National University

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ১ম পর্ব পরীক্ষার আবেদন ফরম পূরণ 2023 NU LLB 1st Part Exam Form Fill Up Circular

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের এলএলবি ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি NU LLB 1st Part Exam Form Fill Up Circular । জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্ব পরীক্ষা ফরম পূরণ নোটিশ 2023। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ সালের এলএলবি প্রথম পর্ব পরীক্ষার ফরম ফিলাপ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এলএলবি পাঠদানকারী কলেজ ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২২ সালের এলএলবি ১ম বর্ষ পরীক্ষার ফরম ফিলাপ ৪ অক্টোবর থেকে শুরু হয়েছে। পরীক্ষার বিস্তারিত সময়সূচী পরবর্তীতে প্রকাশ করা হবে। উক্ত পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের আবেদন ফরম, বিবরণী ফরম, ফি জমাদানের তারিখ, নিয়ম ও শর্তাবলী নিম্নরূপঃ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ১ম পর্ব পরীক্ষার ফরম ফিলাপের সময়সীমা 

• আবেদন ও বিবরণী ফরম পূরনের সময়ঃ ০৪/১০/২০২৩ থেকে ১৭/১২/২০২৩

• সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার তারিখঃ ২০/১২/২০২৩

• বিবরণী ফরম, সোনালী সেবার টাকা জমার রশিদ বিশ্ববিদ্যালয়ে জমাদানের শেষ তারিখঃ ২/১২/২০২৩

এল.এল.বি ১ম পর্ব পরীক্ষার আবেদন ফরম সংগ্রহ (শিক্ষার্থী/কলেজের জন্য):

এলএলবি ১ম বর্ষ পরীক্ষার আবেদন ফরম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.nu.ac.bd থেকে ডাউনলোড করতে হবে। পরীক্ষার্থী নিজে অথবা কলেজ কর্তৃপক্ষ প্রিন্টকৃত কপি ফটোকপি করে নিতে পারবেন।

এলএলবি ১ম পর্ব পরীক্ষা পদ্ধতি ও পাঠ্যসূচিঃ

• জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রণীত এল এল বি ১ম বর্ষ পরীক্ষার পাঠ্যসূচী ও সংশোধিত রেগুলেশন অনুযায়ী ২০২২ সালের এল এল বি ১ম বর্ষ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০১৯-২০, ২০২০-২১, ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

• ২০২২ সালের এলএলবি ১ম বর্ষ পরীক্ষায় যে সকল পরীক্ষার্থী সকল পত্রে অংশগ্রহণ করে অকৃতকার্য হয়েছে, তারা এক বা একাধিক বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে (রেজিঃ কার্ডের মেয়াদ থাকা সাপেক্ষে)। এক্ষেত্রে যে সকল পত্রে ৪৫% এর কম নম্বর পেয়েছে শুধুমাত্র সেই সকল পরে পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ পাবে। এই জাতীয় পরীক্ষার্থীদের ক্ষেত্রে পূর্ববর্তী বছরের প্রাপ্ত নম্বরের সাথে ২০২২ সালের অংশগ্রহণকৃত বিষয়ের বিষয় সমূহের নম্বর সমন্বয় করে ফলাফল প্রকাশ করা হবে।

• যে সকল পরীক্ষার্থী ২০২২ সালের এল এল বি ১ম বর্ষ পরীক্ষায় মান-উন্মায়ন পরীক্ষার্থী হিসেবে এক বা একাধিক বিষয়ে অংশগ্রহণ করে অকৃতকার্য হয়েছে তারা ২০২২ সালের এল এল বি ১ম বর্ষ পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অংশগ্রহণ করতে পারবে না। তবে যাদের রেজি: কার্ডের মেয়াদ আছে তারা সকল বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

• যে সকল পরীক্ষার্থী ২০২২ সালের এলএলবি ১ম বর্ষ পরীক্ষায় সকলপত্রে অংশগ্রহণ করে ৪৫% এর কম নম্বর পেয়ে ৩য় শ্রেণীতে পাস করেছে, অথবা কোন এক পত্রে অনুপস্থিত থেকে অকৃকার্য হয়েছে তারা রেজিঃ মেয়াদ থাকা সাপেক্ষে ৪৫% নম্বর কম পাওয়াপত্রে মান-উন্নয়ন অথবা অনুপস্থিত পত্রে পরীক্ষা দিতে পারবে।

