত
৪৬. কবি কাকে ছাড়া আর কাউকে কুর্নিশ করেন না?
ক. ঈশ্বরকে
খ. মাতা-পিতাকে
গ. মাতৃভূমিকে
ঘ. নিজেকে
৪৭. কবি নিজেকে কার ভমরু ত্রিশূল বলেছেন?
ক. পিণাক-পাণির
খ. ইস্রাফিলের
গ. ধর্মরাজের
ঘ. অফিয়াসের
৪৮. কবি নিজেকে কার দণ্ড বলে অভিহিত করেছেন?
ক. পিণাক-পাণির
খ. ইস্রাফিলের
গ. ধর্মরাজের
ঘ. অফিয়াসের
৪৯. ‘বিদ্রোহী’ কবিতায় কাকে ক্ষ্যাপা বলা হয়েছে?
ক. দুর্বাসাকে
খ. অফিয়াসকে
গ. শিবকে
ঘ. ইস্রাফিলকে
৫০. নজরুল নিজেকে কার শিষ্য বলেছেন?
ক. অফিয়াসের
খ. চেঙ্গিসের
গ. বিশ্বামিত্রের
ঘ. বলরামের