You are currently viewing চাকুরী থাকতে নতুন চাকুরীর জন্য ১০টি করণীয়
চাকুরী থাকতে নতুন চাকুরীর জন্য ১০টি করণীয়

চাকুরী থাকতে নতুন চাকুরীর জন্য ১০টি করণীয়

হঠাৎ করে রাগের মাথায় চাকুরি ছেড়ে দিবেন না কারন বেকার জীবন অনেক কষ্টের কিন্তু চাকুরি একবার হওয়ার পর আবার বেকার হওয়া এর থেকে বেশি কষ্টের এবং বেদনার।

 

নতুন চাকুরীর জন্য ১০টি করণীয়

  • আবেগের বসে চাকুরী ছাড়ার কথা বস বা অন্য কোন সহকর্মীকে কখনোই বলবেন না এতে হিতে বিপরীত হতে পারে।

 

  • নতুন কোন জবের জন্য ইন্টারভিউ দিতে গেলে বস বা সহকর্মীকে বলা থেকে বিরত থাকুন।

 

  • চাকুরী না ছাড়তে চাইলেও মাঝে মাঝে ইন্টারভিউতে দেয়ার জন্য যেতে পারেন, এতে করে মার্কেটের হালচাল বুঝতে পারবেন এবং নিজের কোথায় ডেভেলপমেন্ট দরকার তা বুঝবেন।

 

  • বর্তমান কর্মস্থল এ থাকতে না চাইলে জব খুঁজতে থাকুন এবং কাঙ্খিত জব পাওয়ার পরে ছেড়ে দিন, কিন্তু নতুন জব পাবার পূর্বে জব ছাড়বেন না।

 

  • নিজের ব্যাক্তিগত কথা বাসায় রেখে আসবেন, কাজের জায়গায় ওটা না আনাই ভাল।

 

  • সময়ের কাজ সময়ে করবেন, মনে রাখবেন কাজ বা ফাইল নিজের কাছে রাখলেই আপনি অনেক দামী লোক হয়ে যাবেন না, আপনার দক্ষতা কাজেই প্রকাশ পাবে তার জন্য ঢাকঢোল পেটানোর দরকার নেই।

 

  • মনে রাখবেন, কম আথবা বেশি- পলিটিক্স সব জায়গাতেই আছে, তাই নিজেও কিছুটা রপ্ত করে নিন, প্রয়জনে পজেটিভলি ব্যবহার করুন (ইনটেনশন যেন ভাল থাকে, খারাপ কিছু করা থেকে বিরত থাকুন)।

 

  • প্যাচের লোক সব জায়গাতেই আছে এমনকি আপনার পরিবারেও দুই-এক জন আছে তাই মানিয়ে চলতে শিখুন।

 

  • যত ছোট বা বড় পজিশনে চাকুরী করেন না কেন কাজ এবং মানুষ দুটোকেই শ্রদ্ধা করতে শিখুন, ভালবাসতে শিখুন, ফল একদিন পাবেন।

 

  • নতুন কোথাও ভাল জব পাবার জন্য বর্তমান অফিস বা বসের বদনাম করবেন না। এতে ভালোর চেয়ে খারাপ ফলের সম্ভনাই বেশি।

 

সর্বপরি কাজ ও কাজের জায়গাকে ভালবাসুন এবং একজন দায়িত্ববান কর্মী হয়ে উঠুন।

 

 

nusugges

The Digital Learning Platform

Leave a Reply