আবেদন ফরম ও বিবরণী ফরম পূরণের নিয়মাবলী (পরীক্ষার্থীদের জন্য):

• পরীক্ষার্থীরা আবেদন ফরম (পরীক্ষার্থীর অংশ) আহছে পূরণ করে নির্ধারিত ফিস সংশ্লিষ্ট কলেজে জমা দিবে আবেদন পরের সাথে রেজিষ্ট্রেশন কার্ডের সত্যায়িত ফটোকপি এবং ইতিপূর্বে অংশগ্রহনকারী পরীক্ষার্থীদের প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি ও সরকারী চাকরীজিবীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তর বিভাগের পরীক্ষায় অংশগ্রহণের অনুমতিপত্র সংযুক্ত করতে হবে।

• আবেদন ফরমের নির্দিষ্ট স্থানে সঠিকভাবে পরীক্ষা কোড লিখতে হবে।

• আবেদন ফরাম পূরণে ভুণের কারণে পরীক্ষার্থীর প্রবেশপর ভুল হলে নির্ধারিত ফি জমাদান সাপেক্ষে পরীক্ষার পূর্বেই প্রবেশপর সংশোধন করে নিতে হবে। এক্ষেত্রে মূল প্রবেশপত্রের সাথে বিবরণীর ফটোকপি জমা দিতে হবে।

• প্রত্যেক পরীক্ষার্থীকে সম্প্ৰতি তোলা ১ (এক) কপি পাসপোর্ট আকারের ছবি (কলেজের অধ্যক্ষ কর্তৃক সত্যায়িত) আবেদন ফরমের নির্ধারিত স্থানে আইকা আঠা দিয়ে সংযুক্ত করতে হবে।

• অসম্পূর্ণ আবেদন ফরম কোন প্রকার যোগাযোগ ছাড়াই বাতিল করা হবে। ২০২২ সালের এলএলবি প্রথম পর্ব পরীক্ষার ফরম পূরণের সময় বর্ধিতকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ১ম বর্ষ পরীক্ষার আবেদন ফরম পূরণ বিজ্ঞপ্তি ২০২৩

 

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ১ম বর্ষ পরীক্ষার আবেদন ফরম পূরণ বিজ্ঞপ্তি ২০২৩

 

 

 

 

 

আবেদন ফরম ও বিবরণী ফরম পূরণের নিয়মাবলী (কলেজের জন্য):

• যে সকল পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তাদের ডাটা সরবরাহকৃত সফটওয়ারে রক্ষিত আছে।

• আবেদন ফরাম সঠিকভাবে পূরণ করেছে কি-না তা যাচাই করে অধ্যক্ষ স্বাক্ষর করবেন।

• আবেদন পত্রের সাথে রেজিষ্ট্রেশন কার্ডের ফটোকপি এবং মানোন্নয়ন পরীক্ষার্থীদের ক্ষেত্রে প্রবেশপত্রের ফটোকপিসহ প্ৰয়োজনীয় কাগজপত্র নির্ধারিত তারিখের মধ্যে কলেজ সংরক্ষণ করবে। এটি বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে না। যদি কোন পরীক্ষার্থীর আবেদনফরাম বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন হয় (আবেদন ফরম পূরণের পর থেকে পরীক্ষার ফল প্রকাশের পর এক বছর পর্যন্ত তবে তা সরবরাহ করতে হবে।

বিবরণী ফরম/পরীক্ষার্থীর ডাটা এন্ট্রির নিয়মাবলী (কলেজের জন্য)

• নিয়মিত অনিয়মিত মান উন্নয়ন পরীক্ষার্থীদের বিবরণী ফরম আলাদা ভাবে তৈরি করার প্রয়োজন নেই।

• এন্ট্রির জন্য Data Entry user manual বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এ দেওয়া আছে। Data Entry করার সময় এর নিয়মাবলী অনুসরন করা যেতে পারে।

• কলেজগুলোকে software এর Password টি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শাখা হতে সংগ্রহ করতে হবে ।

• আবেদন ফরমের পরীক্ষার্থীর অংশ থেকে পরীক্ষার্থীর বর্তমান কলেজ কোড, রেজিষ্ট্রেশন নম্বর ও বিষয় কোড নির্ধারিত ওয়েবসাইট এর মাধ্যমে এন্ট্রি করতে হবে।

