হ্যালো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাকে আমার পক্ষ থেকে জানাই ব্রেকিংটাস্ক এ আন্তরিক স্বাগতম। আজকের আর্টিকেল এ আমি আপনাদের সাথে বাংলালিংক সিমের কিছু প্রয়োজনীয় কোড সমূহ নিয়ে আলোচনা করবো। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। banglalink number check
BL Sim Some USSD Code
Banglalink number check আপনারা সকলেই জানেন বাংলালিংক বর্তমানে বাংলাদেশের সব থেকে ফাস্ট সিম নেটওয়ার্ক। বর্তমানে বাংলালিংক সিমের ইউজার সংখ্যা হলো প্রায় ৩ কোটি ৬৩ লক্ষ ৩০ হাজার জন [ জানুয়ারি ১, ২০২১] এবং নতুন তথ্য অনুযায়ী এই বছর অর্থাৎ ২০২১ সালের মে মাসে বাংলালিংক সিমের ইউজার সংখ্যা বেড়েছে প্রায় ৪০ হাজার জন। [তথ্যঃ উইকিপিডিয়া ও বাংলালিংক লিমিটেড] banglalink number check banglalink number check
তো আপনিও যদি একজন বাংলালিংক ইউজার হন তাহলে আপনার এই আর্টিকেল টি দেখা উচিত। কারণ এই আর্টিকেল এ আমি আপনাদের সাথে বাংলালিংক সিমের কিছু প্রয়োজনীয় কোড নিয়ে আলোচনা করবো৷ যা আপনাদের প্রতিদিনের কাজে লাগবে। banglalink number check banglalink number check
Banglalink Own Number Check Code
যারা নতুন বাংলালিংক সিম ইউজার তারা অনেকেই জানেন না যে নিজের সিম নাম্বার টি দেখার কোড কি। অনেকে হয়তো এই সমস্যা টি নিয়ে বিপদে পড়েছেন। তো আপনাদের এই সমস্যার কথা চিন্তা করেই আমার আর্টিকেল এর প্রয়োজনীয় কোডের লিস্টে এই কোড টি সবার উপরে রাখা। তো বাংলালিংক সিমের নিজের নাম্বার চেক করার জন্য আপনার নিজের ফোনের ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করতে হবেঃ *511# এর পর আপনাদের সামনে ভেসে উঠবে আপনার নিজস্ব বাংলালিংক সিমের নাম্বার। banglalink number check
Banglalink Balance Check Code
Banglalink balance check বাংলালিংক সিম ইউজার রা অনেক সময় একটি সমস্যায় পড়ে সেটি হলো ব্যালান্স চেক করা। অন্যান্য সিমে যেমনঃ রবি, গ্রামিণ, এয়ারটেল এ যথাক্রমে *২#, *৫৬৬# ও *২# ডায়াল করার মাধ্যমে খুব সহজের নিজের ফোনের ব্যালান্স দেখা যায়। বাংলালিংক সিমেও কিন্তু সেই কোড টি খুব ছোট এবং সহজ। কিন্তু যারা নতুন ইউজার তাদের এই কোড টি অএতে সমস্যা হয়। তো যাদের এই সমস্যা টি হয় তারা আমার দেওয়া কোড টি নিজের ফোনের কন্ট্রাকে সেভ করে রাখবেন, যাতে পরবর্তীতে ভুলে না যান। তো বাংলালিংক সিমে ব্যালান্স চেক করার কোড হলোঃ *১২৪# এই কোড টি ডায়ালের মাধ্যমে খুব সহজেই নিজের বাংলালিংক সিমের ব্যালান্স চেক করতে পারবেন। banglalink number check
Banglalink Interner (MB) Balance Check
অন্যান্য সিমের মতো এই সিমেও এম্বি বা ইন্টারনেট ব্যালান্স চেক করা খুব ই সহজ। আমার দেওয়া কোড টি ডায়াল করে খুব সহজেই ইন্টারনেট ব্যালান্স চেক করতে পারবেন। এবং এই কোড টি খুবই সহজ। তাও আপনারা চাইলে এই কোড টি ফোনে সেভ করে রাখতে পারেন। বাংলালিংক সিমের ইন্টারনেট বা এমবি চেক করার কোড হলোঃ *১২১*১০০#
Banglalink Postpaid Sim Balance Check
আপনারা তো সকলেই জানেন সিম দুই ধরণের হয় প্রিপেইড ও পোস্টপেইড। অনেকেই জানেন না যে প্রিপেইড ও পোস্টপেইড সিমের পার্থক্য কি? তো চলুন প্রথমেই জেনে নেই এই দুই সিমের পার্থক্য!
প্রিপেইডঃ প্রি মানেই হলো পূর্বে। আর পেইড মানে প্রদান করা। আর প্রিপেইড এর মানে হলো আগে প্রদান করা। আপনি যদি প্রিপেইড সিম ব্যবহার করেন তাহলে আপনি ইন্টারনেট বা কলে কথা বলেন তাহলে আগে থেকে আপনাকে টাকা বা এম্বি কিনে তার পর এগুলো ব্যবহার করতে পারবেন।
পোস্টপেইডঃ এই পোস্টপেইড মানে হলো আপনি আগে ইন্টারনেট ব্যবহার বা কলে কথা বলতে পারবেন একটি নির্দিষ্ট সীমা বা রেঞ্জ অনুযায়ী। তারপর কতটুকু ব্যবহার করলেন তা রিচার্জ এর মাধ্যমে তুলতে পারবেন।
তো চলুন এবার দেখে নেই পোস্টপেইড সিমের ব্যালান্স চেক কোড। তো এই কোড টি হলোঃ *৫০০০*৫০০#
Banglalink Minutes Check Code
বাংলালিংক সিমে মিনিট চেক করার নিয়ম ও কোড খুবই সহজ। বাংলালিংক সিমে আপনি *১২৪*২# ডায়াল করে দেখতে পারবেন আপনার সিমে কতটুকু মিনিট বাকি আছে।
তো বন্ধুরা আশা করি আপনাদের পোস্ট টি ভালো লেগেছে। তো এরকম নতুন নতুন টিপস পেতে ভিজিট করতে থাকুন