জাতীয় বিশ্ববিদ্যালয়
ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা-২০১৮
(অনুষ্ঠিত-০২/০৭/২০১৯)
বিষয় : বাংলা জাতীয় ভাষা (আবশ্যিক)
বিষয় কোড : ১৩১০০১
সময়-৩ ঘণ্টা-৩০ মিনিট; পূর্ণমান-৮০
দ্রষ্টব্য: একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।
বাংলা জাতীয় ভাষা আবশ্যিক সাজশেন পেতে এখানে ক্লিক করুন।
ক-বিভাগ
১। নিচের যে-কোনাে দশটি প্রশ্নের উত্তর দাও :১x১০ = ১০
(ক) চৈতী হাওয়া কবিতায় কবি কার খোঁপায় ফুল গুঁজে দিতেন?
(খ) বনলতা সেন’ কবিতায় শ্রাবস্তীর পরিচয় কী?
(গ) ডাহুক কবিতায় ডাহুকের ডাককে কবি কিসের সাথে তুলনা করেছেন?
(ঘ) বার বার ফিরে আসে’ কবিতাটি শামসুর রাহমানের কোন . কাব্যগ্রন্থের অন্তর্গত?
(ঙ) সভ্যতার সংকট প্রবন্ধে রবীন্দ্রনাথ প্রশংসার বিষয় নয় বলে কোন বিষয়কে বুঝিয়েছেন?
(চ) যৌবনে দাও রাজটিকা প্রবন্ধ অবলম্বনে কোন জীবনে ফাল্গুন চিরকাল বিরাজ করে?
(ছ) ” বাংলার জাগরণ’ প্রবন্ধে রাজা রামমােহন রায়কে কিসের সাথে তুলনা করা হয়েছে?
(জ) সংস্কৃতি-কথা’ প্রবন্ধে কারা নারী ও সংস্কৃতিকে পর ভাবে?
(ঝ) পুই মাচা হােটগল্পে ক্ষেতির মায়ের নাম কী?
(ঞ) প্রাগৈতিহাসিক’ গল্পের নায়ক কে?
(ট) পথ জানা নাই’ হােটগল্পে বর্ণিত গ্রামের নাম কী?
(ঠ) আত্মজা ও একটি করবী গাছ’ গল্পের গল্পকারের নাম কী?
খ-বিভাগ
যে-কোনাে পাঁচটি প্রশ্নের উত্তর দাও] ৪ X ৫ = ২০
২। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ঐকতান’ কবিতার মূলভাব লিখ।
উত্তরঃ আমাদের ফেসবুক গ্রুপে দেখুন।
৩। শামসুর রাহমানের বার বার ফিরে আসে’ কবিতাটির প্রেক্ষাপট বর্ণনা কর। ।
উত্তরঃ আমাদের ফেসবুক গ্রুপে দেখুন।
৪। ‘যৌবনে দাও রাজটিকা’ প্রবন্ধে প্রথম চৌধুরী প্রকৃত যৌবন বলতে কী বুঝয়েছেন?
উত্তরঃ আমাদের ফেসবুক গ্রুপে দেখুন।
৫। “আমি সামান্য সৈনিক, যতটুকু ক্ষমতা ছিল তা দিয়ে তাঁর আদেশ পালন
করেছি।”-ব্যাখ্যা কর।
উত্তরঃ আমাদের ফেসবুক গ্রুপে দেখুন।
৬। “তােমার নিতান্ত মূর্খ, এই ভণ্ডের চালাকি বুঝিতে পারিতেছ | না?”-বিষয়টি বিশ্লেষণ কর।
উত্তরঃ আমাদের ফেসবুক গ্রুপে দেখুন।
৭। “পৃথিবীর আলাে আজ পর্যন্ত তাহার নাগাল পায় নাই, . কোনােদিন পাইবেও না।”-উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ কর।
উত্তরঃ আমাদের ফেসবুক গ্রুপে দেখুন।
৮। ণত্ব বিধানের যে কোনাে চারটি নিয়ম লিখ।
উত্তরঃ আমাদের ফেসবুক গ্রুপে দেখুন।
৯। বাংলায় অনুবাদ কর :
Honesty is the best policy. An honest man is. respected by all. Everyone trusts him. None can prosper in life if he is not honest. An honest shopkeeper is liked very much by his customers. All go to his shop and buy things from him. His credit grows and his business flourishes.
উত্তরঃ সততা সর্বোত্তম নীতি। একজন সৎ ব্যক্তি. সবার কাছে সম্মানিত। সবাই তাকে বিশ্বাস করে। সৎ না হলে কেউ তার জীবনে উন্নতি করতে পারে না। একজন সৎ দোকানদারকে তার গ্রাহকরা খুব পছন্দ করেন। সবাই তার দোকানে যায় এবং তার কাছ থেকে জিনিস কিনে নেয়। তার সন্মান বাড়ে এবং তার ব্যবসার উন্নতি হয়।
গ-বিভাগ
(যে-কোনাে পাঁচটি প্রশ্নের উত্তর দাও] ১০X৫ = ৫০
১০। চৈতী হাওয়া’ কবিতা অবলম্বনে কাজী নজরুল ইসলামের কবি মানসের পরিচয় দাও।
উত্তরঃ আমাদের ফেসবুক গ্রুপে দেখুন।
১১। সনেট কী? সনেট হিসেবে ‘সােনালী কাবিন : ৫ কবিতার সার্থকতা মূল্যায়ন কর।
উত্তরঃ আমাদের ফেসবুক গ্রুপে দেখুন।
১২। কাজী আবদুল ওদুদের বাংলার জাগরণ’ প্রবন্ধের মূল | বক্তব্য বিশ্লেষণ কর। ১৩। তৈল’ প্রবন্ধ অনুসারে এর অসামান্য মহিমা বর্ণনা কর।
উত্তরঃ আমাদের ফেসবুক গ্রুপে দেখুন।
১৪। পথ জানা নাই’ ছােটগল্পে শামসুদ্দীন আবুল কালাম নগর সভ্যতার যে নগ্ন চিত্র তুলে ধরেছেন- তা বর্ণনা কর।
উত্তরঃ আমাদের ফেসবুক গ্রুপে দেখুন।
১৫। আত্মজা ও একটি করবী গাছ’ গল্পটি র জীবনের মর্মান্তিক পরিণতি-আলােচনা কর।
উত্তরঃ আমাদের ফেসবুক গ্রুপে দেখুন।
১৬। চলিত ভাষার বৈশিষ্ট্যসমূহ আলােচনা কর।
উত্তরঃ আমাদের ফেসবুক গ্রুপে দেখুন।
১৭। তােমার বােনের বিয়েতে বন্ধুকে নিমন্ত্রণ জানিয়ে একটি : পত্র লিখ।
উত্তরঃ আমাদের ফেসবুক গ্রুপে দেখুন।