• মান উন্নয়ন পরীক্ষার্থীদের ক্ষেত্রে যে পর/পত্ৰসমূহ মানোন্নয়ন পরীক্ষা দিতে ইয়ুক সে ভলির বিষয় কোড এন্ট্রি করতে হবে।

• বিষয় ওয়ারী বিবরণী ফরম এরি করার পর এ প্রিন্ট কপির নির্ধারিত স্থানে পরীক্ষার্থীর স্বাক্ষর নিতে হবে।

• আবেদন ফরম পূরণের নিয়মাবলী ও তথ্যাদি ওয়েবসাইটে www.nu.ac.bd দেয়া আছে।

• Data Entry অনলাইন Software ওয়েবসাইটে www.nu.ac.bd এ হতে পাওয়া যাবে।

বিবরণী ফরম ও ফি জমা দেওয়ার নিয়মাবলী

• বিবরণী ফরম অনলাইন থেকে প্রিন্ট করে অধ্যক্ষ কর্তৃক স্বাক্ষরিত হওয়ার পর মূল কপিটি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শাখায় জমা দিতে হবে এবং এর ফটোকপি কলেজে সংরক্ষণ করাতে হবে।

• পরীক্ষার্থীদের ফি পূর্বেরমত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুকূলে ডিডি করার পরিবর্তে “সোনালী সেবা” এর মাধ্যমে সংশ্লিষ্ট খাতে জমা দিতে হবে। নির্ধারিত জমা ফরম যা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd থেকে Pay Slip ডাউনলোড করে “সোনালী সেবা” এর মাধ্যমে যে কোন সোনালী ব্যাংকের শাখায় জমা দিতে হবে।

• Pay Ship এ সংশ্লিষ্ট খাতের সঞ্চারী হিসাব নম্বর উল্লেখ পূর্বক মোটি টাকার অংশ লেখা থাকবে এবং এর প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ সোনালী ব্যাংকে যে কোন শাখায় জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে।

• Pay slip সংগ্রহরে জন্য Link Active থাকবে।

• নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে Pay slip ডাউনলোড করা এবং টাকা জমা দেয়া যাবে না। ব্যাংক-এ প্রচলিত অন্য কোন ফরমে টাকা জমা প্রদান করা হলে পরবর্তীতে উত জটিলতার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

সোনালী সেৰা সংক্রান্ত প্রয়োজনে ০১৮৬৭০৬৫১১১ মোবাইল নম্বরে যোগাযোগ করা যেতে পারে।

পরীক্ষা পরিচালনা: সংশ্লিষ্ট কলেজ কেন্দ্র ফি বাবদ আদায়কৃত অর্থের ২৫ হারা পরীক্ষা সংক্রান্ত ব্যয় নির্বাহ করবে। অবশিষ্ট ৭৫% অর্থ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার (যে কেন্দ্রে সংশ্লিষ্ট কলেজের পরীক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সে কেন্দ্রের) নিকট পরীক্ষা করার পূর্বেই জমা দিতে হবে। যা দ্বারা কেন্দ্রের যাবতীয় বিশ্ববিদ্যালয় হতে পরীক্ষার উত্তরপত্র আনুষঙ্গিক দ্রব্যাদি ও প্রশ্নপত্র গ্রহণ, পরীক্ষানুষ্ঠান ও উত্তরপত্র প্রেরণ ইত্যাদি ব্যয় নির্বাহ করতে হবে।

বিশেষ নির্দেশনা  

• নন-কলেজিয়েট (৭৫% এর কম ক্লাশে উপস্থিত) শিক্ষার্থীদের ফরম পূরণের ক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজকেই তার দায়-দায়িত্ব বহন করতে হবে।

• এ পরীক্ষার সময়সূচী, প্রবেশপত্র বিতরণের তারিখ ও অন্যান্য যাবতীয় তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে। সোনালীসেবার রশিদ ও ফরাম পূরণের বিবিরণী জমা দেয়ার সময় অবশ্যই সর্বশেষ হালনাগাদ কলেজ অধিমুক্তির নবায়নের কপি জমা দিতে হবে।

• এ পরীক্ষা সংক্রান্ত যে কোন বিষয়ে প্রয়োজনে ৩২-৯২৯১০৬৩ অথবা ০১৭১৯৩৩৬২৭৩ এই নম্বরে যোগাযোগ করা যাবে।

Notification to fill up the LLB 1st year examination form of National University 2023. Notice to fill the NU LLB first part examination form of National University 2023. Form Fill up for the first LLB examination of 2023  the National University.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button